Posts

Showing posts from July, 2022

বেহালায় 'বাধাহীন' বিজেপির মিছিল, হাজরায় 'অতি সক্রিয়' পুলিশ! ব্যাখ্যা রাজনৈতিক মহলের

Image
  পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দূর্নীতি ইস্যুতে গতকাল, বেহালায় কয়েকশো লোকের মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই  মিছিল, কার্যত বিনা বাধায় শেষ হয়েছিল। গতকালের এই মিছিল ছিল, দক্ষিণ কলকাতা বিজেপির 'চোর ধরো, জেলে ভরো' কর্মসূচির অঙ্গ। অথচ, আজ হাজরায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সেই একই কর্মসূচি শুরুই করতে দিল না মমতার পুলিশ। দু' দিনে পুলিশের এই দুই রূপে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব৷ তবে এর পিছনে অবশ্য অন্য ব্যাখ্যাও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল৷ পর্যবেক্ষক  ও বিজেপির একাংশের মতে,  রাজনৈতিক কারণেই, এই মূহুর্তে বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় বিরোধী রাজনৈতিক দলকে " কিছুটা ছাড়"  দিতে আপত্তি নেই তৃণমূলের৷ পার্থকে মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকেও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে৷ দক্ষিণ কলকাতা বিজেপি-র পরিকল্পনা ছিল, সাম্প্রতিক, দুনীতি কাণ্ডে ''  চোর ধরো, জেলে ভরো"  কর্মসূচিতে, দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে কালীঘাটের পথে  মমতার ছবি দেওয়া পোস্টার লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানাবে বিজেপি। শুভেন্দুর পর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সামিল করে এলকায় দলীয় সংগঠনের পাল

হাউহাউ করে গাড়িতে বসেই কান্না অর্পিতার, শুরু হল নাটকীয় কান্ড, বসে পড়লেন জোকার রাস্তায়

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক : শুক্রবার অর্পিতার স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামতে চাননি। প্রায় জোর করেই হাসপাতালে ঢোকানো হয় তাঁকে। শুক্রবার দুপুরে জোকা ইএসআই হাসপাতালে নাটকীয় মুহূর্ত। গাড়ি থেকে নামানোর সময় হাউহাউ করে কেঁদে ফেললেন ইডির হেফাজতে-থাকা এসএসসি দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। শারীরিক পরীক্ষা করানোর গাড়িতে তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তিনি গাড়ি থেকেই নামতে অস্বীকার করেন! গাড়ির পিছনের আসনে বসে হাউহাউ করে কাঁদতে থাকেন অর্পিতা। শেষমেশ তাঁকে জোর করে টেনে নামানো হয় গাড়ি থেকে। তখন তিনি আবার রাস্তায় বসে পড়ার চেষ্টা করেন। সেখান থেকেও তাঁকে জোর করে তুলে হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকানো হয়। হাসপাতালে ঢোকার পরেও হুইলচেয়ারে বসে হাত-পা ছুড়তে থাকেন অর্পিতা। কান্নায় ভেঙে পড়ে তিনি কিছু একটা বলারও চেষ্টা করছিলেন। চারপাশের হট্টগোলে তা ঠিকমতো শোনা যায়নি। ওই ভাবেই অর্পিতাকে তাঁর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে অর্পিতাকে একটি আলাদা গাড়িতে জোকায় নিয়ে যাওয়া হয়েছিল।

Say 'No' plastic বিষয়ে সচেতনতা, উপস্থিত DLSA সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ

Image
সুফল চন্দ, শ্রীরামপুর, ২৮শে জুলাই ২০২২:  ২৮ এ জুলাই বৃহস্পতিবার শ্রীরামপুরের রবীন্দ্র ভবনে Say 'No' plastic বিষয়ে সচেতনতা অনুষ্ঠান করা হলো। Say 'No' plastic সচেতনতার এই অনুষ্ঠানটি District Legal Services Authority, Hooghly এর পক্ষ থেকে শ্রীরামপুর পৌরসভা এবং সংকল্প টুডে যৌথভাবে শ্রীরামপুরের রবীন্দ্র ভবনে করা হলো। এই সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা, উপ পৌর প্রশাসক উত্তম নাগ, সিআইসি সদস্য গৌর মোহন দে, তিয়াসা মুখার্জি, পিন্টু নাগ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দরা, বিভিন্ন পুজো কমিটি ও ব্যবসায়ীক সমিতি। গত দীর্ঘ এক মাস ব্যাপী পৌরসভা প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার না করার আহ্বান সাধারণ মানুষের কাছে করেছিল। এখন অনেকাংশেই এই ব্যবহার কমেছে। প্লাস্টিক এবং থার্মোকলের জিনিসপত্র ব্যবহার করায় তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক ক্ষতিকারক সময় হতে পারে, তাই পৌরসভা তা ব্যবহার না করা আর্জি করে সাধারণ মানুষের কাছে। সামনেই দুর্গাপুজো, এই সময়ে কোনো পূজা মণ্ডপে যাতে প্লাস্টিক বা থার্মোকলের কোন বস্তু বা দ্রব্য যাত

বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা, ৩ কেজি সোনা

Image
  নিউজ ডেস্ক: টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ। তাঁ বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ১৫ কোটির হদিশ! সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে এখনও টাকা গোনা শেষ করতে পারল না ইডি! অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার: ইডি সূত্র। প্রায় ২ ঘণ্টা পার, ৪টি কাউন্টিং মেশিনে এখনও চলছে টাকা গোনা রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? চলছে কাউন্টিং। বেলঘরিয়ায় অর্পিতার ২ নম্বর ব্লকের ২-এ ফ্ল্যাট সিল করল ইডি।

২১ এর মঞ্চ থেকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

Image
  এই বৃষ্টি ২০২৪-এ বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি বিজেপির মেরুদণ্ডের একদিকে সিবিআই, একদিকে ইডি বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে ওটাই ওদের কাজ কেন্দ্রের রিপোর্ট বলছে কৃষকদের আয়ের দিক থেকে বাংলা সেরা দেশজুড়ে যখন বেকারত্ব বেড়েছে তখন বাংলায় ৪০ শতাংশ কমেছে দেউচা পাঁচামিতে ১ লক্ষ চাকরি হবে, রাজ্যে বিদ্যুতের দাম কমে যাবে তাজপুরে পোর্ট হচ্ছে ১২ হাজার মানুষ চাকরি পাবেন আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক ১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি আছে, কিন্তু মামলার জন্য তা আটকে আছে ছেলেরা চাকরি করবে আর বউরা পার্টি করবে, এই নীতিতে চাকরি দিয়েছিল সিপিএম বিকাশবাবু, আপনাদের সময় কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? ১০ থেকে ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছিল সিপিএম আমলে মুড়িতেও জিএসটি? ২১শের সভা থেকে বিজেপিকে তোপ মমতার খাবো কি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবে না? মুড়ি হাতে আক্রমণ মমতার আমাদের মুড়ি ফেরাও, নইলে বিজেপি বিদায় নাও রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি মৃতদেহের খাট কিনতে কত? গ্যাসের দাম বাড়ানো সরকার আর নেই দরকার অগ্নিপথে না হেঁটে সেনায় লোক নাও, সরব মমতা বাংলা থেকে সবচে

২১ শে জুলাই এর আগে মুখ্যমন্ত্রীর বার্তা

Image
  বার্তায় মমতা বলেছেন, ''আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছেঐতিহাসিক এবং স্মরণীয় দিন।এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উত্‍সর্গ করা।সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।'' ২১ জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন,''যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।'' কলকাতামুখী কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন,''আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাঁরা হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাড়াতাড়ি করতে গিয়ে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সাহায্য করা

নলহাটি'র মধুপুরে একই দড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল

Image
  অরবিন্দ মন্ডল, নলহাটি, বীরভূম : বাড়ি থেকে ২কিলোমিটার দূরে অবস্থিত একটি  বাগানের ভিতরে একটি গাছের সঙ্গে গলায় ওড়না বেঁধে দুজনে আত্মঘাতী হয়েছে। সদ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিল নাবালক এবং নাবালিকা।গ্রামবাসী দের অনুমান  তাদের সেই সম্পর্ক মেনে নেয়নি তাঁদের পরিবার। আবার একে অপরকে ছেড়ে বেঁচে থাকতেও চাইনি ঐ প্রেমিক যুগল। অবশেষে একই দড়িতে আত্মঘাতী হল নাবালক কিশোর কিশোরী। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিওর পঞ্চায়েতের মধুপুর গ্রামে ।নাবালিকা নার্জিনা খাতুন ও নাবালক স্বপন শেখ অল্প কিছুদিনের প্রেমে লিপ্ত ছিল তারা।

বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

Image
  বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা নিউজ ডেস্ক, হুগলি, রবিবার, ১৭ জুলাই ২০২২:  গত শনিবার 16 জুলাই এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী  হিসাবে নাম ঘোষণা করেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু রাজ্য রাজনীতি অপেক্ষায় ছিল বিরোধীদের উপরাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে। তবে এই বিষয়ে রবিবার বিরোধীরা এক হয়ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভারের। এদিন শরদ পাওয়ার সাংবাদিকদের সামনে বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন মতামত পাওয়া যায়নি।

শ্রাবণী মেলার জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে

Image
শ্রাবণী মেলা জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে সুফল চন্দ, রবিবার,হুগলি ১৭ই জুলাই ২০২২: আগামী সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার। হিন্দু ধর্মের মানুষরা মনে করেন সোমবার হল বাবা মহাদেবের বার। এদিন হিন্দু ধর্মাবলিক মানুষেরা মহাদেবের আলোচনা করেন।  গত দু বছরে বন্ধ হয়েছিল করোনার জেরে বিভিন্ন ধরনের ধর্মানুষ্ঠান। ২০২২ এ করোনার জের কাটতেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। বাঙালির আবেগপ্রবণ উৎসব রথযাত্রা যেটা নির্বিঘ্নে সম্পন্ন হল। এইবার মানুষেরা মেতেছে শ্রাবণী মেলা উৎসবে। এদিন বিভিন্ন ঘাট থেকে স্নান করে মানুষেরা ঘটিতে জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালার জন্য অগ্রসর হয় বাবার ধাম তারকেশ্বরে। গত দু বছরে করোনা পরিস্থিতির কারণে এই উৎসব বন্ধ ছিল। করোনা পরিস্থিতি ঠিক হতেই বিভিন্ন ঘাটে ভক্তেরা স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য ঘটি করে জল নিয়ে যায়। সেদিন বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বৈদ্যবাটি পৌরসভা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কাজ শুরু করেছে। এদিন বিভিন্ন ঘাটে দেখা যায় মাইকিং ব্যবস্থা, দেখা যায় পুলিশের ক্যাম্প সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে পৌরসভ

নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ৩০ ফুট নীচে পড়ল বাইক, মৃত্যু দম্পতির

Image
  নিজস্ব প্রতিবেদন, হাওড়া : হাওড়ার সলপ ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পুলিশ সূত্রের খবর, ওই দম্পতির নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং । বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সলপ ব্রিজ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই দম্পতি হাওড়ার ইচ্ছাপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন। পুজো শেষে রাত্রি ১২ টা নাগাদ বাইক চালিয়ে পাকুড়িয়া এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সলপ ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মেরে উপর থেকে ২ জনেই নীচে পড়ে যান। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃত প্রসেনজিৎ সিং-য়ের মা লক্ষী সাউ জানান, তাঁর ছেলে ও বৌমা বাড়ি থেকে তাঁকে না জানিয়েই গিয়েছিল। দম্পতির মাসি সরস্বতী দাস জানান, শনিবার রাতে তাঁরা তাঁদের বাড়িতে এসেছিল পুজো দেখতে। তিনি তাদেরকে রাত্রে খেয়ে যেতে বলেছিলেন। পরে তিনি খবর পান তাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন জগদীপ ধনকর

Image
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন রাজ্যপাল ধনকড়   নিউজ ডেস্ক, হুগলি, শনিবার, ১৬ই জুলাই 2022 : বর্তমান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার সিদ্ধান্ত নিল NDA। শনিবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঠিক করা হয় এবং ঘোষণা করা হয়।  রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দ্রৌপদী মুর্মুরের নাম, কিন্তু এবার আবার চমক দিল বিজেপি সরকার যেখানে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জগদীপ ধনকরের। বিজেপির এই সিদ্ধান্তের জেরেই উত্তাল রাজ্য রাজনীতি।

"ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি হল শ্রীরামপুরে

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর,  বৃহস্পতিবার,১৪ জুলাই২০২২: বৃহস্পতিবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শহরের বটতলায় এ আই বি ও সি উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে "ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ও রিষড়া ব্রাঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায় এই কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে করা হয়। হাওড়া থেকে শুরু করে হুগলির বিভিন্ন প্রান্তে এক অভিনব পদ্ধতিতে এই কর্মসূচি হয়ে আসছে। এই অভিনব পদ্ধতিটা হলো বাসে করে সেই কর্মীরা কর্মসূচি করে চলছে। তাদের এই কর্মসূচি করার একমাত্র কারণ হিসেবে তারা মনে করেন আগামী ১৯ শে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। এই ব্যাংক জাতীয়করণ দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেন আগামী অধিবেশনে ব্যাংকিং বিল পেশ করতে চলেছে, তাতে ব্যাংকিং ব্যবস্থা কতিপয় কিছু শিল্পপতি লুটেরাদের হাতে চলে যাবে, এর বিরুদ্ধেই বৃহস্পতিবারে এ আই বি ও সি এই কর্মসূচি করে।  এ আই বি ও সি পক্ষ থেকে ১৯শে জুলাই এর প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ২৩ টি জেলায় বাসযাত্রা শুরু করা হয়েছে। ২৩ টি জেলায় বাস যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে এই ন

গুরু পূর্ণিমা বিষয়ে কিছু তথ্য

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক, শ্রীরামপুর, বুধবার, ১৩ জুলাই ২০২২ :  গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম:। গুরুর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিষ্যরা তাদের গুরু কে স্মরণ করেন। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আধ্যাত্মিক গুরু দেরকে স্মরণ করা এবং সম্মান শ্রদ্ধার দিনটি হল গুরু পূর্ণিমা। রথ যাত্রার পরবর্তী সময়ে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা নামক উৎসবটি। মনে করা হয় গুরুকে আরাধনা জন্য ডাকার জন্য এবং স্মরণ করার জন্য দিনটি হল এই গুরু পূর্ণিমা। যদিও সব সময় গুরুকে  সবাই মনে করা, স্মরণ করা, সকল শিষ্যদের উচিত । মনে করা হয় এই গুরু পূর্ণিমা কে ব্যাস পূর্ণিমা বলে কারণ এদিন অনেকে বেদব্যাসের জন্ম তিথি হিসেবে মেনে থাকে। এই মহান ঋষি বেদব্যাস বেদকে চারভাগে ভাগ করেছিলেন।  "গুরু" এই শব্দটির মধ্যে 'গু' শব্দের অর্থ হলো অজ্ঞতা বা অন্ধকার এবং 'রু' শব্দের অর্থ হলো আলো অর্থাৎ এক কথায় বলা যায় গুরু হলেন যিনি অন্ধকার বা অজ্ঞতার জগৎ থেকে আলোর পথে যিনি নিয়ে যান। গুরু হলেন পরম জ্ঞানধারী এক মহাপুরুষ বলা যায় আমাদের সবার উপরে গুরুর স্থান। আমা

