Posts

Showing posts from February, 2024

*হাত ছেড়ে পদ্মে কৌস্তুভ বাগচী*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালেই বিজেপিতে যোগ দিলেন আইনজীবী কৌস্তুভ বাগচী। দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস দলের সাথে যুক্ত ছিলেন। কংগ্রেস থেকে ইস্তফা নিয়ে বৃহষ্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতে হাত ছেড়ে পদ্মে যুক্ত হলেন কৌস্তুভ বাগচী।

*গ্রামীন হাসপাতালে চলছে দালাল চক্র, অভিযোগ একাধিক*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দালাল রাজ অব্যহত মুর্শিদাবাদের বড়ঞা গ্ৰামিন হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেন এর সুব্যস্থা যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে শুধু তাই নয় সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাব গুলিতেও চলছে দালাল রাজ, কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই এই সমস্ত ল্যাব গুলিতে রোগীদের পরিক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরাই, হাসপাতালে আউটডোরে বা ইমারজেন্সি যেখানেই হোক রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা যারা রোগী পরীক্ষা টাকার বিনিময় করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার সাধারণ মানুষদের।

রেডিও তরঙ্গের পরিবর্তনের জন্য যোগাযোগের সমস্যা এলাকাবাসীর

Image
   খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: শীতকাল প্রায় শেষ, গরম পড়তে শুরু করেছে সবে। পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। এই পরিস্থিতিতে উপকূল এলাকার রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে। রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হয়েছে। এই রিপিটারের সাহায্যে ৪ টে জেলায় কাজ চলছে, আরও ৬ টি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে। এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে। সেখান থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে। যা পশ্চিমবঙ্গে প্রথম। এছাড়াও সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্যান্ডের মাধ্যমে। হ্যাম রেডিওর ৬ সদস্যের দলের এই পরীক্ষায় উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল, সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে। কারন ঠিকমত সিগন্যাল মিলছে না। কি সমস্যা হচ্ছে সবটাই নোট করেছে হ্যাম রেডিওর সদস্যরা। সিগন্যাল যাতে আরও ভালো পাওয়া যায় তার জন্য আরও গবে

*পুলিশের জালে আটক ১৭ কেজি গাঁজা সহ দুই ব্যক্তি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,সাগরদিঘী : ফের বড়সড় সাফল্য সাগরদিঘী থানার পুলিশের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে। ১৭ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করলো সাগরদিঘী থানার পুলিশ।বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘী থানার মোড়গ্রাম ওভার ব্রীজ সংলগ্ন এলাকায়সা।সাগরদিঘী থানার পুলিশ গোপন সূত্র তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ছত্র কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্র খবর উত্তরবঙ্গের থেকে তারা দুই ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে আসে সাগরদিঘীর মোড়গ্রামে, এবং মোড়গ্রাম বাসস্ট্যান্ড মোড়ে দুই ব্যক্তি ঘাড়ে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং সেখানেই পুলিশ সন্দেহ করে দুই ব্যক্তিকে আটক করে। এবং তাদের ব্যাগ থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার হয় । ধৃত দুই ব্যক্তির নাম নিখিল সরকার বয়স (৫৫) তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এবং অপরজন ব্যক্তির নাম শেখর দাস বয়স ২৪। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতরা পার্ক থানা । দুজনকে আটক করে নিয়ে যায় সাগর থেকে থানার পুলিশ।

পুলিশের হাতে ধরা পড়ে গরু পাচারকারী*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ডের রাস্তা ধরে পশ্চিম বাংলায় পৌঁছানোর আগেই মিহিজামের পুলিশের হাতে ধরা পড়ে!!যেখান থেকে ১০৩ টি গরু উদ্ধার করেছে ঝাড়খণ্ড মিহিজামের পুলিশ!!গরু গুলিকে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সীমান্ত থেকে বাংলা সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল বলে জানা গেছে!!দুই কন্টেনার ভর্তি গরু উদ্ধার হয় মিহিজামের কানগৈ স্থিত নাকা পয়েন্টে!! যেখানে একই সাথে ওই ঘটনার সাথে যুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়!! যাদের মধ‍্যে চারজন চালক ও খালাসি সহ দুইজন অন‍্য ব‍্যক্তি শামিল ছিল এই গরু পাচার চক্রে!!ঝাড়খণ্ডের পুলিশ সূত্রে খবর বিহারের বাঁকা ও ভাগলপুর এলাকা থেকে দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু বাংলায় পাচার করা হচ্ছিল!!তবে উদ্ধার হওয়া ওই ১০৩ টি গরু বর্তমানে মিহিজামের হাসি পাহাড়ি এলাকায় রাখা হয়েছে। যার মধ‍্যে একটি গরুর মৃত‍্যু হয়েছে বলে জানা গেছে!!ঠাসাঠাসী ভাবে গরুগুলো আনা হচ্ছিলো!!এবং রূপনারায়ণপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ আটক করে এই দুটি কেন্টিনার ট্রাক ভর্তি গরু!!পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরুকরেছে!!তবে মিহিজাম থানার পুলিশের বড়োসড়

*প্রতিবেশী দেশ নেপালে রয়েছে হিন্দুদের অন্যতম ঐতিহ্যশালী পশুপতিনাথ মন্দির*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত: এই বছর শিবরাত্রি পড়েছে ৮ই মার্চ। দিন পৃথিবী জুড়ে বিভিন্ন শিব মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য প্রতিবেশী দেশ নেপালের পশুপতিনাথ মন্দির। প্রতিবছর শিবরাত্রির দিন এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়ে থাকে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির। দেবাদিদেব মহাদেবের আরেক নাম পশুপতিনাথ আর তাঁর নামে এই মন্দির। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এই পশুপতিনাথ মন্দির দেখবার জন্য সারা বছরই ভিড় করেন। আর শিবরাত্রির দিন বাঁধন ছাড়া ভিড় লক্ষ্য করা যায় পশু-পতিনাথ মন্দিরে। নেপালের প্যাগোডার আকৃতি অর্থাৎ চার কোনা আকৃতি এই মন্দিরের। রয়েছে চারটি দরজা। হিন্দুদের অন্যতম প্রাচীন মন্দির গুলির মধ্যে রয়েছে এই পশুপতিনাথ মন্দির। হিন্দুদের অন্যতম ঐতিহ্যশালী এই মন্দির। মন্দিরটি বাগমতি নদীর তীরে অবস্থিত। প্রতিবছর শিবরাত্রির দিন পশুপতিনাথ মন্দিরে ভক্তদের লাগাম ছাড়া ভিড় লক্ষ্য করা যায়। শিবের মাথায় জল ঢালতে লম্বা লাইন পরে। এছাড়া সারা বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে।

