Posts

Showing posts from September, 2024

বীরভূম:- ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব! জমি নিয়ে শুরু বিবাদ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের সাঁইথিয়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সাইথিয়ায় এবার পাট্টা জমি নিয়ে বিবাদ। সাঁইথিয়া বি এল এন্ড এল আর ও অফিসে তিন দফা দাবি নিয়ে তৃণমূলের এক গোষ্ঠীর গনডেপুটেশন। সাঁইথিয়া ব্লকের বি এল এন্ড এল আর ও অফিসে বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাট্টা দেওয়ার অভিযোগে ও তৃণমূলের আগের নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী, মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস ,জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি, আরও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

বীরভূম:- কালীপূজার পর অনুব্রত মণ্ডলের জনসংযোগ শুরু

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম' কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল। তার সাথেই সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি। ওর কমিটি থাকছে কি উঠিয়ে নেয়া হচ্ছে সেই বিষয়ে কোন স্পষ্ট কথা জানাননি। তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার। কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডল কে তার অভিভাবক বলেছেন। তেমনই এদিন অনুব্রত মণ্ডল ও সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই ব্যাপারে কোন উত্তর তিনি দিতে চাননি।

হাওড়া:- রাজ্যে আসলো বাংলাদেশের ইলিশ,

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য।আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ।খুচরো বাজারে যাচ্ছে মাছ।আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।

মালদা:- জলবন্দি এক লক্ষ মানুষ, পুজোর আগেই দুরবস্থা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পূজো নিয়ে সাজো সাজো রব পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পূজা উদ্যোক্তারা এদিকে ভুটনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভুতনির দামোদর টোলা পূজা মণ্ডপ গুলি জলের তলায়। গত বছর হিসাবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারী পূজা সহ মোট ২৯ টি পূজা হয়। এর মধ্যে ২২ টি পুজো সার্বজনীন। পূজা নিয়ে মেতে থাকে ভূত নিবাসী কিন্তু এইবারে কিভাবে পূজা হবে পূজা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে, ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পূজা হয় অস্থায়ী পূজা মন্ডপে তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যেই দুর্গা মন্ডপ এবং পুজো মন্ডলের জল থৈথৈ করছে সে ক্ষেত্রে ভূত নিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনি বাসি তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পূজো হবে।

বীরভূম:- দুর্গাপূজার প্রস্তুতি দেখতে অনুব্রত মন্ডল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: গরু পাচার কাণ্ডে দু'বছর জেলবন্দী ছিলেন অনুব্রত। পরপর দু'বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত। সামনেই দুর্গাপুজো। তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে।   আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোন যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গা পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল।  এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন। তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত।  অনুব্রত মণ্ডল বলেন, প্রায় দু'বছর পর গ্রামে এলাম। সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর দুটো বছর নিজের বাড়ির দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারিনি। খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো। দু'বছর জেলবন্দি অ

বীরভূম:- বিদ্যুৎ ফেরাতে পথ অবরোধ করলো গ্রামবাসীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: প্রায় সাত দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন। উল্লেখ্য বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় সাত দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফরমার , তবে সেই ট্রান্সফরমার রিপেয়ারিং করলে আবারো পুরে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফরমারটি। আর ঠিক তারপর প্রাই সাত দিন থেকে গ্রামের বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা এমনটাই দাবি করছেন হাজীপুর গ্রামের মানুষজন। আর তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা প্রায় ছয়টা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাসুর রাস্তার উপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে। শেষমেশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ এমনই জানিয়েছেন ওই গ্রামের মানুষ ।