বাবা বেকারেশ্বরের অলৌকিক ঘটনা

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক, হিন্দমোটর, হুগলী, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ :  কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আস্থা এমন একটা কথা যেখানে বিশ্বাসটা এসেই যায়। ভারত বর্ষ এমন একটা দেশ যেখানে সর্ব ধর্ম সমন্বয়ভাবে বসবাস করছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ বলা যায় সারা দেশে আছে। মানুষের জীবনে যখনই কোন বিপদ আসে তখনই তারা মনে করে তাদের পূর্বপুরুষের কথা অর্থাৎ সেটা হল ভগবানের উপর বিশ্বাস রাখার কথা। বিজ্ঞানের যুগেও মানুষের আস্থা ভগবান অর্থাৎ পরমেশ্বর এর উপর আজও সমানভাবে মানুষের মধ্যে আছে। তার একটা উদাহরণ দিতে গিয়ে যে ঘটনার কথা উঠে আসে সেটা আশ্চর্যজনক আর সেটা হল হুগলি জেলার হিন্দমোটরের বাবা  বেকারেরস্বরের কথা। আজ থেকে প্রায় ৫০ বা ৬০ বছর আগেকারের ঘটনা।হিন্দমোটরের স্থানীয় কিছু যুবক গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় খুঁজে পান ভগবান শিবের একটি পাথর, সেটি ভূপেন্দ্রস্মৃতি প্রাথমিক স্কুল সংলগ্ন একটি বটগাছের নিচে স্থাপন করে একটি মন্দির করে এবং তার নাম দেয় বাবা বেকারেশরের মন্দির। তারা পরে সেখানে একটি চায়ের দোকান করে কিন্তু তারা পালাবদল করে চা

বাংলার দুর্গা পুজো পেল ইউনেস্কো স্বীকৃতি

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক, হুগলী, সোমবার, ১১ জুলাই ২০২২ :  বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ‌ তাই সারা দেশের বাঙালিরা আনন্দ উৎসব মেজাজে সব সময় মশগুল থাকে। আর একটা কথা বলাই যায় বাঙালি মানেই "দূর্গা উৎসব", আর তাই পেল ইউনেস্কো স্বীকৃতি। অকালবোধন এই কথাটার মধ্যেই বাঙালির আবেগ জড়িয়ে থাকে, কারণটা স্পষ্টই আর তা হলো মা দুর্গার আরাধনা। ৩৬৫ দিন অর্থাৎ এক বছর সারা দেশের বাঙালিরা পাঁচ দিন অপেক্ষা করে থাকে মা দুর্গার আগমনের জন্য। পঞ্চমী থেকে নবমী এই দিন ধরেই চলে বাঙ্গালীদের আনন্দ ফুর্তির পরিবেশ আর দশমী আসলেই হয় মন খারাপ। কারণ এইবার তো তাদের মাকে অর্থাৎ সর্বশক্তিমান দুর্গা দেবী কে চলে যেতে হবে শশুর বাড়ি। চার দিনের জন্য আসা মা দুর্গার নিজের বাপের বাড়িতে অর্থাৎ মর্তে তার পরিবারকে নিয়ে আসে। তারপর দশমীর দিন চলে যেতে হয় তাকে। এই দিন কেউ কেউ হাসিমুখে এবং কেউ কেউ আবার চোখের জলে বিদায় দেয় দেবী দুর্গাকে এবং তার পরিবারকে। এইবারের  অর্থাৎ ২০২২ এ দুর্গা পুজো শুরু হতে চলেছে ১ লা অক্টোবর থেকে। ‌ বাঙালির আবেগপ্রবণ এই দুর্গা পুজোকে স্বীকৃতি দিল ইউনেস্কো। ১ লা অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হলেও তবে ঠ

মাহেশের রথের মেলায় উপচে পড়ল ভিড়

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, রবিবার, ১০ জুলাই ২০২২ :  গত দু বছরের যে করোনার রাস তা কাটলো ২০২২ এ এর রথের মেলায়। রবিবার ছুটির দিন, এই দিন রথের মেলা দেখা গেল উপচে পড়া ভিড়। মানুষের মধ্যে মেলায় আসার এক আনন্দ স্ফূর্তি দেখা গেল। রবিবার ছুটির দিনে মেলায় আসা স্বাভাবিক ঘটনা। গত শনিবার গেল উল্টো রথযাত্রা, জগন্নাথ দেব তার পরিবারকে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করেছে। তাকে দেখতে অগণিত ভক্তের আগমন এবং তার সাথে মেলায় আসার আবেগ জড়িয়ে পড়েছে।  বলাই বাহুল্য যে, গত দু'বছর রথযাত্রা উৎসব বন্ধ হওয়া এবং মানুষের আবেগ মেলাতে   না আসতে পারা দুটোই যেন এই  বছর রথযাত্রা এবং মেলা উপভোগ করার মাধ্যমে সাধারন মানুষেরা তা মিটিয়ে নিলো। এদিন দেখা গেল জিটি রোডের প্রচন্ড গাড়ির কারণে যাতে যানজট না হয় তাই সেই বিষয়ে নজর দিয়েছে প্রশাসন। ৬২৬ বছরে পড়লো রথযাত্রা এবং মেলা উৎসব। এই দিন রথের মেলায় দেখা গেল সতর্কীকরণ বোর্ড।  যেখানে করোনাবিধি থেকে শুরু করে গর্ভবতী নারীদের এবং নাগরদোলায় চড়ার নানারকম বিধিনিষেধ দেওয়া আছে। আগামী এক মাস ব্যাপী চলবে মাহেশের রথের মেলার উৎসব।