ডুয়ার্সে একেবারে পাহাড়ি আমেজ!*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ডুয়ার্সে একেবারে পাহাড়ী আমেজ। দুর্দান্ত একটি স্পট নাম রকি আইল্যান্ড । সামসিং থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। ডুয়ার্সের মধ্যে একেবারে পাহাড়ি আমেজ। এখানকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে দেবে । ক্রমে ক্রমে পর্যটকদের কাছে পছন্দের তালিকায় অবস্থান করছে এই স্পট। শীতের সময় তো বটেই গরমকালেও পর্যটকদের ঢল নামে রকে আইল্যান্ডে।আদতে একটি গ্রাম এই রকি আইল্যান্ড। এখানকার মূল আকর্ষণ হলো মূর্তি নদী। পাহাড়ি নদী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।এছাড়া বড় বড় পাথর যেগুলি মূর্তি নদীর মধ্যে রয়েছে। সকালে পাওয়া যাবে কুয়াশার অনুভূতি। প্রাসঙ্গত পাথরগুলি বহু বছর পুরোনো। এক একটা পাথরের আয়তন বিশাল বিশাল। অনেকেই এই বিশালাকার পাথরগুলি দেখতে রকি আইল্যান্ডে পাড়ি দেন।এখানে থাকবার জন্য রয়েছে কয়েকটি হোমস্টে। গরমের সময়ও এখানে শীতের আমেজ পাওয়া যায়।মালবাজার স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন রকি আইল্যান্ডে।

*লোকসভা নির্বাচনে আগে বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:নির্বাচনের পূর্বে ময়ূরেশ্বরে বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। উল্লেখ্য বুধবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও এলাকা সহ বোমা গুলিকে ঘিরে রেখেছে বলে জানা যায়। ময়ূরেশ্বরের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের ছোটতুড়িগ্রাম ও বরুটিয়া এই দুটি গ্রামের মাঠের মাঝে আমবাগান লাগবো একটি পরিত্যক্ত বাড়িতে নাইলনের থলেতে প্রায় ২০ থেকে ২৫ পিস বোমা মজুদ করে রাখা আছে বলে মনে করছেন পুলিশ। তবে কে বা কারা এই বোমাগুলিকে মজুদ করে রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। লোকসভা নির্বাচনের পূর্বে জেলায় আবারো বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে বলেও জানা যায়।

*জাল লটারির বিক্রির অভিযোগে গ্রেফতার ১

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:দুবরাজপুরে ঝাড়খণ্ডের জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেফতার একজন। ধৃত ব্যক্তির নাম সোমনাথ গড়াই, বাড়ি দুবরাজপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের লটারি বাড়িতে ছাপা হতো ধৃত ব্যক্তির বাড়িতে। গতকাল রাত্রে পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে তিনটে ল্যাপটপ এবং একটা সিপিইউ ছাড়াও উদ্ধার হয়েছে নিজের বাড়িতে ছাপা ঝাড়খণ্ডের জাল লটারি বলে দাবি পুলিশের। ধৃত ব্যক্তিকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়।

*ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: এদিন শিলিগুড়ি ভেটারেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশের সোনালী অতীত ক্লাবের ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল শিলিগুড়ি ভেটারেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলোয়াড়রা মেয়র গৌতম দেবের হাত থেকে পুরস্কার নেন।

*সন্দেশখালি যাবার পথে আটক নওশাদ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ১৪৪ ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক। ঘটনাস্থল থেকে ৬২ কিলোমিটার দূরে তাঁকে ১৪৪ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরই গ্রেফতার করা হয়। নওশাদের দাবি, তাঁর সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না। আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে। নওশাদ সিদ্দিকী বলেন, “কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হল জানানো হয়নি। যেখানে মন্ত্রীরা ঘুরছেন, সেখানে অসুবিধা নেই। তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না। আমি গেলেই সমস্যা। আর ১৪৪-এর কোনও নোটিসও দেখাতে পারেনি এরা। আজ আমার দু’টো কর্মসূচি আছে। একটা সন্দেশখালিতে যাওয়া, আরেকটা বাসন্তীতে। কীসের এত তৎপরতা?” একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট কমিশনার পীযূশ কুণ্ডু নওশাদকে জানান, ১৪৪ ধারা ভাঙার কারণে গ্রেফতার করা হচ্ছে। তবে পরে সংবাদমাধ্যম নওশাদ-গ্রেফতারির কারণ জানতে চাইলে, কোনও উত্তর দেননি। কলকাতা পুলিশের এলাকায় কীভাবে ১৪৪ ধারা জারি হল তা ন

*দীঘা সমুদ্র সৈকতে উদ্ধার মৃ*ত ডলফিন*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:দীঘা সমুদ্র সৈকতে পড়ে রয়েছে মৃ*ত ডলফিন আর তা দেখেই পর্যটকরা নাক ছিটকাচ্ছেন কেউবা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন।। ঘটনাটি দেখা গেল নিউ দিঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে। দীর্ঘদিন সমুদ্রে খাঁজে পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি মৃ*ত ডলফিন। যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। হুশ নেই প্রশাসনের। পর্যটকরা চাইছেন অবিলম্বে এই মৃ*ত ডলফিনটি কে সরিয়ে এলাকাটি কে পরিষ্কার করা হোক। যেখানে বিশেষ করে শনি এবং রবিবার পর্যটকদের ঢল নামতে শুরু করে আর সেখানে নজরদারি অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা।