কলকাতা:- আসন্ন শারদীয়া পুজোর জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে পরিবহন দপ্তর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরের মত এবছরের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা থাকলেও, প্রতিভা নিরঞ্জনের সেইরকম বিশেষ কোন ব্যবস্থা থাকছে না বলে জানালেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।।* সামনেই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো-কে কেন্দ্র করে প্রতিবছরের মতো এ-বছরেও রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হল। কলকাতা ও শহরতলীর বিখ্যাত মন্ডপ দর্শনের জন্য এই বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহন দপ্তর। সড়কপথ থেকে শুরু করে জলপথে মিলবে এই বিশেষ পরিষেবা।  *রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নেওয়া, এই বিশেষ পরিষেবাগুলি হল* :- ১. *জল পথে উত্তরের বিশিষ্ট পুজো মন্ডপ ঘোরার সুযোগ* • রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে জলপথ ও স্থলপথে দর্শনার্থীরা উত্তর কলকাতার বিশিষ্ট পুজো মন্ডপগুলি দর্শনের সুযোগ পাবেন।  • মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১:০০ টায়। তারপর হাওড়া জেটি ঘুরে পৌঁছাবে আহিরীটোলা ঘাটে। সেখানে অপেক্ষা করবে এসি বাস। সেই বাসের মাধ্যমেই দর্শনার্থীরা পৌঁছে যাবেন বিশিষ্ট পুজো মন্ডপ গুলির প্রাঙ

বীরভূম:- অনুব্রত মণ্ডল ফিরলেন বীরভূমে, আনন্দিত তৃণমূল কর্মীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অনুব্রত মণ্ডল তার নিজ বাসভবনে এদিন সকালে প্রবেশ করিলেন। তাকে স্বাগত জানানোর জন্য অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকর্ণা মন্ডল একই সঙ্গে বাড়িতে প্রবেশ করলেন। তৃণমূল কর্মীদের অকাল বসন্ত দেখা গেল তার বাড়ির সামনে। তাকে বরণ করার জন্য অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা ফুল ছড়িয়ে স্বাগত জানান। আবার মহিলারা শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানান।বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

বাঁকুড়া:- রাস্তা নিয়ে শাসক ও বিরোধী তরজা, সমস্যা সাধারণ মানুষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:২০২০-২১ আর্থিক বছরে MGNRGS প্রকল্পে রাস্তা তৈরির জন্য বোর্ড পড়েছে তিন বছর আগে,  এখনো তৈরি হয়নি রাস্তা, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা-বঞ্চনার অভিযোগে শাসকবিরোধী তরজা, সমস্যায় সাধারণ, ঘটনা পাত্রসায়ের থানার ঘোড়াডাঙ্গার।  বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াডাঙ্গায় মেন রাস্তা থেকে গ্রামের ভেতরে যাওয়ার জন্য রয়েছে প্রায় ২০০ মিটার একটি মাটির রাস্তা। বর্ষার সময় এক হাঁটু কাঁদা হয়ে থাকে এই রাস্তার ওপর। চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষের। বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর ২০২০-২১ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সময় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে এলাকায় কংক্রিটের রাস্তার জন্য ১৮২৩০৬ টাকা বরাদ্দ করা হয়। কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয়। তিন বছর পেরিয়ে যাবার পরেও আজও মাত্র এই ২০০ মিটার রাস্তা কংক্রিটের হয়নি। চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এর দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ

সল্টলেক:- ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করুণাময়ীতে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অশান্ত সল্টলেক করুণাময়ীচত্ব। সোমবার আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান করুণাময়ীতে। এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দেন তাঁরা। এর আগেও করুণাময়ী-সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ-মিছিল করেছেন। এদিন ফের সেই ছবি। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন কাতারে কাতারে চাকরিপ্রার্থী রাস্তায় নেমে আসেন। গার্ডরেল পার করে চাকরিপ্রার্থীরা এসএসসি ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসাও বাধে তাদের। তবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এপিসি ভবনের কাছাকাছি চলে যান। যে ব্যারিকেড ছিল, তা কার্যত ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে যান চাকরিপ্রার্থীরা। পুলিশ সামাল দিতে কিছুটা হিমশিমই খায়। কারণ, বিভিন্ন দিক থেকে এসএসসি ভবনের দিকে ছুটে যান চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে চাকরিতে বাধা নেই আপার প্রাইমারির প্রার্থীদের। ১০ বছর ধরে তাঁরা লড়াই করছেন চাকরির জন্য। তাই এবার তাঁরাও মরিয়া হকের দাবি ছিনিয়ে নিতে।

নরেন্দ্রপুর:- থানা শুদ্ধিকরণে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: থানায় গিয়ে পুলিশের কাছে সাধারণ মানুষ কোন সুবিচার পাচ্ছে না, তাই থানা গুলিকে শুদ্ধিকরণ করার উদ্যোগ নিয়েছে বিজেপি। সোমবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানার সামনে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির নেতৃত্বে চলে এই শুদ্ধিকরণ কর্মসূচি। ঝাড়ু দিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় নরেন্দ্রপুর থানার।এমনকি গঙ্গাজল পুলিশের গায়ে ছেটানো হয় বলে জানা গিয়েছে।

