Posts

Showing posts from November, 2023

*শিলিগুড়ি পুরনিগম কর্তৃক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো*

Image
 *শিলিগুড়ি পুরনিগম কর্তৃক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:শিলিগুড়ি পুরনিগম কর্তৃক ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ। এদিন সকালে ক্ষুদিরাম পল্লী একটি বাড়িতে অবৈধ ছাদের উপর টিনের ছাউনি ও দুটি বাথরুম ভেঙে ফেলা হলো। প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে কোনরকম প্ল্যান পাস না করে বাড়িটির উপর অবৈধ টিনের ছাউনি ও নিচে দুটি বাথরুম নির্মাণ করা হয়েছিল। পুর নিগম থেকে এই বিষয়ে সতর্ক করবার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি । প্রসঙ্গত কোনরকম প্ল্যান পাস ছাড়াই সংশ্লিষ্ট বাড়িটির ছাদে টিনের ছাউনি নির্মাণ করা হয়েছিল এছাড়া নিচে দুটো বাথরুম নির্মাণ করা হয়েছিল। এদিন পুলিশের উপস্থিতিতে পুর নিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভেঙে দেয় বলে জানা গেছে। বিল্ডিংটির নিচে ওষুধের দোকান এছাড়া প্রথম ও দ্বিতীয় তলায়  রাখা ওষুধপত্র ও চিকিৎসার জিনিসপত্র সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছে ব্যবসায়ীরা  শিলিগুড়ি পুর নিগমের কাছে।

*তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি*

Image
 *তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি* খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, , কলকাতা:ফের শহর কলকাতার একাধিক জায়গাতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। এবার কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলর। বৈষ্ণব ঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।এরই মাঝখানে, কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য আসেন তারা আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।

জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃ*ত্যু চার শ্রমিকের

Image
 জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃ*ত্যু চার শ্রমিকের খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, গুরাপ: গুরাপ থানার কংসাইপুর মোর জাতীয় সড়কে ১৬ চাকা লরির ধাক্কায় মৃ*ত্যু হলো চার শ্রমীকের। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃ*ত বলে ঘোষনা করে চারজনকে। গুরাপ থানার কংসাইপুর মোর জাতীয় সড়কে ১৬ চাকা লরির ধাক্কায় বুধবার মৃ*ত্যু হল রাজমিস্ত্রির কাজের চার শ্রমিকের।তরিঘরি তাদের উদ্ধার করে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হলে তাদেরকে মৃ*ত বলে ঘোষনা করে চিকিৎসক।এদিন মৃ*তদেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।  মৃ*ত ওই চারজনের নাম        জীবনদীপ বাউল দাস বয়স ২৫, মঙ্গলদীপ বাউল দাস বয়স ২৮, বিশ্বজিৎ রায় বয়স ৩৮, দিবাকর সিং বয়স,২১বছর। তাদের বাড়ি জামালপুর থানা ও গুড়াপ থানার শিয়াপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকাল ছটা নাগাদ ভটভটি ভ্যানে করে রাজমিস্ত্রির ঢালাইয়ের কাজে খানপুর যাচ্ছিল। ৬ টা ৩০ মিনিট নাগাদ জাতীয় সড়ক কংসাইপুর মোড়ে ১৬ চাকা লরির ধাক্কায় ঘটনাস্থলেই ওই চারজন গুরুতর জখম হয়। স্থানীয় মানুষজন ও গুড়াপ থানার প

কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা*

Image
 *কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:২০১৪এর ৩০শে নভেম্বরের পর প্রায় ৯ বছর বাদে ২০২৩দ এর ২৯ শে নভেম্বর ভিক্টোরিয়া হাউজ এর সামনে বিজেপির কলকাতা চলে অভিযানের মেগা জনসভা। যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ফি বছর ঠিক একই জায়গায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি ভোকাল টনিক দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 66 ফুট লম্বা 44 ফুট চওড়া ও 14 ফুট উঁচু মঞ্চের সামনের সারিতে থাকবেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা, মাঝখানে থাকবেন বিজেপির সংসদ বিধায়করা এবং সর্বশেষ স্তরে থাকবেন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা ও জেলা নেতৃত্বরা। মঞ্চ সংলগ্ন জায়গায় থাকবেন বঞ্চিত বঙ্গবাসী।  ডাল ভাত সবজি চাটনি- মেনু। শিয়ালদহে খাওয়ানো হচ্ছে বিজেপি কর্মীদের।

শাহের সভায় যোগ দিতে নদীপথে পাড়ি দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা*

Image
 *শাহের সভায় যোগ দিতে নদীপথে পাড়ি দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: পাখির চোখ ২০২৪ এর লোকসভা নির্বাচন । তার আগে নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া বঙ্গ বিজেপি। বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভিক্টোরিয়া হাউসের সামনেই সভামঞ্চ থেকে কার্যত লোকসভা নির্বাচনের যুদ্ধের শঙ্খ বাজাতে চলেছেন অমিত শাহ। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহর। কনকনে শীতকে উপেক্ষা করে বুধবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছন রেলপথে , সড়কপথে ও নদীপথে । বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য একটাই এদিন অমিত শাহ আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বুস্টার ডোজ দেন । এদিন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদীপথে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন। এ বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক দাস বলেন বর্তমানে তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন

অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী*

Image
 *অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দঙ্গল বাহিনী*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি মালদা:মঙ্গলবার দুপুর নাগাদ পুরাতন মালদহের ৮মাইলের চেঁচু মোড়এলাকায় একটি অবৈধ তেল কারখানায় আগুন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দমকল বাহিনী সহ মালদা থানার পুলিশ ও পুরাতন মালদা ব্লকে বিডিও।দমকলকর্মীরা  ঘটনাস্থলে পৌঁছায় তারা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে তদারকিতে ছিলেন মালদহ থানার আইসি হীরক বিশ্বাস,পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি সহ অন্যান্যরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই জায়গায় দৈনিক  অবৈধ তেল কাটিং হত।এর সঙ্গে অনেকেই যুক্ত অবৈধ তেলের কারবারে অনেকে জড়িত রয়েছে প্রশাসনের কাছে দাবি অবৈধ ব্যবসা বন্ধ করা হোক আজ বরসা দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা।এলাকাবাসী আরো জানান, এদিন আচমকা আগুন লেগে যায়।এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।পুরাতন মালদা ব্লকের বিডিও জানান-কিভাবে আগুন লাগল বিষয়টি খতিয়ে দেখা হবে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে সেই সব খতিয়ে দেখা হবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার*

Image
 *স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার*  খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা,  কলকাতা: বুধবার ২৯ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কলকাতা অমিত শাহের সভা , তিনটি মঞ্চে ভাগ করা হবে, প্রত্যেকটা মঞ্চ নিয়মমাফিক হবে হাইকোর্টের নির্দেশে মঞ্চের ব্যবস্থাপনা কে খতিয়ে দেখলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার

*আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া? কি জানালেন আবহাওয়া বিভাগ*

Image
 *আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া? কি জানালেন আবহাওয়া বিভাগ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ দুই জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই আগামীকাল উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চল দার্জিলিং এবং কালীন ফোনের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির সেলসিয়াস কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কুড়ি ডিগ্রি কাছাকাছি সেই সাথে আগামী কয়েক দিন আকাশ মেঘলাই থাকবে। মধ্যপ্রদেশের উপরে একটি 1.5 কিলোমিটারের একটি ঘূর্ণাবর রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভব না আজ সাউথ আন্দামান সিটে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি আগামী ২৯ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে সাউথইস্ট বঙ্গোপসাগরে উপরে সম্ভাবনা রয়েছে এবং এটি ৪৮ ঘণ্টার মধ্যে সাইক্লোনিক টমে পর

দার্জিলিং ভ্রমণের সুখকর স্মৃতি ভোলাতে পারে দার্জিলিং!