প্রেমের প্রতারণার জালে জড়িয়ে আ*ত্মঘাতী যুবক*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার: সব প্রেমের গল্পই মধুর পরিণতি পায় না কিছু কিছু প্রেমের গল্প অঝরেই ঝরে যায়। গল্পটা শুরু হয়েছিল ৬ মাস আগে ডায়মন্ড হারবার থানা পাতড়া এলাকার আগ্নেশ্বরের বাসিন্দা পবিত্র পাইক (২১) সাথে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয় নিশা সরদার নামে একটি মেয়ের। এরপর সোশ্যাল মিডিয়ায় আলাপের পর শুরু হয় দুজনের প্রেম কাহিনী । এরপর নিশা নানান আবদার একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছিল পবিত্র ব্যাংক অ্যাকাউন্ট। কোন সময় পাঁচশো আবার কোন সময় দুই হাজার একটু একটু করে প্রেমের প্রতারণার গুনে পবিত্র অ্যাকাউন্ট খালি করতে শুরু করে নিশা। পবিত্র পেশাই দিনমজুর। দিন আনা দিন খাওয়া সংসারে বাবা-মায়ের ছোট সন্তান ছিল পবিত্র। বাবা প্রতিবন্ধী তাই ছোটবেলা থেকে সংসারের হাল ধরতে দুই ভাই হাড়ভাঙ্গা পরিশ্রম করতো। কিন্তু প্রেমের রঙিন স্বপ্নে বুধ হয়ে ডুবে গিয়েছিল পবিত্র। সোশ্যাল মিডিয়া থেকে পার্সোনাল ফোন নাম্বার আদান প্রদানে করা হয়। বেশ কয়েকবার পবিত্র নিশাকে বলে তার সঙ্গে দেখা করতে নিশা, রাজিও হয় দেখা করার জন্য এর জন্য পবিত্র কাছ থেকে মোটা অংকের টাকাও হাতায় নিশা। কিন্তু দেখা করে না নানা

*পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আজ পুরুলিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন প্রশাসনিক সভায়। এই সভা থেকেই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন রঘুনাথপুরের শ্যাম স্টিলের লৌহ ইস্পাত কারখানার। ওই শিল্প সংস্থা সুত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের কাছ থেকে রঘুনাথপুর শিল্প তালুকে প্রায় ৬০০ একর জমি পেয়েছেন তারা। সেখানেই ১৫০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে এই কারখানা। সংস্থা তরফে জানানো হয়েছে, রঘুনাথপুরের এই কারখানার উৎপাদন ক্ষমতা হবে প্রতি বছরে ১.১৯ মেট্রিক টন। কারখানাকে ঘিরে ব্যাপক কর্মসংস্থানও হবে বলে দাবি ওই শিল্প সংস্থার। তারা জানান, কারখানার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হলে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান হবে।

*ভুয়ো নিয়োগপত্র নিয়ে চিন্তার ভাঁজ প্রাথমিক শিক্ষা সংসদের*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: তালিকায় নাম নেই কিন্তু বেরিয়ে যাচ্ছে ও নিয়োগ পত্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেই চোখ কপালে প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের। অবিকল প্রাথমিক শিক্ষা সংসদের থেকে পাঠানোর নিয়োগ পত্রের মতন। অবিকল নকল করা হয়েছে সই, নিয়োগপত্রের কাগজের ও চেহারাও একই। খতিয়ে দেখেই কর্তারা বুঝতে পেরেছেন ওই নিয়োগ পত্র আসলে ভুয়ো। ইতিমধ্যে এই ঘটনা সামনে আসতে নড়ে চড়ে বসেছে গত অক্টোবর মাসের শেষের দিকে দেখা গিয়েছিল, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, সোনারপুর ও পাথরপ্রতিমা এলাকায় মোট চারজন চাকরিপ্রার্থী ভুয়ো নিয়োগপত্র হাতে নিয়ে কাজে যোগ দিয়েছিলেন। সেই সময়ই বিষয়টি ধরা পড়ে যায়। এরপরই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে ডায়মন্ড হারবার, বারুইপুর ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে তদন্তের আবেদন জানানো হয়। এবার ফের ভুয়ো নিয়োগপত্রের ছবি দেখে উদ্বিগ্ন খোদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মকর্তারা শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত,২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ১৮৩৪ জন। তাদের মধ্যে প্রথম ধাপে ১৫০৬ জনের তালিকা প্রকাশ করে নিয়োগপত্র তুলে দিয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বাকি তালিকা নিয়ে দীর

*প্রয়াত গজল সম্রাট পঙ্কজ উদাস*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: সংগীত জগত থেকে চির বিদায় নিলেন গজল সম্রাট তথা বিখ্যাত সংগীত শিল্পী পঙ্কজ উদাস। প্রয়াতের সময় তার বয়স হয়েছিল ৭২। সূত্রের খবর দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন আজ অর্থাৎ সোমবার প্রয়াত হলেন পঙ্কজ উদাস। তার মৃ*ত্যুর খবর পরিবার প্রকাশ্যে নিয়ে আসে।

*পথদু*র্ঘটনায় মৃ*ত ২ বাইক আরোহীর**

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মহেশতলা:রবিবার মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে‌ ঘটে একটি পথদু*র্ঘটনা এবং পথ দু*র্ঘটনায় মৃ*ত্যু হয় দুজনের। জানা যায় বাইক নিয়ে তারাতলার দিক থেকে বাটা মোড়ের দিকে আসার পথে রামপুরে সম্প্রতি উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ড ওয়ালে ধাক্কা মা*রে। এরপরই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইকে থাকা দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তাদের র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর মৃ*ত যুবকদের নাম রোহন লোহার সরশুনা থানা এলাকার বাসিন্দা, আকাশ দে ব্রেসব্রিজের বাসিন্দা।

*মৃ*ত নাবালিকা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন ও অ্যাডভাইজার*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: পুরাতন মালদহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে খু*নের ঘটনায় সোমবার দুপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সঙ্গে ছিলেন শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেষ্ণা রায়। এদিন মৃ*তের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান। পাশাপাশি পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন।

*সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার: আবারও কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের একের পর এক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তর করছেন। আজ ফির তার প্রমাণ মিলতে চলেছে। চড়িয়াল সেতুর পরে এবার বজ বজ ট্রাঙ্ক রোড ও মহেশতলা এ ৪০ মিলিয়ন গেলেন জল প্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সংসদ। গত সোমবারই চড়িয়াল সেতুর উদ্বোধন করেছেন তিনি। তার মাত্র ছয় দিন পরেই ফের মহেশতলায় জলপ্রকল্প এবং উড়ালপুলের নিচের রাস্তা উদ্বোধন করতে আসছেন অভিষেক। লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকা হল দলের তরফে। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে ভরিয়ে দেওয়ার জন্য এখন থেকে ময়দানে নেমে পড়েছেন শাসক দলের নেতা কর্মীরা। ২৫ ফেব্রুয়ারি সমাবেশের দিন ঘোষণা হল। সমাবেশের দিন নির্ধারণ হল ১০ মার্চ। এত অল্প সময়ে ব্রিগেড সভা ভরাট করা খুব কঠিন কাজ। তার জন্য অনেক আগে থ