নিমতা:- ফের প্রতারণার শিকার নিমতার বাসিন্দা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নিমতা: ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এর জন্য টাকা দিলেও ৩ বছরে আজও মিললো না ফ্ল্যাটের দেখা। টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মারার হুমকির অভিযোগ শীর্ষ রায় নামে এক ব্যক্তির । সঠিক বিচারের আশায় নিমতা থানায় দারস্ত ক্রেতা। নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। তাই সাজানো গোছানো দু'কামরার ফ্ল্যাটই শেষ আশা ভরসা। তবে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্টকে ঘিরেই বিপত্তি। ২০২১ সালে এম এস ত্রিদেভ পি কনস্ট্রাকশন নামে এক কোম্পানির মালিক প্রণয় সরকারের সাথে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট হয় শীর্ষ রায় নামে নিমতা সারদাপল্লী এলাকার এক বাসিন্দার। সেই চুক্তি অনুযায়ী এক ব্যাংকের চেক এবং অনলাইন নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তিন লক্ষ ৪৪ হাজার টাকা দিয়েছিলেন কোম্পানির মালিক আলিপুর ফার্স্ট লেন এলাকার বাসিন্দা প্রণয় সরকারকে। পরবর্তীতে যখন উক্ত ফ্ল্যাটের প্রজেক্ট তৈরির কাজ অন্য এক প্রোমোটারের হাতে হস্তান্তর হয়ে যাওয়ার খবর পান তখন সে বিষয়ে অবগত না থেকে কারণ জানতে গেলে হেনস্তা শিকা

আসানসোল:- শুট আউট ঘটনায় চাঞ্চল্য কুলটিতে, তদন্তে পুলিশ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আবারও আসানসোলের কুলটির চিনাকুড়ি সোদপুর ৯/১০ নং এলাকায় দুষ্কৃতিদের গু*লিতে গু*লিবিদ্ধ হয় এক যুবক। গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।গু*লিবিদ্ধ যুবকের নাম নাম কৃষ্ণা নুনিয়া ( ৩৯)। তার বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে  কুলটি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বাড়ির সামনেই।কুলটি থানার চিনাকুড়ি ৯/১০ নং এলাকায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলো নুনিয়া বস্তি বাসিন্দা কৃষ্ণা নুনিয়া (৩৯) নামে ঐ যুবক। তখন তাকে লক্ষ্য দূষ্কৃতিরা পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশ রাত সাড়ে দশটা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তাকে। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবকের শরীরের চার জায়গায় গু*লি লেগেছে। তার মধ্যে একটা গুলি

ময়ূরেশ্বর:- শনিতে শুরু স্বাভাবিকভাবে যান চলাচলল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ময়ূরেশ্বর: বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে‌ কাতার ও কাঁদরের জলের চাপে ডুবে গেছিল ঝিকড্ডার ভাংলালা ব্রিজ, যার ফলে বেশ কয়েকদিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ময়ূরেশ্বর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে মল্লারপুরের দিকে যাওয়াত। তবে শুক্রবার মধ্যরাতে জল কমতেই আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই স্বাভাবিক হলো ওই ব্রিজ দিয়ে যান চলাচল। শনিবার সকাল ১১টা নাগাদ এমনই এক চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। মূলত খুব সহজেই কোটাসুর ও নারায়নঘাটি পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এই ব্রিজ হয়ে মল্লারপুর পৌঁছে যেতেন, তবে বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর ঝিকড্ডার কাছে কাতার ও কাঁদরের জল বেড়ে যাওয়ার কারণে ডুবে গেছিল ঝিকড্ডার ভাঙলালা ব্রিজ। ঠিক একইভাবে ডুবেছিল পার্শ্ববর্তী একাধিক চাষের জমি, যার ফলে সমস্যায় পড়েছিলেন ওই এলাকার মানুষজন সহ পার্শ্ববর্তী গ্রামেরও মানুষজন। তবে শুক্রবার মধ্যরাতে জল কমতেই শনিবার থেকে স্বাভাবিক হল ওই ব্রিজ দিয়ে যান চলাচল‌। মূলত কেষ্টনগর, সোঁজ, পাড়কাটা, মহুরাপুর, বান্ধহা, মিরপুর এই সমস্ত গ্রামের মানুষের এতদিন এক রকম যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলা যেতেই পারে।