নিজের মন্দিরে আসলেন জগন্নাথ দেব

Image
  সুফল, শ্রীরামপুর, রবিবার, ১০ জুলাই ২০২২ :  শনিবার উল্টো রথযাত্রা'র ( Ulto Ratha Yatra) মাধ্যমে জগন্নাথ দেব (Jagannath Dev) ও তার পরিবার গুণ্ডিচা বাড়ি থেকে নিজের শ্রীমন্দিরে প্রবেশ করলেন। ৬২৬ বছরে পড়ল মহেশ রথযাত্রা ( Mahesh RathavYatra) উৎসব। শনিবার (Saturday) উল্টো রথের মাধ্যমেই এই রথযাত্রা উৎসব সমাপ্ত হলো কিন্তু মেলা এখনো বেশ কয়েকদিন থাকবে।  মায়ের মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব (Jagannath Dev) নিজের মন্দিরে রথে চেপে তার পরিবারের সঙ্গে নগর ভ্রমণের মাধ্যমে নিজের মন্দিরে আসলেন। অগণিত ভক্তবৃন্দেরা তার এই রথের মাধ্যমে আশা নিজের বাড়িতে এই দৃশ্যটি উপভোগ করলেন। এ'দিন পুলিশ প্রশাসন ছিল তৎপর। বিভিন্ন ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারি করা হলো। জগন্নাথ দেব সমেত বলভদ্র এবং সুভদ্র মাতা কে একে একে মন্দিরে উপবিষ্ট করানো হলো। এই দৃশ্যটি দেখার জন্য অসংখ্য ভক্তবৃন্দরা উপস্থিত হয় জগন্নাথ মন্দিরে। এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো।

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে অনুঠিত হল জনস্বাস্থ্য ও বাল্যবিবাহ নিয়ে বিশেষ আলোচনা সভা

Image
  সৌরভ আদক, সিঙ্গুর, ৯ জুলাই শনিবার ২০২২ : সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে জনস্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার।  উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুর ব্লকের বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা, কর্মাধ্যক্ষ ও প্রধান ও উপপ্রধানবৃন্দ সকলে উপস্থিত ছিলেন। 

কেন পালন করা হয় বকরি ঈদ? কি মাহাত্ম্য এই উৎসবের, আসুন একনজরে জেনে নেওয়া যাক

Image
    খবর দিনভোর নিউজ ডেস্ক : রাত পেরোলেই সমগ্র বিশ্বজুড়েই পালিত হচ্ছে বকরি ঈদ। এটি মুসলমান  সম্প্রদায়ের একটি অন্যতম বৃহৎ উৎসব। এই ঈদের আরেক নাম হল কোরবানি ঈদ বা ঈদ-উল-আজহা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিমরা সাধারণত দু'ধরনের ঈদ পালন করেন, ঈদ-উল ফিতর ও ঈদ-উল-আজহা। মুসলিম সম্প্রদায়ের দু'টি সর্ববৃহৎ উৎসবের মধ্যে এটি অন্যতম।  দু'টি ঈদ-ই শুরু হয় নতুন চাঁদ দর্শন করে। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্‍সবে মেতে ওঠেন। এদিন ছোটো-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরে খোলা জায়গায় একসঙ্গে নামাজ পড়ে। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। বিশ্বজুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে আল্লাহ-কে কিছু না কিছু উৎসর্গ বা কোরবান করতে হয়। ভারতের স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় বকরি বা ছাগল ছাড়া কোরবানির জন্য অন্য কোনও পশু পাওয়া যেত না। তাই সেই সময় কোরবানির জন্য বকরি বা ছাগল ব্যবহারের কারণেই এই ঈদের আরেক নাম হয় বকরি ঈদ। অন্যদিকে, আরবি 'বকরা ' শব্দের অর্থ গাভী বা গরু। আর এই কারণে, গরুকে ব

উল্টোরথের দিন তৎপর পুলিশ প্রশাসন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, ৯ জুলাই ২০২২:  ৯ জুলাই শনিবার উল্টো রথ, এই দিন মাহেশ মাসির বাড়িতে আসলেন ভক্তবৃন্দরা পুজো করতে। শনিবার দিন রথে চলে জগন্নাথ দেব এবং  পরিবার  গুন্ডিচা অর্থাৎ সে বাড়ি থেকে নিজের শ্রীমন্দিরে প্রবেশ করবে।  আবার পরের বছর রথে চেপে ফিরে আসবে নিজের মাসির বাড়িতে। শনিবার উল্টো রথ এই বিষয়ে তৎপর পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন আছে। সোজা রথের  দিন যেভাবে পুলিশ প্রশাসন কাজ করে চলেছিল সেই অবস্থা ফিরে আসলো উল্টো রথের দিন। দু'বছর পর আবার রথযাত্রা সেই দিক থেকে কোন সাধারণ মানুষের যাতে অসুবিধা এবং বিপদ না হয় সেই হিসেবে তৎপর আছে পুলিশ প্রশাসন।

হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব নিলেন অমিত পি জাওয়ালগি

Image
সৌরভ আদক, চুঁচূড়া : প্রথম দিনেই নবনিযুক্ত চন্দননগর পুলিশ কমিশনার নিচতলায় কর্মীদের মন জয় করেন।ট্রাফিক পুলিশ কর্মীরা দুপুরের খাবার খেয়েছেন কি না তা জানতে তিনি নিরাপদ অভিযানে অংশ নিতে এসেছিলেন। তিনি ট্রাফিক ইন্সপেক্টরকে টিফিনের ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার পক্ষে সমাবেশে আসা ট্রাফিক কর্মীরা জানান, নতুন সিপি খুবই ভালো।                   গতকাল চন্দননগরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অমিত পি জাওয়ালগি। আজ কমিশনারেট এলাকার থানা ও ফাঁড়ি পরিদর্শন করেন ডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস, এসিপি ট্রাফিক-১ শুভঙ্কর বিশ্বাস ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাও।  সিপি চন্দননগরে বৈঠকের প্রথম দিনেই ট্রাফিক কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোদে কাজ করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি কতটা নিয়ম-কানুন জানেন তার পরীক্ষাও নেন।              ওই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের জন্য সিপি অবিলম্বে টিআইকে তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। ডিসি ট্রাফিক বলেন, হেলমেট ছাড়া বাইক চালানোদের সচেতন করা হচ্ছে।সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হচ্ছে।

প্রবাদপ্রতিম জননেতা জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন পালন

Image
  সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রবাদপ্রতিম জননেতা কম্ জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হল আনন্দনগর পার্টি অফিসের সামনে। সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির  পক্ষ থেকে প্রবাদপ্রতিম জননেতা কম্ জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হল আনন্দনগর পার্টি অফিসের সামনে।উপস্থিত ছিলেন পর্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৌমিত্র চ্যাটার্জী, এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুভাশিষ দাস, এরিয়া কমিটির সদস্য কমরেড সুবীর পাকিড়া, কমরেড কৃষ্ঞ অধিকারী, কমরেড সুকাজল দাস। উপস্থিত ছিলেন কমরেড তাপস অধিকারী সহ অনান্য কমরেড।

দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল সাতটি প্রাণ

Image
দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল  সাতটি প্রাণ দীঘা মোহনার বিশ্বভারতী ফিসিং বোট আজ সকালে মৎস্য শিকারে বেরিয়ে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবে  যাওয়ার সময় বোটে থাকা সাত জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে  সাঁতার কেটে পাড়ের দিকে আসার সময় অন্য একটি ফিশিং বোটের  মৎস্যজীবীরা তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দীঘা মোহনায় নিয়ে আসে। বিশ্বভারতী ফিসিং বোটের মালিক খেজুরির বাসিন্দা শ্রীকান্ত আড়ি বলেন বোট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কর্মীরা সবাই সুস্থভাবে ফিরে এসেছে। বিশ্বভারতী বোটের মাঝি আস্তিক আড়ি সহ অন্যান্য মৎস্যজীবীরা হলেন   শংকর আড়ি, বাপন পাত্র ,সুশান্ত ঘোড়াই, সন্তোষ কড়া, সুশান্ত প্রামাণিক, সুশান্ত মন্ডল  

বিজেপি'র থানা ঘেরাও কর্মসূচি

Image
  বিজেপি'র থানা ঘেরাও কর্মসূচি  নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর, ৭ জুলাই ২০২২ : বৃহস্পতিবার হুগলীর শ্রীরামপুরে বিজেপি'র মহিলা ও যুব মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রে'র হিন্দু ধর্মের দেবী 'মা-কালী'র বিষয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়।  এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার শ্রীরামপুর থানা ঘেরাও করলো বিজেপি মহিলা ও যুব মোর্চা এবং আরও অন্যান্য সদস্যবৃন্দেরা।  এদিন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলীর শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক, মহিলা নেত্রী শর্বরী সেন, শশী সিং সহ অন্যান্য বিজেপি সমর্থকেরা। এদিন তারা দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 'মা-কালী'র ( Hindu God Ma Kali) উপর যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই পরিপ্রেক্ষিতে তাঁকে অবিলম্বে  গ্রেফতার (arrest) করতে হবে। এছাড়াও স্লোগান ওঠে, 'পুলিস তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো।' এ'বিষয়ে বিজেপি সমর্থকদের সাথে শ্রীরামপুর থানার পুলিশ কর্মীদের এক ধস্তাধস্তি'র পরিবেশ (The atmosphere of scuffle) সৃষ্টি হয়। প্রতিবেদক

ভারত কেসরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির বাইক মিছিল

Image
  ভারত কেসরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির বাইক মিছিল ভারত কেসরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম হয় ৬ জুলাই ১৯০১ সালে। এবং মৃত্যু হয় ২৩ শে জুন ১৯৫৩ সালে। তিনি একজন ভারতীয় পন্ডিত এবং নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জী প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ গঠন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন তিনিই আবার  জওহরলাল  নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। বুধবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মদিন উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা পার্টির উদ্যোগে ভারতীয় জনতা পার্টি বাইক মিছিল করে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে এই মিছিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন হুগলি জেলার সাংসদ লকেট চ্যাটার্জি ও রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এই মিছিলে বিজেপির জেলা নেতৃবৃন্দ এবং সমর্থক ও সদস্যরা উপস্থিত ছিল।

ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য

Image
  ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য দারিদ্রতা হারাতে পারেনি, শ্রীরামপুরের নিবাসী প্রভাস আচার্যকে। ঘরের ভেতর ইলেকট্রিক লোকাল ট্রেন তৈরি করে তাক লাগালেন প্রভাস বাবু। ছোটবেলাত থেকেই তার ইচ্ছে ছিল "লোকো পাইলট" হওয়ার, কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকায় তার ইচ্ছা পূরণ হয়নি।  পৌরহিত করেই চলে তার জীবন সংগ্রাম এবং সংসার। ইচ্ছা থাকলেই যে উপায় হয় তা প্রমাণ করলেন প্রভাস বাবু। আর্থিক অবস্থা দিক থেকে স্বচ্ছল না থাকলেও তার ইচ্ছা নিজেই পূরণ করলে ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে।  তার এই মডেল লোকাল ইলেকট্রনিক ট্রেনটিকে দেখলে সত্যিই আশ্চর্য বলে মনে হয় কারণ হুবহু বাস্তবে লোকাল ট্রেনের মত।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই কীর্তি ছড়াছড়ি হলে বিভিন্ন সংবাদ মাধ্যম তার এই কৃতিত্ব পরিবেশন করে। প্রায় অনেক বছর ধরেই এই লোকাল ট্রেন বানানোর চেষ্টা চালালে সম্পূর্ণ হয় কিছুদিন আগে।  প্রবাস বাবুর এই চিন্তা ধারাটি বড় হলেও আর্থিক অবস্থার জন্য খুব একটা হচ্ছে  না। কিন্তু তিনি জানান তার এই আর্থিক কারণ কখনোই তার স্বপ্নকে ভাঙতে দেবে।

SUCI(C) পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, ০৪/০৭/২০২২ সোমবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন স্থানে SUCI এর পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহবান করা হলো। এক থেকে ৭ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেয় SUCI।  SUCI এর ডাকা প্রতিবাদ সপ্তাহের মূল বিষয় ছিল SSC, TET দুর্নীতি ও অগ্নিপথ প্রকল্প সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে ডাক এবং এসইউসিআই ( কমিউনিস্ট) দলের শান্তিপূর্ণ গন আইন অমান্যের ওপর নৃশংস বর্বরতার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। SUCI এর শাখার সদস্যরা এই " প্রতিবাদ সপ্তাহ" তে উপস্থিত ছিল।

মানুষ মানুষের জন্য নেহেরু নগর হোয়াটসঅ্যাপ গ্রুপ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

Image
 সুফল চন্দ, শ্রীরামপুর, ৩ জুলাই ২০২২ : রবিবার শ্রীরামপুরের কৃষ্ণকুঞ্জ অ্যাপার্টমেন্টে মানুষ মানুষের জন্য whatsapp গ্রুপের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য নেহেরু নগর whatsapp গ্রুপের সর্বভারতীয় সভাপতি মানিক দে, মানুষ মানুষের জন্য নেহেরু নগর whatsapp গ্রুপের যুগ্ম সম্পাদক চক্রবর্তী ও পূর্ণেন্দুচন্দ্র দত্ত সহ আরো অন্যান্য সদস্যরা।  জানা যায় গ্রুপের মাধ্যমে এক কর্মসূচি দেশের প্রতিটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে যেখানে আগামী দুর্গাপূজোয় বোধনের দিনে সোশ্যাল মাতৃ বন্দনা আয়োজন করা হবে এবং তার সাথে সাথে গত বছরের মতো এই বছরেও "কোভিড বিধি শারদ সম্মান ২০২২" প্রতিযোগিতা করার টা হবে। ষষ্ঠীর দিনে মা দুর্গাকে বরণ করার সাথে সাথে এলাকার দুঃস্থ মাকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে সেইসব মায়ের মুখে হাসি ফোটাতে হবে। এইসব কর্মকাণ্ড অফিসিয়াল ভাবে রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষ মানুষের জন্য whatsapp গ্রুপ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হল।

বিদায় তরুণ মজুমদার

Image
  | বিদায় তরুণ মজুমদার | ----- ময়ূখ রঞ্জন ঘোষ তরুণ মজুমদারের চলে যাওয়া নিঃসন্দেহে সিনেমা জগতের বিরাট ক্ষতি। কিন্তু তারচেয়েও বেশী ক্ষতি হল বোধহয় আমাদের আর আমাদের পরের প্রজন্মের। আমরা যারা সবচেয়ে উঁচু ফ্ল্যাটবাড়ির সবচেয়ে বড় ব্যালকনিতে বসে পাবজি খেলবো ভাবি আর গেমে মারা গেলে ভার্চুয়ালি শোকপালন করি রোজ। আর মাসের শুরুতে ইএমআই যাপন করি একটা জম্পেশ সংসার সুখে। আমরা যারা নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করি পরের আইফোনটা কবে কিনবো বলে। আমরা যারা দারুণ ছুটি ইদুর দৌড়ে। আমরা যারা প্রাসাদ বানাই আরো উচুঁ আরো আরো উচুঁ উচুঁ আকাঙ্ক্ষার, তাদের প্রজন্মকালে তরুণ মজুমদারের কোন ছবি এলো না। পুরনো যা কিছু ছবি আছে, তার দিকে তাকানোর সময় কোথায়? এক কোনে পড়ে থাকা হারমোনিয়াম আর তানপুরাটা হাতে নিয়ে দেখেছি কবে? কবে শেষ ফিরে গেছি গীতবিতানে। কবে শেষ কিচ্ছুটি না করে অলস দুপুরে জানলায় বসে দুটো শালিক পাখির খুনসুটি দেখেছি? শেষ কবে আমাদের শরীরের, মাথার চলমান স্টপওয়াচ বন্ধ করে দিয়েছি গ্রামের বাড়ি ফিরে যাবো বলে? হেলে যাওয়া নারকোল গাছে শুয়ে থাকব বলে। সেই কোন কালে ছেড়ে আসা প্রেমিকার বাড়ি সাইকেল চেপে খুঁজতে য