Image
 *দার্জিলিং ভ্রমণের সুখকর স্মৃতি ভোলাতে পারে দার্জিলিং!*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:দার্জিলিং ভ্রমণের স্মৃতি ভোলাতে পারে দার্জিলিং। একেবারে ধ্রুব সত্য। দেশজুড়ে রয়েছে বিভিন্ন পার্বত্য এলাকা, প্রকৃতির অপূর্ব মনোরম রূপ দেখে মুগ্ধ হতে হয়। সিমলা থেকে কুলু মানালি সবকিছুই অপূর্ব। তবে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করে। একবার দার্জিলিং ভ্রমণ করলে সেই স্মৃতি টাটকা থেকে যায়, সেই স্মৃতি ভোলানো সম্ভব দার্জিলিঙে গিয়ে। শীতের আবির্ভাবে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে পাহাড়ি শহর। ঘুমন্ত বুদ্ধর দর্শন থেকে দার্জিলিং চায়ের অনুভূতি সবকিছুর মধ্যেই রয়েছে নস্টালজিয়া। শৈল শহর ভ্রমণ একধারে কমপ্লিট প্যাকেজ। সমতল শহর শিলিগুড়ি থেকে খেলনা গাড়ি করে পাহাড়ি শহরের অভিমুখে সফর এক কথায় অনবদ্য। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় খেলনা গাড়ি করে ভ্রমণের মুগ্ধতা সত্যিই আনন্দ দেয়। দার্জিলিং ভ্রমণের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো  ঘুমন্ত বুদ্ধের দর্শন। শীতের মিঠেল রোদে ঘুমন্ত বুদ্ধকে দেখতে অসাধারণ লাগে। টাইগার হিল থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা এক অপরূপ অনুভূতি। এছাড়া দার্জিলিংয়ের চিড়িয়

জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*

Image
  *জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ২৪ঘন্টা পরেও পাণ্ডবেশ্বর ও বীরভূমের ভীমগড় সংলগ্ন অজয় নদে তলিয়ে যাওয়া বছর ১৪ র কিশোরের খোঁজ না মেলায় ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলো কিশোরের আত্মীয় পরিজনরা। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর ও খয়রাশোল থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে বীরভূমের খয়রাশোল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার কার্তিক পূর্ণিমার সকালে অন্ডালের উখড়ার একই পরিবারের তিন জন পাণ্ডবেশ্বরের অজয় নদের জলে স্নান করতে নেমেছিল। তখনই মৃদুল বার্নওয়াল নামের বছর চোদ্দোর কিশোর অজয়ের জলে তলিয়ে যায়। ওই কিশোরের উদ্ধারের জন্য অজয়ের জলে স্পিডবোট ডুবুরি তল্লাশি শুরু করে। মঙ্গলবার সকাল থেকে ফেরত শুরু হয় অজয়ের জলে তল্লাশি। বেলা বারোটা পর্যন্ত খোঁজ না মেলায় কিশোরের আত্মীয় পরিজন এবং পাড়া-প্রতিবেশীরা বীরভূম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। নিখোঁজ কিশোরের বাবা দাবি তোলেন দ্রুত তার ছেলেকে উদ্ধার করা হোক। এই অবরোধের জেরে ব্যাহত হয় ১৪ নম্বর

*পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগের পোস্টার তারকেশ্বরে!*

Image
 *পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগের পোস্টার তারকেশ্বরে!* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি: তারকেশ্বরের পিয়াসারা এলাকায় গতকালের অশান্তি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পোস্টার।  পোস্টারে লেখা, 'কেন শ্রান্ত পিয়াসারাকে হয়রানি করা হচ্ছে, পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে।' 'স্বামীর কাছ থেকে কোটি টাকা খেয়ে বেআইনি কাজকে সমর্থনকারী পুলিশ তারকেশ্বর থেকে দূরে থাকুক'  উল্লেখ্য, গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা সাইদুল মোল্লাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। সাইদুলের বিরুদ্ধে অভিযোগের জবাবে তৃণমূল বিধায়কের কার্যালয় ভাঙচুর করা হয় এবং তৃণমূলের এক কর্মীকে গুলি করে হ*ত্যা করা হয় সাধারণ মানুষ যারা সাইদুলকে মারধর করে। গতকালের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান শেখ মনিরুল ইসলামের দাবি, পুলিশ এলাকায় অশান্তি তৈরি করছে। তাই সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে পোস্টার দিয়েছে।  গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তৃণমূলের একটি দল কোটিপতিদের সরকারি জায়গা দেখানোর চেষ্টা করছে। সাইদুল নামে একজন নির্বাচিত পঞ্চায়ে

গোসাবার তৃণমূল নেতা খু*নের ঘটনায় গ্রেফতার ৮ , খু*নের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের*

Image
 *গোসাবার তৃণমূল নেতা খু*নের ঘটনায় গ্রেফতার ৮ , খু*নের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের  ফলে আক্রান্ত হচ্ছে তৃণমূল।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের প্রশ্ন, মাথার ওপর তৃণমূলের হাত থাকলে কি পুলিশকে আর ভয় করছে না দুষ্কৃতীরা? তাই কি তৃণমূলের হাতেই খু*ন হতে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে? দুষ্কৃতীরা কি জানে কাউকে খুশি করতে পারলে আর কোনও ভয় নেই?জয়নগর, আমডাঙার পর এবার গোসাবা।পথশ্রীর রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তিতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাধানগর এলাকায়। নিহত তৃণমূল নেতার নাম মুসাকলি মোল্লা।নিহত তৃণমূল নেতার রাধানগর তারানগর এলাকার বুথ সভাপতি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন পোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রামে।স্থানীয়রা জানিয়েছেন, সোমবার এলাকায় রাস্তাশ্রী প্রকল্পের একটি রাস্তা তৈরি হচ্ছিল। সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেন বুথ সভাপতি মুসাক

শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী

Image
 *শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: গতকাল কালিম্পং এ অধীর চৌধুরীর হাত ধরে বিনয় কংগ্রেসের যোগদান করেন। পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সমীকরণ আবারও সৃষ্টি হল। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসর  উদ্যোগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কংগ্রেসের একটি কর্মী সভার আয়োজন করা হয়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে উক্ত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত হয়েছিলেন অধীর চৌধুরী, শংকর মালাকার বিনয় তামাং, এছাড়া উত্তরবঙ্গের কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ। উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কংগ্রেসের সভাপতিগণ। এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন প্রচুর কংগ্রেসের কর্মী। এদিন বক্তব্য রাখার সময় বিনয় জানান গতকাল কংগ্রেসে যোগদান করেছেন, তিনি কাজ করতে চান। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কাজ করতে চান এই বিষয়ে জানান, তিনি একটি প্রসঙ্গ তুলে ধরেন, সুদীর্ঘ দিন পরে পাহাড়ে কংগ্রেসে নেতার আগমন ঘটেছিল গতকাল। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী গিয়েছিলেন কালিম্পং। বিনয় তামাং এর  কংগ্রেসের যোগদান প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, বিনয় তামাং বাংলার রাজনী

কুপিয়ে খু*ন করায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে আসেন মন্ত্রী*