বীরভূম:- অনুব্রত মণ্ডলের ফিরে আসা নিয়ে তৃণমূলের মিষ্টি বিতরণ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের বাঘ ফিরে আসছে বীরভূমে বললেন ঢেকা তৃণমূল অঞ্চল সভাপতি, আর সেই আনন্দে মিষ্টি মুখ করানো হলো লোকপাড়া মহাবিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। মূলত গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল, আর তাকে ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে বলে খবর। সেই খবর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের কাছে পৌঁছাতেই খুশির মেজাজ ফিরেছে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে। শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত লোকপাড়া মহাবিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ পথ চলতি মানুষদের মিষ্টিমুখের আয়োজন করলেন লোকপাড়া মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সহ ঢেকা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। মূলত অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার খবর পেতেই তৃণমূল মহলে একরকম আনন্দের ঝড় উঠেছে বলা যেতেই পারে, আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ লোকপাড়া মহাবিদ্যালয়ে সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাসে মেতে উঠলো তৃণমূল কর্মীর সমর্থকরা সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এ বিষয়ে কি বলছেন তৃণমূল অঞ্চল

ভাঙ্গর:- উৎসবের মরশুমে রক্তদান শিবির অনুষ্ঠান

Image
 খবর দিনভোর, সজল দাশগুপ্ত, ভাঙ্গর: উৎসবের সময় রক্তদান শিবির অনেকটাই কম হয়।সেকথা চিন্তাকরে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঠিক আগে রক্তদান শিবির করল ভাঙ্গড় নবোদয় সমিতি। নবোদয় শিশু একাডেমির প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  এদিন ভাঙ্গড় নবোদয় সমিতির ১৭ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গরম কে উপেক্ষা করে মানুষ রক্তদান করেন এই রক্তদান শিবিরে। রক্তদান শিবিরে রক্তদাতাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ভাঙ্গড় নবোদয় সমিতির সম্পাদক সাহানুর ইসলাম। এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খানকায়ে মোজাদ্দেদীয়া ও মাদ্রাসায় মাসুমিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক আলী জহুর, মানবতার সম্পাদক সমাজসেবী জুলফিকার আলী পিয়াদা, ভোগালী টু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেন, সমাজসেবী ও কবি পৃথিবী রাজা, শাকিলা খাতুন, বাদশা থান্দার, ডিসান, ডাক্তার আহমদুল্লা( সাদ্দাম) প্রমুখ।

রায়না:- মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখে ফের কেন্দ্রকে কটাক্ষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, রায়না; চিরকালই বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ,মানুষ যখন উৎসবে সামিল হবে তখন এভাবে জলে ডুবিয়ে দেওয়া এটা চক্রান্ত ছাড়া আর কিছু না, রায়না দুই ব্লকের পরিদর্শনে এ যেসে কেন্দ্রকে কটাক্ষ মন্ত্রী অরূপ বিশ্বাসের।  DVC-র ছাড়া জলে প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি , শম্পা ধারা ও অলোক মাঝি সহ প্রশাসনের আধিকারীকরা। কয়েকদিন ধরে প্রবল বর্ষণ দামোদর নদ ও মুণ্ডেশ্বরী নদীতে জলস্ফীতি বাড়ে।তার উপর প্রচুর পরিমানে ডিভিসি ছাড়ায় জলমগ্ন হয়ে পরে রায়না ২ ব্লকের বড় বৈনান অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুবলদহ এলাকার সুবলদহ রাসবিহারী বসু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার এই শিবির পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্যাম্পে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, চিরকালই বাংলাকে বঞ্চনা করা কেন

উত্তর ২৪ পরগনা:- আহত ছাত্রীর বাড়িতে বিধায়ক মদন মিত্র।

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গ। প্রতিবাদের আগুনে ফুটছে চিকিৎসক থেকে শুরু করে আমজনতা। কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে আক্রমণের শিকার হতে হয় কয়েকজন যুবকের হাতে। মায়ের সামনে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেও প্রাণোচ্ছল ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী ছাত্রী শতরূপা সাহা।  গত ৪ঠা সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা এবং ভাইয়ের সাথে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে আচমখায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে এসে আঘাত করে শতরূপা সহ তার মাকে। কেবলমাত্র কলেজ পড়ুয়া নয়। মা এবং ছোট ভাইটিকেও প্রাণে মারার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের আটক করে খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। তবে বাকি যে আরো অনেকে ছিল সেদিন ঘটনাস্থলে। তারা এখনো অধরা। এলাকায় ঘোরাফেরা করছে। তাই নিরাপত