*গৃহবধূ ধ*র্ষির্তা ও খু*ন হওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক মহিলা সমিতি পক্ষ থেকে ডেপুটেশন*

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ময়ুরেশ্বর:দক্ষিণগ্রাম অঞ্চলের দক্ষিণগ্রামের ক্ষেতমজুর পরিবারের গৃহবধূ দুষ্কৃতীদের হাতে ধ*র্ষিতা ও খু*ন হন। আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ময়ূরেশ্বর-১ এরিয়া কমিটির নেতৃত্বে মল্লারপুর থানায় ডেপুটেশন, উপস্থিত ছিলেন কেনিজ রেবিউল ফতিমা, বলরাম চ্যাটার্জ্জী, অরূপ বাগ, তমাল চন্দ্র দে, শ্রীমন্ত মুখার্জ্জী প্রমুখ।

*প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রাম*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: বাঙালির বেড়াতে যাবার সেরা ঠিকানা দার্জিলিং। পাহাড়ে যেতে বাঙালির মন ছুটে চলে সব সময়। কিন্তু এই পাহাড় এখন ঘিঞ্জি হয়ে যাচ্ছে পর্যটকদের ভিড় সমাগম প্রতিদিন বাড়ছে। যারা একদিকে যেমন নিরালা পছন্দ করেন অপরদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চান তাদের কাছ থেকে নিঃসন্দেহে সেরা ঠিকানা উত্তরবঙ্গের মহালদিরাম। শিলিগুড়িতে নেমে শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাওয়া যায় এখানে এছাড়া শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকেও যাওয়ার সুবিধা রয়েছে। প্রসঙ্গত প্রথমে যেতে হবে দিলারাম সেখান থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত মহালদিরাম। দিলারাম থেকে মহালদিলারাম যাওয়ার রাস্তা অপূর্ব। মহালদিরামের প্রাকৃতিক সৌন্দর্যের দুর্দান্ত একদিকে যেমন রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার অপূর্ব অনুভূতি অপরদিকে পাইনের জঙ্গল। আর এখান থেকে কিছু দূরেই অবস্থিত সালমান্ডার জঙ্গল। এখানে থাকবার জন্য রয়েছে হোমস্টে, হোমস্টে গুলির সামনের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব দেখলে হৃদয় ভরে যাবে। রয়েছে পাহাড়ি নদী রিশি খোলা, সব মিলিয়ে কয়েকদিন নিরালায় কাটিয়ে দেওয়ার অন্যতম ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ

*বদল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার তারিখ*

Image
  খবর দিনভোর, নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল আগামী ১ লা মার্চ প্রধানমন্ত্রী হুগলি জেলার অন্তর্গত আরামবাগে জনসভা করবেন, ২ মার্চ কৃষ্ণনগরে এবং ৬ ই মার্চ বারাসাতে জনসভা করবেন।  এখন জানা যাচ্ছে ৬ ই মার্চের পরিবর্তে ৮ ই মার্চ বারাসাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাতের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালির নির্যাতিতা নারীদের সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বঙ্গ সফর নিয়ে রাজনৈতিক তরজা চলছে।

*মৃ*ত মহিলার দেহ উদ্ধার নিয়ে বিক্ষোভে তৃণমূল কর্মীরা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: রবিবার মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃ*তদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ। প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর ১ নং ব্লক তৃণমূলের নেতাকর্মীরা। আজ সকাল ১১ টা নাগাদ রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। মল্লারপুর বাহিনা মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।  তৃণমূল কর্মীদের দাবি মৃ*ত্যু মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন। তাকে ধ*র্ষণ করে নিশংসভাবে খু*ন করা হয়েছে। বিজেপিরা চক্রান্ত করে এই খু*ন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা। আরো বলেন যারা এই খু*নের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতি,আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়া ভাবে এই দুষ্কৃতীরা।মৃ*ত মহিলাটির বাড়ি ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রামের জেলে পাড়ায়, নাম কল্যাণী ধীবর। তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন । পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্যাণী ধীবর। অনেক খোঁজাখুঁজির পরেও কোন খবর মেলেনি। তার পরেই আজ সাত সকালে মল

*মহিলার গলা কা*টা দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:সকাল সাড়ে আটটা নাগাদ গঙ্গাসাগরে বাপের বাড়িতে এক মহিলার গলাকা*টা দেহ উদ্ধার। ঘটনাস্থলে গঙ্গাসাগর থানার পুলিশ। বাপের বাড়ি থেকে এক বিবাহিত মহিলার গলাকা*টা দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ওই মহিলার নাম অনিমা মন্ডল নাইয়া। বাপের বাড়ির লোকের অভিযোগ আজ সকাল আটটা নাগাদ অনিমা দেবীর স্বামীর শুকদেব নাইয়া ধারালো অ*স্ত্র দিয়ে তার গলা কে*টে পালিয়ে যায়। র*ক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকতে দেখে যখন বাপের বাড়ির লোকজন ছুটে আসেন তখন সব শেষ। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাখিরালা গ্রামে। কান্নায় ভেঙে পড়ে বাপের বাড়ির লোকজন। প্রায় বছর আট আগে রায়দিঘিতে বিবাহ হয়েছিল অনিমা দেবীর। অভিযোগ বহি রাজ্যে কাজ করতে গিয়ে তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জড়িয়ে পড়ে এক মহিলার সঙ্গে। তারপর থেকে অনিমা দেবীর উপর নেমে আসে অত্যাচার। অতীত ভুলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বেশ কিছুদিন ধরে থাকতে শুরু করেন অনিমা দেবী। আজ সকাল সাড়ে আটটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে কো*পাতে থাকে অনিমা দেবীকে। ঘটনাস্থলেই তার