Image
 *কুপিয়ে খু*ন করায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে আসেন মন্ত্রী*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:শনিবার রাতে সাহেব আলী নামে ২২ বছরের এক যুবককে কুপিয়ে খু*ন করার অভিযোগ ওঠে বিট্টু সরদার নামে এক ব্যক্তি বিরুদ্ধে। পাশাপাশি মৃ*ত সাহেব আলীকে বাঁচাতে গিয়ে আহত হন সাহেব আলীর প্রতিবেশী মোক্তার নামে এক ব্যক্তি।  অভিযুক্ত বিট্টু সর্দার ঘটনার পর পালিয়ে গেলেও পরে স্থানীয়রা তাকে খুঁজে বেলেঘাটা ব্রিজ এর নীচে চিংড়িঘাটার কাছে  তার উপর চড়া হয় স্থানীয়রা। তাকে মারধর করে। পুলিশ এলে পুলিশের উপর খোবে ফেটে পড়েন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এরপর ঘটনার স্থলে আসেন মন্ত্রী সুজিত বসু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মৃ*তের মায়ের সঙ্গে কথা বলে আশ্বাস দেন অভিযুক্ত উপযুক্ত শাস্তি হবে বলে। পরিবারের লোকজনেরা ও প্রতিবেশীরা অভিযুক্তের ফাঁ*সির চান বলে জানিয়েছেন সুজিত বসুকে।

গলায় ফাঁসি লাগিয়ে আ*ত্মঘাতী যুবক, ঘটনার তদন্তে পুলিশ*

Image
 *গলায় ফাঁসি লাগিয়ে আ*ত্মঘাতী যুবক, ঘটনার তদন্তে পুলিশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: রবিবার সকাল ন'টায় এক যুবকের গলায় ফাঁ*স লাগিয়ে আ*ত্মঘাতীর ঘটনা এলো সামনে । পরিবার সূত্রে জানা গেছে মৃ*ত ওই যুবকের নাম বিশুদাস বয়স ১৯ ।গতকাল সন্ধ্যের সময় সেই যুবক নিজের শোয়ার ঘরে ঘুমোতে চলে যায় এবং রাত্রে খাবারের জন্য তার মা ডাক দিতে গেলে কোন সাড়া নামেলাই ঘরে ঢুকতেই দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছাড়াই পুরাতন মালদার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় । যদিও ওই যুবক কেন আত্মঘাতী তা এখনো ধোঁয়াশা পুরো বিষয় নিয়ে তদন্ত করেছেন পুলিশকর্তারা।

আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত

Image
  আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত খবর দিনভোর, সজল দাশগুপ্ত:- একদিনের বিশ্বকাপের ফাইনালে  হারের বদলা ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হওয়ার পর আবারো  সূর্য কুমারের নেতৃত্বে টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে দুই উইকেটে জয়ী হবার পর রবিবার তিরুবন্তপূরমে দ্বিতীয় টি-২০ ম্যাচেও স্টিভ স্মিথ,ম্যাথু ওয়েডদের একবারে হেলায় হারিয়ে দিল রিঙ্কু সিংরা। এদিন জসস্বী জসওয়াল,রিতুরাজ গাইকোয়াড,ঈশান কিষানের মারকুটে অর্ধশতরান , বিশেষ সংযোজন  শেষে মাত্র ৯ বলে রিঙ্কু সিংএর ৩২ রান। যার  সুবাদে ভারত ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে। ২৩৬ রান করলে জিততে হবে এই পরিস্থিতিতে  ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে অজিরা।স্টোয়াইন্স টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ছাড়া কোনো ব্যাটারই ভারতীয় বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি।শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১রান তোলে। ভারত ৪৪ রানে জিতে  নেয় ম্যাচ, সিরিজে ২-০তে এগিয়ে গেল। আগামী ২৮শে নভেম্বর  রয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। মুখোমুখি হবে এই দুই দেশ। ওই ম্যাচটি জিতলেই সিরিজ জিতবে ভারত। সেক্ষেত্রে অস্ট্

*শীতের আমেজ পড়তেই বক্রেশ্বর ধামে ভিড়*

Image
 *শীতের আমেজ পড়তেই  বক্রেশ্বর ধামে ভিড়* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:একদিকে নতুন বছরের ছোঁয়া আবার অন্যদিকে শীতের আমেজ দুটোকে একত্রিত করে একটা যেন সৌন্দর্য আয়ন তৈরি হয়েছে।। একই সূত্রেই গাথা প্রতিটি অনুষ্ঠান প্রতিটি মেলা প্র্যাগন।। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে  অনুষ্ঠানের মুখর হতে।।ইতিমধ্যেই শহরের শীতের আমেজ পড়ে গিয়েছে।আর মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও প্রবল।বীরভূমের বক্রেশ্বর ধামের প্রতি বরাবরই তীর্থযাত্রীদের বিশেষ আকর্ষণ , তবে করোনার কারণে দুই বছর সেই রকম ভাবে তীর্থ যাত্রীদের আগমন ঘটেনি বক্রেশ্বর ধামে। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, তীর্থযাত্রীদের ঢল নেমেছে বক্রেশ্বরে, টুরিস্ট গাড়ি গুলি ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করবার জন্য। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পূজো দিচ্ছেন সকলেই। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে  প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।আর সেই প্রতি বছরের মতো এবছর শুরু হয়ে গেছে সেই যাত্রা।আর এক মাত্র বীরভূমের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রাজ্যের বুকে কোথাও নেই শীত আসছে তাই  পর্যটকদের ভিড় বাড়ছে

আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের* ।

Image
 *আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃ*ত্যু হল এক যুবকের। মৃ*ত যুবকের নাম সঞ্জয় কুমার মাইতি (৩২)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানির ছাড় এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটা ঘটে আসামের করিমগঞ্জ এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন। রাতে খবর আসে গ্রামের বাড়িতে। পরিবারের লোকজনেরা শুক্রবার সকালে করিমগঞ্জ এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় তার দেহটি গ্রামের বাড়িতে পৌঁছবে। মৃ*তের বাবা সুভাষ মাইতি জানান, গরিবের সংসার। আমার তিন ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। মেজ ছেলে সঞ্জয় মাইতি। তারা আসামের করিমগঞ্জ এলাকায় কাজে গিয়েছিল। সারাদিন কাজ সেরে আমার ছেলে সঞ্জয় সহ ৬ জন সহকর্মী বৃহস্পতিবার রাতে তাঁবুতে শুয়েছিল। সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর উপর উঠে যায়। সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আমার ছেলে সঞ্জয়কে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষ

বধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে পুলিশ

Image
 *বধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে পুলিশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, পুকুরিয়া গ্রামের ঘটনা, স্থানীয়রা জানাচ্ছেন ২২ বছরের  গৃহবধূ আরিফা খাতুন তাকে প্রথমে দেখতে পেয়ে হাড়োয়া থানায় খবর দেয়, পুলিশ এসে ঝু*লন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন, ইতিমধ্যে  স্বামী আলমগীর মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় স্বামী আলমগীর মোল্লা পেশায় ভ্যান চালক তাদের দুই সন্তান রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার উস্তি এলাকার বাসিন্দা আরিফা খাতুন এর সঙ্গে বিবাহ হয়েছিল আনুমানিক বছর চারেক আগে, বিয়ের পর তাদের দুই সন্তান হয় তারপর হঠাৎই ছন্দপতন অর্থাৎ মৃ*ত্যুর কোলে ঢলে পড়লেন ওই গৃহবধূ, ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একটি অস্বাভাবিক মৃ*ত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে

*যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু চাঞ্চল্য এলাকায়*

Image
 *যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু চাঞ্চল্য এলাকায়* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেক শান্তিনগরে যুবককে কাঁচি দিয়ে গলায় কো*প। কাঁচির কোপে মৃ*ত্যু সাহেব আলীর।গভীর রাতে গান বাজানোর নিয়ে বচসার সূত্রপাত। আর এই ঘটনা জেরে চিংড়িঘাটার সল্টলেক শান্তিনগর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে পাড়া-প্রতিবেশীদের ঝামেলা হয়েছে।

রাসপূর্ণিমা কি?