হুগলি:- গ্রামীন পুলিশের পক্ষ থেকে বন্টন হল ত্রাণ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হুগলি: বন্যায় ত্রান বন্টন হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন এলাকায় পরিদর্শন পুলিশ কর্তাব্যক্তিদের, খানাকুল থানার রামচন্দ্রপুর, কুশলী , রাজহাটির এলাকার নিচের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় ত্রান নিয়ে পৌছালো হুগলী গ্রামীণ পুলিশ, সরেজমিনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন, আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তী, আরামবাগ আই সি, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, এছাড়াও ছিলেন খানাকুল থানার বিভিন্ন অফিসার রা । বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়াল, এর আগের এস পি স্যার কে তারা এই অসময়ে আগের বন্যায় কাছে পাইনি, বন্যায় আটকে থাকা মানুষজন প্রশংসা করেছে হুগলি গ্রামীন পুলিশের । পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রান দেওয়া হবে, হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করবে সেই ক্যাম্পে মানুষজন খাবার তৈরি হবে। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন এও জানিয়েছেন মানুষের পাশে সর্বদাই পুলিশ থাকবে । পুলিশ এই মানবিক দিক নিয়ে প্রশংসিত খানাকুলের বানভাসি মানুষের পক্ষ থেকে ।

কলকাতা:- অবশেষে ধর্না তুললেন জুনিয়ার ডাক্তাররা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তারেরা। ধরনা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানা প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয়। এদিনই সেখানে পৌঁছাতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরইমধ্যে শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআইয়ের উপরেও।  জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকেই। একইসঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফেও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক। পথে নেমেছেন অনেক শিল্পী।

বাঁকুড়াঃ- ভাঙছে নদীর পাড়, দুশ্চিন্তায় গ্রামবাসীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ 'নদীর ধারে বাস, চিন্তা বারো মাস", তবে শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্ত্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পাড় ভাঙ্গছে দামোদরের, নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ।     স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কেনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি রাতে ঘুমোতে পারিনা। নদীর ধারেই চাষের জমি, এই জমিই নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোন উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা দাবি করেন।     ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম, চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে। ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী। এবিষয়ে প্রস্তাব তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।

হাওড়া:- সিলিং ভেঙে মৃ*ত্যু ৪ শ্রমিকের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় ৪ শ্রমিকের মৃ*ত্যু।সকালে এই গোডাউনের সিলিং ভেঙে মৃ*ত্যু হল চারজনের। কোনরকমে প্রাণে বাঁচলেন আরো চারজন। হাওড়া মালিপাঁচঘরা থানার ৫২ জে এম মুখার্জি রোড। কাঠ এবং লোহার কড়ি বর্গার সিলিং ভেঙ্গে বিপত্তি। মৃ*ত্যু চার শ্রমিকের। মোট ৯ জন এই গোডাউনে ঘুমোচ্ছিলেন। সাতসকালে প্রাতঃ কৃত্যের জন্য একজন বেরিয়ে যান। বাকি আটজনের মধ্যে যখন সিলিং ভেঙে পড়তে থাকে চারজন বেরিয়ে যেতে সক্ষম হন। বাকি চারজন চাপা পড়ে যান সিলিং এর তলায়।

মৌসুনি দ্বীপে কটেজে ভয়াবহ আগুন

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি: মৌসুনি দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। আজ ভোরে একটি কটেজে হটাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে । স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তে মধ্যে গোটা কটেজ টি আগুনে ভস্মীভূত হয়ে যায় । স্বাভাবিক ভাবেই এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মালদা:- ২০ হাজার টাকার জাল নোটসহ আটক করল পুলিশ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: ২০ হাজার টাকার জালনোট ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানার পুলিশ। বুধবার গভীররাতে চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর খানপুর ঘাট থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের নাম আনারুল হক,বাড়ি চাঁচলের জানিপুর এলাকায়।জালনোট পাচারের সাথে কতদিন ধরে যুক্ত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।কয়েকমাস আগে গাজোলে ডাকাতির ঘটনায় এই যুবক দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র সাপ্লাই দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাঁকুড়া:- ভয়াবহ বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া : সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি , রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারল না , এই মুহূর্তে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ , চরম আতঙ্কে সাধারণ মানুষরা । সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর , সমিতিমানা , পান্ডে পাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন । একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গেছে । পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারল না । সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে । চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের । প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোন সমস্যা না হয় সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন ।