*মহানন্দা নদী পরিষ্কার কর্মসূচি*

Image
 খবর দিনভোর, সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অতি আনন্দের সাথে জানাচ্ছি যে সদ্ গুরু মাতা সুদীক্ষাজী মহারাজের আশীর্বাদে আমরা সন্ত নিরংকারী মিশনের ভক্তবৃন্দরা বাবা হরদেব সিং জী মহারাজের ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মেগা সাফাই অভিযানের অংশ রূপে মহানন্দা নদী পরিস্কার করেছি আজ অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০২৪। উক্ত অনুষ্ঠানে শিলিগুড়ি নিকটবর্তী বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিল। সন্ত নিরংকারী মিশন আজ সারা ভারতের ১২০০ স্থানে এই অভিযানের আয়োজন করেছে। শিলিগুড়ি কর্পোরেশন এর বোরো চেয়ারম্যান তথা দু'নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি গার্গী চ্যাটার্জী মহাশয়র সহিত শ্রীমতি শিখা ঘোষ জী ও শ্রী রামভজন মাহাতো জী এবং নিরংকারী মিশরের জোন নাম্বার ৪৭ এর জোনাল ইনচার্জ শ্রী কে.এম. ছেত্রী জী এই অভিযানে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীকে অনুপ্রাণিত করেছেন।

*অর্ধন*গ্ন অবস্থায় উদ্ধার গৃহবধূর মৃ*তদেহ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: অর্ধ ন*গ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। জানা গেছে, শনিবার দুপুর নাগাদ ওই গৃহবধূ নিজেদের জমি দেখতে এসেছিল। ঠিক তারপর থেকেই সে নিখোঁজ থাকে। এরপরই গ্রামের কয়েকজন নিজেদের ভুটটা খেতে চাষ করতে যাওয়ার সময় জমির একদম গভীরে অর্ধন*গ্ন অবস্থায় একটি মৃ*তদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়তা দাদাকে বিষয়টি ফোন মারফত জানালে তার দাদা ঘটনাস্থলে আসে। মহিলার দাদা বলেন , গত ৩ দিন আগে আমার বোন বাবার অসুস্থতার খবর পেয়ে দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসে। আজ দুপুর নাগাদ বোন মাঠের জমি দেখতে এসেছিল। কিন্তু আর বাড়ি ফেরেনি। একজন গ্রামবাসী আমাকে ফোনে বিষয়টি জানালে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। তার দাদা আরও দাবি করেন, তার বোনের গলায় ধারালো অস্ত্রের ক্ষ*ত চিহ্ন রয়েছে। পাশাপাশি তাকে যৌ*ন নির্যা*তন করেই খু*ন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিকে বৈষ্ণবনগর থানার পুলিশের কাছে ঘটনার খবর গেলে পুলিশ তরিঘরি ঘটনাস্থলে আস

*সমবায় সমিতির নির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী তৃণমূল*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয়জয়কার ঘাসফুল শিবির। ধরাশায়ী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সমবায় সূত্রের খবর, দলঅলুয়া সমবায় সমিতিতে ৫০টি আসনের মধ্যে ৪৩টি আসন পায় তৃণমূল শিবির৷ মাত্র ৭টি আসন পায় বিজেপি। মোট ভোটার ১২৬৪। ভোট পড়েছে ১২৫০। এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক ও এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পন্ডা, কাউন্সিলর জয়ন্ত সাহু শেখ সুরজ আলি, বিমল প্রহরাজ ও যুব নেতা গৌতম বেরা প্রমুখ। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, এটা মানুষের জয়। এগরা পুরসভার মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে এর থেকেই তা প্রমাণিত। আগামী লোকসভা ভোটেও এগরা থেকে বিপুল সংখ্যক ভো

*সাইকেল চেপে বিডিও যাচ্ছে মানুষের কাছে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা : ঘড়ির কাঁটা তখন সকাল ৮ টা ছুঁই ছুঁই।সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন জনৈক এক ব্যক্তি।দেখলেই মনে হবে সাধারণ একজন গ্রামের মানুষ! মনে হতে পারে যেন,নিত্যদিনের কাজের খোঁজে বেরিয়েছেন।বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখ,চাওয়া পাওয়ার খোঁজখবর নিচ্ছেন।কখনও যক্ষ্মা রোগীর বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন,সরকারী পরিষেবা কিংবা অনুদান সঠিক সময়ে পাচ্ছেন কি না। কখনও আবার অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ঢুঁ মারছেন।সেখানে শিশুদের খাবারের গুণগত মান ঠিক রয়েছে কি না নিজেই চেখে পরীক্ষা করছেন।পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না তাও যাচাই করছেন।কখনও আবার ঝাড়ুদারের হাত থেকে ঝাড়ু নিয়ে ঝাঁট দিয়ে তাদের কে সাহায্য করছেন।এমন মানুষ কে দেখে অনেকেই চিনতে পারছেন না।কেউ কেউ মন্তব্য করছেন,বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য একাধিকবার ব্লক অফিসে গিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি। আচমকা এক ব্যক্তি সকালে করে সাইকেল চালিয়ে আসছেন খোঁজ নিচ্ছে কারোর কোন অসুবিধা রয়েছে কি না?যদি সমস্যা থাকে কিংবা কোন সরকারী প্রকল্পে নাম নথীভুক্ত করতে সমস্যা হয় তাহলে ব্লক অফিসে গেলে সমস্যার সমাধান হয়ে য

*পথদু*র্ঘটনার সাক্ষী আসানসোলবাসী*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান আসানসোলের ভগৎশিঙ মোড়ে পথদু*র্ঘটনা!ঘটনা সূত্রে জানা গেছে একটি ট্রাক এক সাইকেল আরোহী কে ধাক্কামারে!!ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে সাইকেল আরোহী বিদ্ধ কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়!!

*মুখ্যমন্ত্রী ২৬ শে ফেব্রুয়ারি দূর্গাপুর আসছেন, চলছে প্রস্তুতি*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দূর্গাপুর: মুখ্যমন্ত্রী আসবেন দুর্গাপুরে।তার আগের মুহূর্তে চূড়ান্ত তৎপরতা পুলিশের। হেলিকপ্টারেও হলো মহড়া। সূত্রের খবর, আগামী ২৬ শে ফেব্রুয়ারি হেলিকপ্টারে দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের ভগত সিং ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে আসবেন। তারপর সেখান থেকে দুর্গাপুরের সার্কিট হাউসে করবেন রাত্রিযাপন। সেখান থেকেই বাঁকুড়া এবং পুরুলিয়া সফরে যাবেন বলেও জানা গিয়েছে।

*পূণ্য স্নানে গঙ্গাসাগরের লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড়