Image
  রাসপূর্ণিমা কি ?  বিস্তারিত জেনে নেওয়া যাক খবর দিনভোর,সজল দাশগুপ্ত:                              শ্রীকৃষ্ণ যখন ইহা  জগতে আবির্ভুত হয়েছিলেন, এরপর ভৌম বৃন্দাবনে   দিব্যলীলা বিলাস করছিলেন , তখন শ্রীকৃষ্ণের বয়স যখন আট বছর।  কৃষ্ণ শরৎপুর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে  মধ্যরাতে তাঁর অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তাঁর প্রিয়   ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন।তখন সেই রাতে  শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর, ব্রজগোপীরা গৃহ থেকে  বেরিয়ে পড়েন। তারা সকলে  কৃষ্ণের কাছে ছুঁটে গিয়েছিলেন।কেবল বৃন্দাবনের  গোপীরাই নয়, ব্রহ্মান্ডের বিভিন্ন স্হান থেকে ভগবানের আরো   সকলেই ছুটে গিয়েছিলেন। নিত্যসিদ্ধ এবং সাধনসিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন।তখন শ্রীকৃষ্ণ আগত সকল   গোপীদের সাথে নিজেকে  বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন।বৃন্দাবনের এই  নৃত্যই রাসনৃত্য বলে সুপরিচিত। রাস শব্দটি এসেছে 'রস'থেকে। রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস।মাধুর্যরসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা। এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি। রাসলীলায় ছিলেন তিন শ্রেণির গোপী নিত্

২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*

Image
 *২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত:ক্রিকেট মাঠে বারংবার  দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের হৃদয় জিতলেন মহম্মদ সামি। বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত  তবে শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেননি । হার্দিক পান্ডিয়ার চোটের কারণে  একাদশে ফেরেন। দলে ফিরবার পর দুর্দান্ত পারফরম্যান্স। ফাইনালেও অল্প রানের পুঁজি নিয়ে  জাগিয়েছিলেন সামি।যদিও বিশ্বকাপ জেতা হয়নি। তবে বিশ্বকাপের জেতা হয়নি ঠিকই  সকলের হৃদয় জিতে নিয়েছেন।ক্রিকেট প্রেমীরা বলছেন, একটাই তো হৃদয়, কতবার জিতবেন?  গত বছর ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ব্যস্ত ছিলেন ঋষভের দামি জিনিসপত্র চুরি করতে। সকলে কিন্তু সমান হয় না, মানবতা বেঁচে রয়েছে তাই এই পৃথিবী এখনো সুন্দর। তাদের মধ্য় থেকেই দু-জন খুব তাড়াতাড়ি ঋষভকে হাসপাতালে নিয়ে যায়। তারা চিনতেনও না ঋষভকে। অচেনা মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। দিতে যায় মানবতা, ঋষভ এখন মাঠেও ফিরতে প্রস্তুত। মহম্মদ সামির চোখের সামনে এমনই একটা দুর্ঘটনা ঘটে। বিশ্বকাপ শেষ

*রেশন না পাওয়ায় বিক্ষোভ রেশন গ্রাহকদের*

Image
 *রেশন না পাওয়ায় বিক্ষোভ রেশন গ্রাহকদের* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রেশন না পাওয়ায বিক্ষোভ রেশন ডিলারে বাড়ির সামনে রেশন গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার তালুহুদা হাটতলা এলাকায়। তাদের দাবি, গত ছয় মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেনা গ্রাহকরা। এলাকার রেশন ডিলার কুশল কর্মকারের কাছে গ্রাহকরা জনতে গেলে রেশন ডিলার জানায় এখনও পর্যন্ত কোনও রেশন সামগ্রী আসেনি। আর সেই কারণে রেশন সামগ্রী দেওয়া হবে না। রাজ্য সরকারের ঘোষণা মত দুয়ারে সরকার রেশন মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার কথা। কিন্তু রেশন দুয়ারে পৌঁছে না দিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে রেশন নিতে এসে হয়রানির শিকার গ্রাহকরা। শুধু তাই নয় রেশন ডিলারের কাছে যে পরিমাণ সামগ্রি বরাদ্দ থাকে সেই পরিমাণ রেশন নাকি পায় না গ্রাহকরা এমনটাই অভিযোগ। আটা চাল গম চাপড়ার খোলা বাজারে বিক্রি করে দেওয়ার ও অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। রেশন নিতে এসে না পাওয়ার কারণে ক্ষোভে ফুসছে গ্রাহকরা। এরই প্রতিবাদ জানিয়ে রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। তার আগেই বাড়িতে তালা ঝু

*বঙ্গোপসাগরে রহস্যময় ট্রলার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জিনিস*

Image
 *বঙ্গোপসাগরে রহস্যময় ট্রলার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জিনিস* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন:বঙ্গোপসাগরে দেখা মিলল একটি রহস্যময় ট্রলারের। আর সেই ট্রলারটির কাছে গিয়ে অনুসন্ধান করতে গিয়ে পুলিশের চোখ ছানাবড়া । শুক্রবার বঙ্গোপসাগরে ছয় শহল এলাকা থেকে সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশের কাছে একটি খবর আছে যে বঙ্গোপসাগরে একটি ট্রলারের দেখা মিলেছে যাতে কোন মৎস্যজীবী , চালক বা মাঝি কেউই নেই । এই খবর পেয়ে তড়িঘড়ি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ও ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ বঙ্গোপসাগরে ওই ট্রলারটি সন্ধানে রওনা দেয়। এরপর ট্রলারটির কাছে গিয়ে দেখেন তার মধ্যে কোন চালক বা মৎস্যজীবী কেউই নেই । ট্রলারটির মধ্যে লক্ষাধিক টাকার ডুবন্ত জাহাজের কিছু যন্ত্রাংশ বা ইয়ার কাপটের কিছু যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। সন্দেহজনক ট্রলারটিকে আটক করে সুন্দরবন পুলিশ। বকখালি মৎস্য বন্দরের কাছে আনা হয় । এই বিষয়ে সাগরের এসডিপিও দেবাঞ্জন চ্যাটার্জি জানান, আমরা হঠাৎই খবর পাই যে বঙ্গোপসাগরে ছয় শহলের কাছে একটি সন্দেহজনক একটি ট্রলার ডুবন্ত জাহাজের কিংবা ইয়ার ক্রাফটের যন্ত্রাংশ কাটার কাজে নিয়োজিত রয়েছে। সেই খবর পাওয়

বিশাল অগ্নিকাণ্ড শাড়ির গোডাউনে*

Image
 *বিশাল অগ্নিকাণ্ড শাড়ির গোডাউনে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: 147 কটন স্ট্রীটে আগুন। চারটি ইঞ্জিন গেছে ঘটনাস্থলে। মূলত শাড়ির গোডাউনে আগুন লেগেছে। পুলিশ সূত্র মারফত খবর, ব্যাংক থেকে এই গোডাউনকে সিস করে দিয়ে যাওয়া হয়েছিল। যেহেতু অতিরিক্ত ঘিঞ্জি এলাকা, তাই আগুন ছড়িয়ে পড়া সম্ভাবনা রয়েছে। তাই এই বিল্ডিং এর সমস্ত অফিস এবং গোডাউনে লোকেদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