বোলপুর:- শান্তিনিকেতনে বুলডোজার অভিযান

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকে ব্যবসাদার আছেন ও স্থায়ী ভাবে বাসস্থান করছেন তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ

আলিপুরদুয়ার :- ৩০ টি কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: কচ্ছপ পাচার রুখে দিয়ে সাফল্য পেল রেল পুলিশ। ট্রেনে করে পাচারের সময় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। আম্বেদকর এক্সপ্রেস থেকে অন্তত ৩০ টি বস্তাবন্দী কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পর , যখন শনিবার গুয়াহাটি গামী আম্বেদকর এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন স্টেশন পৌঁছায় , সেই সময় অসংরক্ষিত কামরায় তল্লাশি চালানো হয় রেল পুলিশ এর তরফ থেকে। তল্লাশি অভিযান চালানোর সময় কচ্ছপ গুলিকে উদ্ধার করে তারা। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি। বনকর্তারা এই বিষয়ে জানান, উদ্ধার করা কচ্ছপ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে রেল।

কাকদ্বীপ:- দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে ৪৯ জন মৎস্যজীবী নিখোঁজ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে। কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলার গুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন ওই ট্রলার গুলির খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। এবং ৪৯জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনও পর্যন্ত, আতঙ্কে তার পরিবার। এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, এফ.বি. বাবা নীলকন্ঠ নামক একটি ট্রলারে প্রায় ১৬ জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় সমুদ্রে নঙড় করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় ৩০ জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই ট্রলার গুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পশ্চিম বর্ধমান: ATM এ আগুনে চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে দমকল বাহিনী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্ডাল থানা অন্তর্গত উখড়া বাজার সংলগ্ন একটি বেসরকারি এটিএম এ শর্ট সার্কিট এর ফলে বশীভূত হয়ে জয় এটিএমটি। ঘটনাটি ঘটে আজ দুপুর দুটো নাগাদ। স্থানীয়রা ঘটনা দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে অন্ডাল দমকল বাহিনী থেকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও উখড়া ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।এই ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়।

যুবনী:- ২দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়লো ঘর

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,যুবনী: দু'দিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে যবুনি গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর। আর যার যেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায়। ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আচমকায় যবুনি গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে। তবে ঘর ভেঙ্গে যাওয়ার কারণে কোথায় বসবাস করবেন ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিত ওই ঘরের মানুষজন।

ময়ূরেশ্বর:- পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৮০০ লিটার চুলাই ম*দ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ময়ূরেশ্বর: গোপন সূত্রে খবর পেয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার বিভিন্ন গ্রামে অভিযান চালাই আবগারি পুলিশ । আর আজ সকাল আটটা থেকে অভিযান চালিয়ে মল্লারপুর থানার অন্তর্গত লোহাজং, কাঁকসা, মহুরাপুর ও ময়ূরেশ্বর থানার কুমারপুর গ্রামে থেকে প্রায় ৮০০ লিটার চুলায় ম*দ তৈরি করার কাঁচামাল সহ প্রায় ২৫ লিটার চুলায় ম*দ উদ্ধার করল আফগারি পুলিশ। এদিন বিভিন্ন জলাশয় ও বাড়ির মধ্যে থেকে চুলায় ম*দ তৈরি করার কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করে আফগানি পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায় আবগারি পুলিশ সূত্রে। তবে সে সমস্ত ম*দ তৈরি করার কাঁচামাল উদ্ধার করার পর সেগুলিকে নষ্ট করে দিল আবগারি পুলিশ।