হালকা মাঝারি বৃষ্টি রাজ্যে, মূলত মেঘলা আকাশ। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Image
  হালকা মাঝারি বৃষ্টি রাজ্যে। মূলত মেঘলা আকাশ। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।    মূলত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ  97 শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে 49.8 মিলিমিটার।  দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলিতে। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে। মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল সোমবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা

মাহেশ মাসির বাড়িতে আসলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত

Image
সুফল চন্দ, শ্রীরামপুর, ৩ জুলাই ২০২২ :  রবিবার মহেশ মাসির বাড়িতে জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা মাতাকে পুজো করতে আসলেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা সব্যসাচী দত্ত।  এদিন তিনি এসে পুজো  দেওয়ার পাশাপাশি পশ্চিমবাংলার সব ভাষাভাষী মানুষদের এক হয়ে থাকার বার্তা দেন এবং কোভিড মুক্ত থাকার কথা বলেন।

জনহিতকর কর্মকান্ডে পরিচিত মুখ সাংসদ অপরূপা

Image
  নিজস্ব প্রতিনিধি,  আরামবাগ, পুরশুড়া :  আরামবাগ লোকসভার অন্তর্গত পুরশুড়া ও আরামবাগ বিধানসভায় বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগমূলক কার্যক্রমের কিছু আলোকচিত্র তুলে ধরা হল 'খবর দিনভোর' সংবাদমাধ্যমের ডিজিটাল প্লার্টফর্মে ১. পুরশুড়া বিধানসভা কেন্দ্রের শ্যামপুর অঞ্চলে ঘোলদিগরুই গ্রামে বটতলা সংলগ্ন এলাকায় মহৎ রক্তদান শিবির অনুষ্ঠানে।  অমর একুশে জুলাই'কে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজরকাড়া ভূমিকা নিয়েছে। ২. আরামবাগ রবীন্দ্রভবনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা সভায়।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাবনায়- গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রাম-বাংলার প্রতিটি কোনাতে রাজ্য সরকারের জনদরদী প্রকল্পগুলির সার্থক বাস্তবায়নই আমাদের লক্ষ্য। উক্ত দুটি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ মহাশয়। এছাড়াও আরামবাগের বিক্রমপুরে মায়ের মন্দিরে সমগ্র মানবজাতির কল্যাণার্থে পূজা প্রদান ও প্রার্থনারত সাংসদ অপরূপা পোদ্দার। 

প্রথম দিনেই ভক্তদের ভিড় মাহেশ মাসির বাড়িতে

Image
  সুফল চন্দ,  শ্রীরামপুর, হুগলী, ২ জুলাই ২০২২ : ৬২৬ বছরে পালিত হলো রথযাত্রা উৎসব। গত শুক্রবার মাহেশ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে করে জগন্নাথ দেব এবং তার পরিবার মাসির বাড়িতে আসলেন। শনিবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিপত্তারিণী পুজো করতে আসে দূর দূরান্ত থেকে ভক্তেরা। এদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে বিপত্তারিণী পূজার সাথে সাথে চলে জগন্নাথ দেবেরও পুজো।  দূর দুরান্ত থেকে ভক্তরা মাসির বাড়িতে এসে বিপত্তারিণী পুজো দেন। আবার রথযাত্রা এবং আবার সেই পুজো এই নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা। মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন ভক্তরা বিপত্তারিনী দেবী কে পুজো দিতে আসেন। আজ মঙ্গলবার তাই বিপত্তারিণী দেবীকে উদ্দেশ্য করেই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেন।।

শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা'

Image
  'শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা' খুঁটি পুজার মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল হাওড়ার বি-গার্ডেনের প্রখ্যাত পূজা আঞ্চলিক কল্যাণ সমিতির  " মাজেরহাট সর্বজনীন দুর্গোৎসব " এর ১১৭ তম বর্ষের শারদীয়া দুর্গোৎসবের। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়। আঞ্চলিক কল্যাণ সমিতির সকল সদস্য ও এলাকার সমস্ত বাসিন্দারা। এবারে মাতৃ প্রতিমা রূপদান করতে চলেছেন গোপাল  পাল। আজ সকাল থেকে ফের আরো একবার এলাকার বাসিন্দারা খুঁটি পূজার দিন থেকেই মেতে উঠল দুর্গা পুজোর আনন্দে। #Khobordinbhor #khutipujo #Howrah #Durgapuja #Durgapujo2022