ফুটবল রাজপুত্রর মৃত্যুবার্ষিকী সশ্রদ্ধ প্রণাম

Image
 *ফুটবল রাজপুত্রর মৃত্যুবার্ষিকী সশ্রদ্ধ প্রণাম*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত:আজ  ফুটবলের রাজপুত্র মারদোনার  মৃত্যু বার্ষিকী। মারাদোনার মৃত্যু নেই, তিনি সদা সর্বদা অমর হয়ে রয়েছেন ফুটবল অনুরাগীদের মধ্যে।  "তার আসন চিরকাল সকল ফুটবল অনুরাগীদের হৃদয়ের অন্তঃস্থলে থাকবে"। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ফুটবলারের অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬ এর ফুটবল বিশ্বকাপ জেতে। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি তার বিখ্যাত 'হাত দিয়ে সেই গোলের জন্য। আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে  যেটি 'হ্যান্ড অফ গড' নামে পরিচিত তার গোল । মারাডোনাকে বিগত ৫০ বছরে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম একজন বলে গণ্য করা হয়। তিনি বার্সেলোনা এবং নাপোলির মতো ক্লাবেও তার ফুটবলের জাদু দেখিয়েছেন। আর্জেন্টিনার হয়ে মোট  ৯১টি ম্যাচে তিনি ৩৪টি গোল করেন। মোট চারটি বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার হয়ে খেলেন। ১৯৯০ সালে আর্জেন্টিনা যখন ফাইনালে উঠেছিল তখন দলকে নেতৃত্ব দেন । ইতালিতে ওই খেলায় তাদের হারিয়ে দেয় পশ্চিম জার্মানি। ১৯৯৪ সালে তিনি আবারও আমেরিকায় আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু অবৈধ মাদক পরীক্ষায়

শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গের শীতের ইনিংস শুরু

Image
 *শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের শীতের ইনিংস শুরু*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অঘ্রাণ মাসের শুরু থেকেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। পাহাড়ের আবহাওয়া আরো দুর্দান্ত। স্বাভাবিকভাবে শীতকালে পাহাড়ের পরিবেশ অন্য মাত্রা যোগ করে। এদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জায়গা দার্জিলিং ও কালিম্পং প্রাকৃতিক পরিবেশ সকাল থেকেই মনোরম। রোদের দেখা মিললেও সাথে শীত শীত অনুভূতি, চুটিয়ে মজা উপভোগ করছেন পর্যটকরা। দিনের বেলা রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম সময় পাহাড় পর্যটকদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। একদিকে যেরকম গরমের মাত্রা নেই ,অপরদিকে সেরকম ঠান্ডা থাকে না তাই অনেকেই এই সময়টা পাহাড় ভ্রমণের জন্য বেছে নেন। নভেম্বর মাস পরতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। রোদের ঝিলিকে কাঞ্চনজঙ্ঘাকে দুর্দান্ত লাগছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। শুধু দার্জিলিং নয় গোটা উত্তরবঙ্গ জুড়ে ক্রমশ শীত তার ইনিংস খেলা শুরু করে দিয়েছে। দিনের বেলা রোদের প্রভাবে কিছুটা গরম অনুভূত হলেও রাতের দিকে বেশ ঠান্ডা, অনেকে দেখা যাচ্ছে গরম জামা গায়ে দিয়ে বাইরে

লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ! আশঙ্ক জনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Image
 *লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে কো*প! আশঙ্ক জনক অবস্থায় ভর্তি হাসপাতালে* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নতুন পাড়া: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কা*টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি আক্রান্ত ৷ ঘটনাটি ঘটেছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায় শুক্রবার রাতে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবু নামে এক যুবক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷   পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে এক মহিলা বাঁচার জন্য দৌড়ে পালিয়ে গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নেন ৷ তারাই তাকে উদ্ধার করেন ৷ আক্রান্তের নাম মিতা গায়েন বলে জানা গিয়েছে ৷ নিজের পরিবার ছেড়ে বাবু নামে এক যুবকের সাথে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া থাকত তারা ৷ প্রায়ই তাদের অশান্তি হত ৷ বাবুর এলাকার একাধিক মহিলার সাথে সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ গতকাল সন্ধে থেকেই চরম অশান্তি শুরু হয় দুজনের মধ্যে ৷ তখনই ধারালো কিছু দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষ*তবিক্ষত করে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা নরেন্

* ২৯ শে নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট*

Image
 *২৯ শে নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২৯ নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যকে ঐ স্থানেই সভা করার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে।  রাজ্যের বক্তব্য প্রগ্রামের অন্তত ২৩ দিন আগে আবেদন করতে হয়।  কিন্তু  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ  বহাল রেখে সভা করার অনুমতি দিল।তবে যেহেতু এই ধরনের মিটিংয়ে, জনসমাবেশে ট্রাফিক ব্যাবস্থার অবনতি হয় তাই পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে যুক্তি সংগত কিছু  বিধিনিষেধ আরোপ করতে পারে।   *শুনানি*   *রাজ্যের আইনজীবী কিশোর দত্ত* - ভিক্টোরিয়া হাউস হচ্ছে কলকাতা ইলেকট্রক সাপ্লাই করপোরেশনের অফিস।  তিন রাস্তার সংযোগস্থল  । ২১ জুলাই ১৯৯৩ তৎকালীন কংগ্রেস ভোটার পরিচয় পত্র প্রদানের দাবিতে আন্দোলন করেছিল।সেই আন্দোলনে প্রায় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়।পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই দিনটি উদযাপন করে। এ ছাড়া আলাদা কোনো বিষয় নেই ঐ স্থানে শাসক দলের  সভা করার।   *প্রধান বিচারপতি* - আমি বিগত দুবছর ধরে দ

যোগ্যতা থাকলেও নিয়োগ হচ্ছে না টেট পরীক্ষার্থীদের

Image
 *যোগ্যতা থাকলেও নিয়োগ হচ্ছে না টেট পরীক্ষার্থীদের* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:টেট পরীক্ষার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে প্রায় ৩০০ জন চাকুরি প্রার্থী এদের মিছিলে হাটেন ধর্মতলার জরিনা ক্রসিং এ ডরিনা ক্রসিং এ তারা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে বেশ কিছুক্ষণ বসে থাকার পর পুলিশ তাদের তুলে দিলে ধর্মতলাতেই আবার রাস্তায় বসে শুয়ে প্রতিবাদ জানাতে থাকে এবং দাবি অবিলম্বে নিয়োগ চাই।

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী ৭ ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

Image
 *প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী ৭ ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পা ফুলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাই বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছনোর জন্য সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর। আইনজীবী সে কথা জানিয়েছিলেন বিচারককে। বিচারক জানালেন, কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক তাঁকে। আদালতে থাকলেও তাই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ। তাঁর তরফে জামিনের আবেদন করা হয়নি। বৃহস্পতিবার আদালতে পৌঁছলেও সিঁড়ি দিয়ে উপরে উঠে শুনানি কক্ষে পৌঁছতে পারেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ। তাঁর আইনজীবী জানিয়েছেন, পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে। ওঁকে যাতে শুনানি কক্ষে উপস্থিত হতে না হয়, তার আবেদন জানান আইনজীবী। এর পরেই বিচারক জানতে চান, কোর্ট লকআপ থেকে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যায় কি না। যদিও পুলিশ জানায়, কোর্ট লকআপে ইন্টারনেট পরিষেবার সমস্যা রয়েছে। এর পরেই বিচারক কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে হাজির করানোর কথা জানিয়েছেন। এখন সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ।এর আগে

*নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা নিরঞ্জনের পথে*

Image
 *নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা নিরঞ্জনের পথে* খবর দিনভোর, বিনয় প্রকাশ, নদীয়া:জগদ্ধাত্রী পুজোর জোয়ারে ভিজে গেল নদিয়ার কৃষ্ণনগর। এ বছর জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগর শহরের কেন্দ্রস্থলে প্রায় বিপুল মানুষের ভিড় দেখা গিয়েছে। এদিন ঘাট বিসর্জন উপলক্ষেও কোনো ত্রুটি দেখা যায়নি। বিকেল ঘনিয়ে আসতেই শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে থাকে অসংখ্য উৎসাহী মানুষ। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে নিরঞ্জন ঘাটের দিকে অগ্রসর হতে থাকে পূজা বারোয়ারি কমিটিগুলো। জগদ্ধাত্রী পূজা ঘাট বিসর্জন শোভাযাত্রা প্রাচীনকাল থেকেই কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্য। এর পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এ বছরও স্থানীয় পূজা বারোয়ারি কমিটির সদস্যরা বুধবার বেলা ১২টায় সাজে ঘাট বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া দূর-দূরান্ত থেকে উত্সাহী দর্শকদের মিছিলে যোগ দিতে দেখা যায়। প্রশাসনের নির্দেশে মিছিলটি শহরের নির্ধারিত পথ প্রদক্ষিণ করে জলঙ্গী নদীর দিকে অগ্রসর হয়। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কৃষ্ণনগর শহরকে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এদিন শহরের ভেতরে যান

*উত্তরের পাহাড় থেকে সমতল শীতের আমেজ*

Image
 *উত্তরের পাহাড় থেকে সমতল শীতের আমেজ* খবর দিনভোর, সজল দাশগুপ্ত:উত্তরে শীতের আমেজ, ইতিমধ্যেই উত্তরে বইছে মনোরম আবহাওয়া। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অপরদিকে শৈলশহর দার্জিলিংয়ের ওয়েদার দুর্দান্ত, ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে।। দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। অপরদিকে আরেক পাহাড়ি শহর কালিম্পং এর আবহাওয়া দুর্দান্ত। ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। ডুয়ার্স জুড়েও শীতের আমেজ, তাপমাত্রার পতন ঘটছে। অপরদিকে আবার কোচবিহারে ও তাপমাত্রা ক্রমশ কমছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করছে। শিলিগুড়ির প্রতিবেশী শহর জলপাইগুড়িতে তাপমাত্রা কমছে। অপরদিকে ইসলামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আবহাওয়া দুর্দান্ত, পাহাড় থেকে সমতল সব জায়গায় শীতের আমেজ। পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা, দার্জিলিঙে গিয়ে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছেন। কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। অপরদিকে পর্যটকদের আগমনে পর্যটন ব্যবসায়ীরা রীতি

ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

Image
 *ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে* খবর দিনভোর, সজল দাশগুপ্ত, বীরভূম:দুর্গাপুর ইসকনের পরিচালনায় বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও গীতা স্টাডি সার্কেলের আয়োজনে, রাধাগোপীনাথের রাসযাত্রা উপলক্ষে আগামীকাল শুক্রবার 24/11/2023 তারিখ থেকে 27/11/2023 পর্য্যন্ত রয়েছে চারদিনের নানান অনুষ্ঠান।মন্দির চত্বরে চলছে জোড়কদমে প্রস্তুতি। আগামীকাল শুক্রবার বৈকালে ঢাক,ঢোল, শঙ্খ,ঘন্টা, কাঁসর সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা। সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও প্রবচন। 25/11/2023 তারিখ থেকে 27/11/2023 তারিখ পর্য্যন্ত ভোরে মঙ্গলারতি, জপের ক্লাস,প্রবচন, ছাড়াও  ভজন কীর্তন, সন্ধারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলবে অন্যান্য অনুষ্ঠান।27/11/2023 তারিখ দুপুরে উপস্থিত সকল ভক্তদের জন্য থাকবে সুস্বাদু প্রসাদ বিতরন। রাসযাত্রা উপলক্ষে চারদিনের অনুষ্ঠানে শ্রীধাম মায়াপুর থেকে প্রভূজীদের উপস্থিতি ছাড়াও বীরভূম,পশ্চিমবর্ধমান, বাঁকুড়া সহ অন্যান্য জেলার বহু ভক্তজনেরা উপস্থিত থাকবেন। সেবকপতি মাধব দাস জানান 27/11/2023 তারিখ দুপুরে প্

স্বর্ণ ব্যবসায়ী হত্যার এখনো কেউই গ্রেফতার হলো না! কি করছে পুলিশ প্রশাসন?

Image
 *স্বর্ণ ব্যবসায়ী হ*ত্যার এখনো কেউই গ্রেফতার হলো না! কি করছে পুলিশ প্রশাসন?* খবর দিনভোর, বিনয় প্রকাশ, পূর্ব মেদিনীপুর: স্বর্ণ ব্যবসায়ী সমীর পাড়িয়া হ*ত্যা মামলায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, নিহতের বাবা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে কোলাঘাটে স্বর্ণের দোকান থেকে বাড়ি ফেরার সময় দেউলবার্ডের কাছে সমীর পাদিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হ*ত্যা করে দুর্বৃত্তরা। দুদিন পার হলেও এখনো নিখোঁজ রয়েছে সমীরের খুনিরা। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন মৃ*ত সমীর পাডিয়ার পরিবারের সদস্যরা। পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছে নিহত সমীরের পরিবার। তাই সিবিআই তদন্তের দাবিতে অনড় তারা। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৃ*ত সমীর পাডিয়ার বাবা।

*বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট ২০২৩ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুকেশ আম্বানি এবং অন্যান্য শিল্পপতিদের আগমন*

Image
 *বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট ২০২৩ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুকেশ আম্বানি এবং অন্যান্য শিল্পপতিদের আগমন* খবর দিনভোর, সুফল চন্দ ও বিনয় প্রকাশ, কলকাতা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023: ইভেন্টে ভাষণ দিতে গিয়ে, আরআইএল চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এবং আগামী তিন বছরে বাংলায় 20,000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। টাকা বিনিয়োগ 21 নভেম্বর কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। (বিজিবিএস) রিলায়েন্স চেয়ারম্যান ৭ম সংস্করণে এই পরিসংখ্যান প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং অন্যান্য নেতৃস্থানীয় শিল্পপতিদের সাথে শীর্ষ সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রধান শিল্প প্রতিষ্ঠান।  কথা বলার সময়, আম্বানি আরও বলেছিলেন যে রিলায়েন্স পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে এবং রাজ্যে ভবিষ্যতের বিনিয়োগের জন্য কোম্পানির পরিকল্পনা সম্পর্কে কথা বলেছে। “রিলায

তৃণমূল বিধায়কের দাদাগিরি, এইবার সোজাসুজি ধমক পুলিশকে! কিন্তু কেন ?

Image
 *তৃণমূল বিধায়কের দাদাগিরি, এইবার সোজাসুজি ধমক পুলিশকে! কিন্তু কেন ?* খবর দিনভোর, সজল দাশগুপ্ত, ভাঙ্গড়: ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনী অনুুষ্ঠানের শেষে বাজি পোড়ানো বন্ধ করতে তৎপর হয়েছিল পুলিশ। সেই তৎপরতার জন্য না কি বিধায়কের কটূক্তির মুখে পড়তে হয়েছে খাকি উর্দিধারীদের। এমনই অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার  বিরুদ্ধে। যদিও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। শওকতের দাবি, সেই সময় তিনি নিজে তৎপর না হলে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত।ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ভাঙড় কলেজে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শওকত মোল্লা। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে অভিযোগ। রাত ১০টার পরও সেখানে বাজি পোড়ানো চলছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, একটি বিল্ডিংয়ের ছাদে কিছু যুবক আতসবাজি জ্বালাচ্ছিলেন। সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। মণ্ডপে আগুন ধরে যাওয়ার উপক্রম হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল একদল পুলিশকর্মী। বাজি পোড়ানো বন্ধের নির্দেশ দেন তাঁরা। এর পরই বিধায়ক মাইক্রোফোন নিয়ে খাকি উর্দিধারীদের কটূক্তি করেন বলে অভ