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর:"কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার"। মকর সংক্রান্তিতে পূর্ণ লাভের আশায় গঙ্গাসাগরে পুণ্যের ডুব দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা ছুটে আসে। গঙ্গাসাগর মেলার সময় কয়েক দিনের জন্যই গঙ্গাসাগর সমুদ্র সৈকত হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ। নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে যেন ভারত মহান এমনই দৃশ্য দেখা যায় গঙ্গাসাগরে। কিন্তু গঙ্গাসাগর মেলা শেষের পর মাঘ মাসের শেষ পূর্ণিমার পূণ্য তিথিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ও কপিলমুনি আশ্রম চত্বরেও তিল ধারনের জায়গা থাকে না। মাঘী মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে মক্ষ লাভের আশায় রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসে গঙ্গাসাগরে। শনিবার ভোর রাত থেকেই গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পূর্ণার্থীদের উপছে পড়েছে ভিড়। হিন্দু পঞ্জিকা মতে ২৩ ফেব্রুয়ারি ভোর ৩. ৩৬ মিনিট থেকে পূর্ণিমার তিথি লেগেছে এবং এই তিথি থাকবে ৬.৩৪ মিনিট পর্যন্ত। মাঘী পূর্ণিমা উপলক্ষে ভোর রাত থেকেই গঙ্গাসাগরের চলছে পুণ্যের ডুব। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রা

*রাজগঞ্জে শুরু হলো ভামরি দেবীর পুজো,*

Image
খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:  প্রতিবছর রাজগঞ্জের অন্তর্গত বোদাগঞ্জে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে ভামড়ি দেবীর পুজো ও মেলার আয়োজন করা হয়ে থাকে। এই বছরও আয়োজিত হচ্ছে ভামরি দেবীর পুজো ও মেলা। আজ থেকে শুরু হলো পুজো ও মেলা। আজ সকালে মায়ের পুজো ও মেলার শুভ সূচনা হয়। প্রতিবছর মায়ের পূজাকে কেন্দ্র করে চলে বিশাল বড় মেলা। এই মেলার যথেষ্ট খ্যাতি রয়েছে। এই বছরও ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হওয়া পূজো ও মেলা আগামী ২৭ এ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ মোট পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হবে পুজো ও মেলা। প্রসাদ বিতরণের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভামরী মায়ের পূজো ও মেলাকে কেন্দ্র করে ওই এলাকা উৎসবের চেহারা নিয়েছে। এই বছর এই পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করলো। এদিন এই পুজো ও মেলার উদ্বোধন করেন এসজেডি এর সদস্য তথা সমাজসেবী কৃষ্ণ দাস। এছাড়া নতুন অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন করা হলো এদিন। পুজো তো থাকবেই পাশাপাশি রয়েছে পাঁচ দিনব্যাপী মেলা।

*হুগলির আরামবাগে মোদীর জনসভা*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহতেই বঙ্গে আসছেন তিনি। সম্ভাব্য আগামী ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুগলির আরামবাগে জনসভা করবেন। বর্তমান রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সন্দেশখালি যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বঙ্গ। এটাই দেখার যে আগামী দিনে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালি বিষয় নিয়ে মুখ খোলেন কিনা।

*ধ্বংসের মুখে বক্রেশ্বরে হিলিয়াম ল্যাবরেটরি*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম: এই বিশ্ব বাংলায় অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। পৃথিবীর এমন এমন অনেক নিদর্শন বা দর্শনার্থীদের দেখার অনেক চিত্রই এখন ধ্বংসের মুখে। আর সেই ধ্বংসের মুখে আরেকটি নাম উঠে এলো সেটি বীরভূমের বক্রেশ্বর এর অতি পুরনো হিলিয়াম ল্যাবটরি। যেহেতু বীরভূমের বক্রেশ্বর ধামকে পুনাথি স্থান মনে করা হয় আর সেখানে এক বড় উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন?? জানা যায় একসময় সারা দেশ তথা বিদেশের মাটিতে রপ্তানি করা হতো হিলিয়াম গ্যাস।। এই হিলিয়াম গ্যাস কিনতে আনুমানিক খরচ পড়ত ৫৫ হাজার কোটি টাকা।। বীরভূমে দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে অগ্নিকুণ্ডের জল থেকেই হিলিয়াম গ্যাস সংগ্রহ করা হতো। হিলিয়াম ল্যাবোটরিকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয় বক্রেশ্বর ডাকবাংলা সংলগ্ন জায়গায় অবস্থিত সংরক্ষিত এলাকাটি। কেন্দ্র সরকারের উদাসীনতার কারণেই আজ ধ্বংসের পথে বীরভূমের বক্রেশ্বরের হিলিয়াম ল্যাবটরি। আরে হিলিয়াম ল্যাব্রটরি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই পথে এগোচ্ছে। এখন সরকারের দিকেই সকলের মুখ কোন কি ব্যবস্থা নেওয়া হবে এই ধ্বংসের মুখে যে ল্যাবটরি বারবার এই নিয়েই উঠছে প্রশ্ন।

*গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কি হয়রানি সাধারণ মানুষের?*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মগরাহাট:জনবহুল বাজারের মধ্যে পানীয় জলেরজন্য বসানো হয়েছিল সাব মার্সেল খরচ হয়েছিল প্রায় সাড়ে আট লক্ষ টাকা। অভিযোগ সেখানে বসানো হয়েছিল একটি ছোট টুলু পাম্প যার ফলে লোড নিতে না পেরে খারাপ হয়ে পড়ে থাকে সাবমার্সেল টি। সাবমার্সেল সারানো নিয়ে শাসক দলের নেতাদের কাজকর্মে ক্ষোভ দলেরই একাংশের। অনুন্নয়ন নিয়ে বিরোধীদের মুখের কথা এখন শোনা যাচ্ছে শাসক দলের স্থানীয় নেতাদের মুখে। সাড়ে আট লক্ষ টাকার মত খরচ করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের রাজবল্লভপুর বাজারে পানীয় জলের জন্য বসানো হয়েছিল একটি সাবমার্সেল। শাসক দলের একাংশ ও স্থানীয়পঞ্চায়েত সদস্যার স্বামী তথা অঞ্চল যুবতৃণমূলের সভাপতি রাজু মন্ডল জানিয়েছেন দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক পর্যন্ত প্রত্যেকের কাছে জানিয়ে কোন কাজ হয়নি। এত বড় বাজার ছাড়া আট দশটি পাড়ার মানুষরা এসে এখান থেকে ড্রাম ভর্তি করে জল নিয়ে যেত। মাত্র কয়েকদিন চলে সেই সাবমার্সেল অকেজো হয়ে পড়ে থাকার পিছনে দায়ী করেছেন শাসক দলের একাংশ কে। সামনে আসছে প্রচন্ড দাবদাহ। শাসকদলের এই গোষ্ঠীদন্দের শিকার কেন সাধার