*বীরভূমে আয়োজিত হল নবান্ন উৎসব*

Image
 *বীরভূমে আয়োজিত হল নবান্ন উৎসব** খবর দিনভোর, সজল দাশগুপ্ত, বীরভূম:বীরভূমের বক্রেশ্বর নবান্ন"* শব্দের অর্থ "নতুন অন্ন" বা "নব অন্ন"। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব । সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্‌যাপনের প্রথা রয়েছে।নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। "নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন" বা "নব অন্ন"রাজ্যের প্রায় সব জায়গাতেই এই উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী এদিন দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে চিরাচরিত প্রথা মেনে বক্রেশ্বর বাবার পিঠস্থান মহিষীমদ্দিনী দুর্গা মায়ের মন্দিরে এই ৫ই অঘ্রাণ প্রতিবছর নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এখানে চাক্ষুষ দেখা যায় ভক্ত সমাগমের ভিড় নানা দূর দুরান্ত থেকে এসে নবান্ন উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী আমাদের প্রতিনিধি

*প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন, ঘটনাস্থলে উপস্থিত দমকলের চারটি ইঞ্জিন*

Image
 *প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন, ঘটনাস্থলে উপস্থিত দমকলের চারটি ইঞ্জিন* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হাওড়া: হাওড়ার ঘুসরি নস্কর পাড়া এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছে। আগুন দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ফায়ার সার্ভিসকে দেওয়া হলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টা নাগাদ লোকজন ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেওয়া হয়।হাওড়া ফায়ার অফিসারের ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ জানান, তিনি খবর পেয়েছিলেন এবং লিলুয়া থেকে দমকলের একটি ইঞ্জিনও পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশন, পরে খবর দেওয়া হয় নিয়ন্ত্রণেআরও তিনটি গাড়ির পর আজ মোট চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রনে আনা হয়েছে, এখন তা ফেলার চেষ্টা চলছে।কীভাবে এটি ঘটল তা এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে স্বল্পতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। সার্কিট এবং আগুন G+2। ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা খুব কম ছিল। আগুন এখন

চাঁদা তুলে শিশু বিক্রি করতে যাওয়া অভাবী মায়ের পাশে দাঁড়ালেন সিডিপিও এবং সুপারভাইজাররা

Image
  খবরের জেরে চাঁদা তুলে শিশু বিক্রি করতে যাওয়া অভাবী মায়ের পাশে দাঁড়ালেন সিডিপিও এবং সুপারভাইজাররা, তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র খবর দিনভোর,মালদা;২১নভেম্বর: চাঁদা তুলে অভাবি মায়ের পাশে দাঁড়ালো সিডিপিও এবং সুপারভাইজার। অভাবের তাড়নায় দেড় লক্ষ টাকার বিনিময়ে ১৮ দিনের সদ্যোজাত শিশুকে এক মারওয়াড়ি ব্যবসায়ী দম্পতির কাছে বিক্রির অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে। যদিও সেই খবর জানাজানি হতেই মাড়ওয়ারী দম্পতির কাছ থেকে শিশুকে মায়ের কাছে এনে দেন স্থানীয়রা। শিশু বিক্রির অভিযোগ নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন মা। জানিয়ে ছিলেন সংসার অত্যন্ত অভাবের কারণে এই সিদ্ধান্ত নিয়ে ছিলেন।সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবরের জেরে গতকাল অভাবি মায়ের পাশে এসে দাড়িয়েছিল ব্লক প্রশাসন। এবার পাশে দাঁড়ালো অঙ্গনওয়াড়ি দফতরের প্রতিনিধি দল।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলার বাসিন্দা লক্ষ্মী দাস চলতি মাসের ১ তারিখ একটি পুত্র সন্তানের জন্ম দেন। লক্ষ্মীর স্বামী ভিন রাজ্যের কর্মরত। বাড়িতে রয়েছে আরও এক বছরের এক পুত্র সন্তান। নিয়মিত বাড়িতে টাকা প

বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের

Image
 *বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের বৈঠক*  খবর দিনভোর, বিনয় প্রকাশ, কোচবিহার:বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে সম্প্রতি চাঙ্গারাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসের কর্মকর্তারা বৈঠক করেন। মূলত রাত ৮টা পর্যন্ত সীমান্ত খোলা রাখার বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। বাণিজ্যের জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার কথা বলা হলেও বাংলাদেশ সম্মতি জানায়নি। এ কারণে রাতে সীমান্ত খোলা রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে বিএসএফও কথা বলেছে। নাইট ট্রেডিং ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি। ব্যবসা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। দুই দেশের স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এখন এ দিকেই নজর ব্যবসায়ী ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের। বার্তা। চ্যাঙ্গারাবান্ধায় সীমা সমাচারের সম্পাদক সন্তোষ শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএফ উত্তরবঙ্গের আইজি সূর্য একথা বলেন। কান্ত শর্মা? শুনুন।  দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা, ১৫১ ব্যাটালিয়নের সিও অজয় ​​কুমার প্র

জগদ্ধাত্রী পুজোতে মাতোয়ারা চন্দননগর ও কৃষ্ণনগর।

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদন :- মহানবমীতে জগদ্ধাত্রী পুজোতে মাতোয়ারা হুগলির চন্দননগর। মনোরম প্যান্ডেল আর বিশ্ববিখ্যাত আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা চন্দননগর। অষ্টমীর মতো মঙ্গলবার নবমীতে তিল ধারণের জায়গা নেই বাগবাজার, তেতুলতলা, খলিসানির পুজোতে। ভিড় সামলাতে শহরের বিভিন্ন একাধিক রাস্তায় নো-এন্ট্রি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।এই বিধিনিষেধ থাকবে দ্বাদশীর সকাল পর্যন্ত । আড়াই হাজারেরও বেশি পুলিশকর্মী, ৩ হাজার স্বেচ্ছাসেবকের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই চন্দননগরকে। অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরের বুড়ি মার পুজোর উপলক্ষে প্রচুর জনসমাগম হয়েছে। বুড়ি মাকে একবার দর্শনের জন্য বহুক্ষণ ধরে লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন দর্শনার্থীরা। চন্দননগরের মতো কৃষ্ণনগরেও ভিড় সামলাতে শহরের বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে নদীয়ার কৃষ্ণনগরকে। #khobordinbhor #jagadhatripuja #chandannagar #Krishnanagar #NewsUpdate #WestBengal #BengaliNews #today #jagadhatripuja2023

কুলপিতে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ জখম তিন

Image
খবর দিনভোর,দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব প্রতিনিধি:- জয়নগরের পর এবার উত্তপ্ত হয়ে উঠল কুলপি।আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার দৌলতাবাদ এলাকা। একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম তিনজন। আহতদের কুলপি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । বর্তমানে এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী । স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত সোমবার রাতে । স্থানীয় একটি দোকান থেকে রাতে চা খেয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বাড়ি ফিরছিল। সেই সময় তাদের উদ্দ্যেশে কটুক্তি করে আইএসএফ কর্মী সমর্থকরা। এরফলে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর মঙ্গলবার দুপুরে আবার নতুন করে শুরু হয় উত্তেজনা ।হঠাৎ বোমের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকায় মুড়ি-মুড়কির মতন পড়তে থাকে বোমা। স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় আহত হয় তিনজন । বোমাবাজির ঘটনার খবর সামনে আসায় ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী

শুরু হয়ে গেল বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট

Image
 *শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট। উপস্থিত মুকেশ আম্বানি থেকে শুরু করে সৌরভ বন্দ্যোপাধ্যায়* খবর দিনভোর, সজল দাশগুপ্ত, কলকাতা: আজ থেকে ফের রাজ্যে শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (Bengal Global Business Summit)। আজ, মঙ্গলবার নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে হতে চলল সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। দু-দিনের এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের শিল্পপতিরা। *সম্মেলনে উপস্থিত থাকছেন*  ‘শিল্পপতি’ (স্পেনে মমতার সফর সঙ্গী হয়ে তিনি জানিয়েছিলেন রাজ্যে বিনিয়োগ করবেন তিনিও!) তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। উপস্থিত থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। জানা গিয়েছে, আমেরিকা, গ্রেট ব্রিটেন সহ মোট ২৮টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন এই সম্মেলনে। ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

একই পরিবারে মৃ*ত বৃদ্ধ দম্পতি! এটা কি খুন নাকি আত্মঘাতী? ধন্দে পুলিশ

Image
খবর দিনভোর, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:সা তসকালে আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। মৃ*ত্যু হয়েছে ৬০ বছরের গীতা সমাদ্দার এবং ৭৭-এর অমূল্য সমাদ্দারের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খু*নের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পেয়ে আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বৃদ্ধ দম্পতির এভাবে মৃ*ত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। নোনাডাঙার বাল্মীকি আম্বেদকর আবাসন। মঙ্গলবার সকালে এখান থেকেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে থাকত সমাদ্দার পরিবার। ৭৭ বছরের অমূল্য সমাদ্দার ও ৬০ এর গীতাদেবীর দুই মেয়ে বিবাহিত। তাঁরা মাঝেমধ্যে আসতেন বাবা-মায়ের কাছে। *পক্ষাঘাতে আক্রান্ত গীতাদেবী* *গত ১০ বছর ধরে অসুস্থ, প্রায় শয্যাশায়ী।* স্ত্রীর দেখভাল করতেন অমূল্যবাবু। কিন্তু কয়েকদিন আগে তাঁর হৃদযন্ত্রের অসুখ ধরা পড়ে। *চিকিৎসকরা আজই তাঁকে পরীক্ষা করতে বলেছিলেন*। কিন্তু ডাক্তারি পরীক্ষার বদলে উদ্ধার হল অমূল্যবাবুর মৃ*তদেহ। গোটা ঘটনার তদন্তে আনন্দপুর থানার পুলিশ।

অষ্টমীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জনজোয়ার

Image
 *অষ্টমীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন জোয়ার*   খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: চন্দননগরের শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো। এই পুজো বিশ্বখ্যাত। প্রতিমার পাশাপাশি চন্দননগরের লাইটিং বিশ্ববিখ্যাত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা চন্দননগরে আসে প্রতিমা এবং লাইটিং উপভোগ করতে। সোমবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো করল অষ্টমীতে। অষ্টমীর সন্ধ্যায় চন্দননগরে প্রতিমা এবং লাইটিং দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এক কথায় বলা যায় চন্দননগরে যেন জনজোয়ার সৃষ্টি হয়েছে। যেহেতু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সেই দিক থেকে বিচার করে হুগলি পুলিশ প্রশাসন ছিল তৎপর। দেখা গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সমস্ত গাইড নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসন কাজ করে চলেছে। দমকল থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগ বেশ সক্রিয়। চন্দননগরের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে পুলিশের সহায়তা ক্যাম্প। পুরো স্টেশন চত্তর জুড়ে যেন বিশাল নিরাপত্তার মোতায়ন করেছে পুলিশ। যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা আসে চন্দননগরে পূজা দেখতে তাই স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ থাকে এবং

অবৈধভাবে পুকুর ভরাটের কাজ থামালো বিধায়ক

Image
 অবৈধভাবে পুকুর ভরাটের কাজ থামালো বিধায়ক খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: অবৈধ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এখানে অবৈধ কাজটি হলো পুকুর ভরাটের কাজ। ঘটনাটি ঘটে হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া পৌরসভার অধীনস্থ পাঁচ নম্বর ওয়ার্ডে কৈলাস নগর এলাকায়। এর আগেও চুঁচুড়ার বিধায়ক নানারকম অনৈতিক কাছ থেকে শুরু করে অবৈধ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। আজ অর্থাৎ সোমবার এরকমই একটি অবৈধ মূলক কাজের কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি ঘটনাস্থলে এসে পরিদর্শন করে অবৈধভাবে পুকুর ভরাটের সাথে যুক্ত ভরাটকারীদের এরেস্ট করান।

ট্রাভাস হেড দুর্দান্ত, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Image
  খবর দিনভোর, সজল দাশগুপ্ত : গুগল প্রেডিকশন দেখাচ্ছিলো ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ভারত অস্ট্রেলিয়া থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে সব সময় প্রেডিকশন যে সঠিক হয় তা কিন্তু নয়, অস্ট্রেলিয়া আবারো প্রমাণ করলো তাদের জাত চেনালো। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আহ্বান করে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিংস। অনেকেই ভেবেছিলেন ভারত আবারও একটা বিশাল অংকের রান খাড়া করবে, কারণ যেভাবে গোটা বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দাপট দেখিয়েছে তা অসামান্য। তবে অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ এদিন দুর্দান্ত বোলিং করলো, তাদের দেখে মনে হচ্ছিল তারা যথেষ্ট হোমওয়ার্ক করে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে। ফাইনাল ম্যাচে দুরন্ত শুরু করবার পরেও আবারো থমকে গেলেন রোহিত শর্মা। বিরাট কোহলি ও মাঝপথে থামলেন। ভারত বেশি রান করতে পারল না, ২৪০ রান তুলল । তবে মোহাম্মদ সামি রয়েছেন , যেকোনো মিরাকল করতে পারেন। নিউজিল্যান্ড সেমিফাইনালে একাই সাতটি উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন। তবে রোজ রোজ রূপকথার গল্প হয় না, এদিন দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেললেও হেডের ব্যাটিংয়ের সৌজন্যে ভারতকে ছয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠ

ট্রাভিস হেডের দুরন্ত পারফরমেন্সে বিশ্বকাপ হাতছাড়া ভারতের

Image
 *ট্রাভিস হেডের দুরন্ত পারফরমেন্সে বিশ্বকাপ হাতছাড়া ভারতের*  খবর দিনভোর, নিউজ ডেস্ক : ট্রাভিস হেডের  শতরানে বিশ্বকাপে হেরে গেল ভারত। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপ রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচটি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘ অনেক বছর পর হয় । প্রথমে টসে জিতেই অস্ট্রেলিয়া  ফিল্ডিংয় নেয়  এবং ভারত ব্যাটিংয়ে নামে। খেলার প্রথমেই দুর্ধর্ষ খেলোয়াড়ের পরিচয় দেয় রোহিত শর্মা। রোহিত শর্মা ৪৭  রানে আউট হন। কিন্তু গিল মাত্র ৪ রান করে। বিরাট কোহলি ৫৪ রান করে আউট হন। প্রথমে ব্যাটিং করতে এসে ভারত রান  ২৪০ রান করে অলআউট হয়  আর অস্ট্রেলিয়া কে জিতে গেলে ২৪১ রানের দরকার হয়।  অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে এবং পরপরই তিনটে উইকেট পড়ে যায় , তাতে  চ্যাম্পিয়ন হওয়ার ভরসা পায় ভারত। কিন্তু ট্রাভিস হেডের দুর্দান্ত খেলোতে বাজিমাত করল অস্ট্রেলিয়া । একাই টি হেড ১৩৭ রান উপহার দিল দলকে। তার দুর্ধর্ষ ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন না হতে পেরে টিম ইন্ডিয়ার সাথে সাথে গোটা ভারতবর্ষের ইন্ডিয়ার সমর্থকরা হতাশা হয়। তবে খেলার প্লেয়ার অফ দি টুর