*শিখদের খালিস্তানি বলার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের মিছিল*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : শিখদের খালিস্থানি বলার প্রতিবাদে এদিন তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল।সম্প্রতি সন্দেশখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। অভিযোগ সেই সময় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ স্পেশাল সুপার জাসপ্রিত সিংকে খালিস্থানী বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। অভিযোগের তীর রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । এইজন্য বেশ কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন প্রান্তে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ, এদিন শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের সূচনা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা, শিখ সম্প্রদায়ের অনেকেই এই মিছিলে উপস্থিত হন। শিখ সম্প্রদায়কে খালিস্থানি বলার জন্য এই মিছিল থেকে প্রতিবাদ জানানো হয়। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই মিছিল শুরু হয় বিভিন্ন পথ অতিক্রম করে।

*খড়ের গাদায় আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:প্রায় ৫ বিঘা জমির খড়ের গাদায় আগুন লাগলো সোমবার সকাল ১০ টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে কলেশ্বর পশ্চিমপাড়ায় বলাই দত্ত নামের এক ব্যক্তির খরের গাদায় আচমকায় আগুন লেগে যায়, তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে সকাল 11 টা নাগাদ এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং তড়িঘড়ি দমকল বাহিনী সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানা যায়।

*সাপের আতঙ্কে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মহেশতলা:মহেশতলায় সাপের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী, খবর দেওয়া হলো বনদপ্তরকে।  সন্ধ্যায় মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা ছবি মন্ডলের বাড়ির সামনে একটি বিষধর সাপ দেখে আতঙ্ক ছড়ালো। সাপ দেখতে শতাধিক মানুষের ভিড়।  উল্লেখ্য আজ সন্ধ্যায় প্রায় ৫ ফুট বিষাক্ত সাপ দেখতে পায় এলাকার মহিলা। আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা। খবর পেয়ে দিবাকর নামে সোশ্যাল ওয়ার্কার ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করে প্রায় পাঁচ ফুটের একটি বিষধর সাপ । পরে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেয়া হবে বলে জানান সোশ্যাল ওয়ার্কার।

*আমুলগ্রামে হয় না দূর্গা পূজা! কিন্তু কেন?*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,,কাটোয়া : রবিবার,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত আমূলগ্ৰামে মা দেবাসিন চন্ডীমাতার পুজো অনুষ্ঠিত হলো। *আপামর বাঙালি যখন শারদীয়ার উৎসবে মেতে তখন আমুলগ্ৰামে দুর্গাপূজা হয় না।* প্রতিবছর মাঘ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে দেবাসিন চন্ডীমাতার পুজোর আয়োজন করা হয় আমুলগ্ৰামে। আশপাশের গ্ৰাম থেকে বহু মানুষ আসেন দেবাসিন চন্ডীমাতার পুজো দিতে আমুলগ্ৰামে। *দেবাসিন চন্ডীমাতার পুজো প্রায় ৫০০ বছরের পুরনো।* দেবাসিন চন্ডীমাতার পুজোয় দুটি মূর্তি পাশাপাশি রেখে পুজো করা হয়। একটি পুরাতন শিলামূর্তি। অপরটি মাটির প্রতিমা। দেবাসিন চন্ডীমাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের। দেবীর ডানদিকে রয়েছে চারটি হাত আর বাঁদিকে ছ’টি হাত। তার মধ্যে ডানদিকের একটি ও বাঁদিকের দু’টি হাত বড়। বাকি সাতটি হাত তুলনামূলক ছোট। সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই। তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে চারদিনই। পুজো উপলক্ষে বসেছে একটি মেলা। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন আমূলগ্ৰামের মানুষেরা।

*৪২২ টি নির্মিত ফ্ল্যাটের লটারি হবে*

Image
 খবর দিনভোর, সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এস জে ডি এর উদ্যোগে কাওয়াখালীতে ৪২২টি নির্মিত ফ্ল্যাটের লটারি হবে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। এদিন এই বিষয়ে জানালেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

*ঝাড়খণ্ড সীমান্তের ব্রিজের নিচের থেকে উদ্ধার বৃদ্ধের মৃ*তদেহ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মাইথন: বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন ডুবুর্ডি ব্রিজের নিচের থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়!!খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ডের মাইথন ওপি পুলিশ পৌচ্ছে মৃ*তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে!!জানা গিয়েছে রবিবার সকালে ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন সেতুর নীচে এক বৃদ্ধের মৃ*তদেহ পড়েছিল!!খবর পেয়ে প্রথমে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পোচ্ছায়।পরে ঝাড়খণ্ড থেকে মাইথন ওপির পুলিশ পৌচ্ছায়!!তবে যেহেতু ওই এলাকাটি ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত হওয়ায় মাইথন ওপি পুলিশ মৃ*তদেহটি উদ্ধার করে!!তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।মৃ*তের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ!

*দীঘায় ভেসে এলো মৃ*ত ডলফিন*

Image
 *দীঘায় ভেসে এলো মৃ*ত ডলফিন* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দীঘা:দীঘার মাইতি ঘাটে ভেসে এলো মৃ*ত ডলফিন।দীঘা বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে ময়নাতদন্তের পর বালিয়াড়িতে পুঁতে দেয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা যায়। #dighaseabeach #dolphins #resque #breakingnews

*বেআইনিভাবে গাছ কা*টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:রাতের অন্ধকারে বেআইনিভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বড়নিহারী গ্রামের ঘটনা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত এবং বন দফতরের অনুমোদন না নিয়েই রাতের অন্ধকারে বড়নিহারী গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুস্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের। আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে দিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ। গ্রামবাসীদের দাবি, তাঁরা বেআইনি কাজকে কখনোই সমর্থন করবে না। আবার অনেকে বলছেন যে, এই ঘটনায় তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতাদের পরোক্ষ মদত রয়েছে। তবে এ বিষয়ে ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন, বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন। আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো। কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে গ্রা

*বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত ১০ই ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বালকবাড় বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েবছিল। ১৫ই ফেব্রুয়ারী তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কিছু দলীয় পতাকাগুলি ছিঁড়ে খালে দেয় এবং কিছু পতাকা পুড়িয়ে বলে অভিযোগ বিজেপির। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরী করতে পারে এমনটা অভিযোগ বিজেপির। ১৭ ফেব্রুয়ারী বিজেপির পক্ষ থেকে রামানগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। দ্রুত ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি রতন আচার্য্য। তিনি বলেন এই রাজ্যে আমারা ভয়ে সন্ত্রাসের মধ্যে রয়েছি।এই স্বাধীন দেশে কতোদিন আমারা সুরক্ষিত থাকবো সেবিষয়ে সংশয় প্রকাশ করেন কিষান মোর্চার জেলা সভাপতি।

*হাসপাতালের বেডে শুয়েই দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,জয়নগর: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী । জয়নগর থানার অন্তর্গত তিলপি কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এক পরীক্ষার্থী হাদিসা মোল্লা পরীক্ষা হলে পৌঁছে হটাৎ মাথা ঘুরে পড়ে যায়। সাথে সাথে তাকে ওই বিদ্যালয়ের একটি ঘরে বসানো হয় । কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। খবর পেয়েই জয়নগর থানার আইসি পার্থসারথি পাল ঘটনাস্থলে পৌঁছায় এবং তার নির্দেশে পরীক্ষা কেন্দ্র থেকে অসুস্থ হাদিসা মোল্লাকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুক্ষণ পরীক্ষা দিতে পারেনা সে । তারপর শারীরিক সমস্যা একটু মিটলে বিশেষ পরীক্ষকের উপস্থিতিতে শিক বেডে বসে পরীক্ষা দেয় হাদিসা । এরপর পরীক্ষা শেষ হলে শিক্ষকরা তার খাতা নিয়ে চলে যায়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার হাসপাতালে চিকিৎসা চলছে।

*দু*র্ঘটনায় মৃ*ত্যু কনস্টেবলের*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: সাত সকালে প্রাণ গেল এক কনস্টেবলের।ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ইসলামপুর থানার ইসাননগর গ্রামে।জানা গেছে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে যাচ্ছিল দুজন কনস্টেবল।রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে দুজন কনস্টেবল বা*থরুম করছিল।এমত অবস্থায় পোল্ট্রি মুরগি বোঝাই একটি ২০৭ পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধা*ক্কা মা*রে।সেখানে মৃ*ত্যু হয় সৌভিক সাউ(২৫) নামে এক কনস্টেবলের আরেকজন কনস্টেবল তপন দাস ( ২৫) তাকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে, অবস্থার অবনতি দেখে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।মৃ*ত কনস্টেবল এর দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।

*গলা কে*টে খু*ন এক ব্যাক্তির, তদন্তে পুলিশ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদায় ফের গলা কে*টে খু*ন। আজ সকালে আমবাগান থেকে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃ*তদেহ। ঘটনা মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডি এলাকার। মৃ*ত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা যায় ইংলিশ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তার র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার হয়। গলা কে*টে খু*ন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খু*ন তা এখনো জানা যায়নি। অন্যদিকে একই দিনে ইংলিশ বাজারের কুলি পাড়া এলাকায় ভাইকে খু*নের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃ*ত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মা*রে।এদিকে একই দিনে ইংলিশ বাজারের জোড়া খুন হওয়ায় চাঞ্চল ছড়িয়েছে।

*বঙ্গ সফরে মোদী-শাহ*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালে বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আগামী  ২৮ শে ফেব্রুয়ারি বঙ্গ সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  এবং ২৯ শে ফেব্রুয়ারি সমগ্র দিন জুড়ে রয়েছে কর্মসূচি। তবে এ কথাও জানা যাচ্ছে যে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসার সম্ভাবনা আছে। লোকসভা ভোটের আগে এই দুই জনপ্রিয় নেতা আগমন কতটা  প্রভাব পড়বে দলে সাংগঠনিক এর ওপর এবং ভোট ব্যাংকের ওপর তাই দেখার।

*ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী সমিতির ডেপুটেশন*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: বর্তমানে জেলার আইনশৃঙ্খলার অবনতি, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,ডাকাতি,ছিনতাই, সারা জেলা জুড়ে মাদকদ্রব্য আমদানি এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক প্রশাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট স্মারকলিপি প্রদানে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী থানা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকে ডেপুটেশন দেওয়া হল। তারা তাদের সমস্যার কথা লিখিতভাবে জানিয়ে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন জমা করেন।  এদিন হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে একত্রিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল দেখিয়ে র‍্যালি করে। এই র‍্যালিটি হরিশ্চন্দ্রপুর ভেতর বাজার হয়ে গোটা হরিশ্চন্দ্রপুর পরিক্রমণ করে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পর্যন্ত যায়।   এদিন ডেপুটেশন জমা দেয় বেরিয়ে আসার পর হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবনকে কেডিয়া জানান বর্তমানে জেলার আইনশৃঙ্খলার অবনতি, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে চুরি,ডাকাতি,ছিনতাই, সারা জেলা জুড়ে মাদকদ্রব্

*শিলিগুড়িতেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: অন্যান্য জায়গার মতো আজ থেকে শিলিগুড়িতেও শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বেশ কয়েকদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কে ঘিরে স্কুলগুলিতে ছিল ব্যস্ততা তুঙ্গে। মাধ্যমিক পরীক্ষার মত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল থেকে হচ্ছে। আজ সকালে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন। শিলিগুড়ি বয়েজ হাইস্কুল সহ আরো বিভিন্ন স্কুলগুলোতে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। হাত ছিল বাংলা, পরীক্ষা শেষ হবার পর অনেকেই জানান তাদের পরীক্ষা ভালো হয়েছে। নিজেদের ছেলে মেয়েদের জন্য অভিভাবকদের কপালে ছিল চিন্তার ভাঁজ। একে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আর ছিল প্রথম পরীক্ষা। এদিন বিভিন্ন স্কুলের সামনে লক্ষ্য করা যায় অভিভাবকদের লম্বা লাইন। তবে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর তাদের ছেলেমেয়েদের পরীক্ষা ভালো হয়েছে শুনে তারা যথেষ্ট খুশি হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য সকাল থেকে পুলিশ ছিল তৎপর। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলোতে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি ছিল। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলোতে পুলিশ মোতায়ন ছিল। বেশ কিছু অভিভাবক জ