বীরভূম:- ৩ বছরের মধ্যে ভেঙে গেল বাড়ির একাংশ, রক্ষা পেল সদ্যোজাত শিশু

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বোলপুর পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি পৌরসভার তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙ্গে পড়ল হুড়মুড়িয়ে। অল্পের জন্য রক্ষা পেল সদ্যোজাত শিশু ও তার মা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল  বিছানার উপরে কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে। কথায় আছে? রাখে হরি মারে কে। পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন না হলে কি অবস্থা হতো কে জানে। এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার বাড়ি পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র তিন বছর হয়েছে তার মধ্যে বাড়ির ভিতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়ল। এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যাই।  তাহলে নিম্নমানের দ্রব্যাদি তৈরি বাড়ির ছাদ । যেকোনো মুহূর্তে আরো বড়সড় বিপদ ঘটতে পারে।

পাঁচগ্রাম:- ভারি বৃষ্টির কারনে সমস্যায় পরীক্ষার্থীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পাঁচগ্রাম: মুষলধারে বৃষ্টি পরছে রবিবারে পাঁচগ্রামে।এই বৃষ্টির কারনে রবিবার সকালের দিকে অনেকে সমস্যায় পরে বলে জানা যায়।  পাঁচগ্রাম হাই স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয় এতে পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে গিয়ে অনেকে সমস্যা পরে বলে জানা যায়। বৃষ্টির কারনে এই পরীক্ষার সময় সুচিও পরিবর্তন করা হয়, পরীক্ষা শুরু হবার কথা ছিল সকাল আটটা থেকে কিন্তু সেই পরীক্ষা শুরু হয় সকাল ৯ টা থেকে বলে জানায় পরীক্ষার্থীর অভিভাবকেরা।

রানীগঞ্জ:- বাড়ির একাংশ ধসে চাপা পড়ে মৃ*ত দুই ব্যক্তি

Image
 খবর দিনভোর , নিজস্ব প্রতিনিধি,রানীগঞ্জ: রাস্তা সম্প্রসারণ এর কাজের সময় হঠাৎ করেই বাড়ি ভাঙ্গা অংশে লোহার রড নিতে যাওয়ার সময় বাড়ির একাংশ ধসে পড়ে ,তবে আশঙ্কা করা হচ্ছে যে তার নিচে বেশ কয়েকজন চাপা পড়েছে।ঘটনাটি শনিবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকার কাছেই ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা ঘটে । জানাজায় রাস্তা সম্প্রসারণ এর কাজে যেসকল বাড়ি ভাঙ্গা হচ্ছে সেইসকল বাড়ি গুলিতে কিছু ব্যক্তি লোহা কুড়ানোর সময় একটি অংশর দেওয়াল চাপা পড়ে, তাতে বেশ কয়েকজন ব্যক্তির চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ মুহূর্তে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে। স্থানীয়দের দাবি বেশ কয়েকজন সেখানে লোহা কুড়ানোর সময় সেখানে চাপা পড়ে থাকতে পারে। সমস্ত বিষয়টি নজর রাখছে পুলিশ প্রশাসন। আনা হচ্ছে সেখানে দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী। এ মুহূর্তে মাটি কাটার জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙ্গাচোরা অংশ। ৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানের

বারুইপুর :- পাচারের আগেই উদ্ধার প্রায় ১২০ কেজি গাঁ*জা, গ্রেপ্তার ২

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুর আমতলা রোডে টংতলায় নাকা চেকি এর সময় সন্দেহজনকভাবে একটি অশোক লেল্যান্ড কোম্পানির DOS7 মডেলের গুড ভিকেল গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুকনো মা*দক দ্রব্যের ১১৭ টি প্যাকেট উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। যার ওজন আনুমানিক একশো কুড়ি কিলো, আনুমানিক দাম প্রায় ১২ লক্ষ টাকা। ঘটনায় তিনজন জড়িত থাকলেও দুজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার দুই ব্যক্তির একজন মগরাহাট থানার রায়নগর এলাকার বাসিন্দা রাজ্জাক ঢালি, অপরজন বাংলার মোড় পদ্মের হাটের আরিফ হোসেন মন্ডল। বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের সাফল্যে খুশি সকলে।  বারইপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলে বিভিন্ন সময়। তেমনি বারুইপুর থানার অন্তর্গতলা টংতলা এলাকায় আজ সকাল থেকে নাকা চেকিং চালাচ্ছিল বারুইপুর থানার পুলিশ। নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক গাড়ি গুলিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ছোট হাতি গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কথার অসঙ্গতি দেখা দিলে, গাড়িটির প্রতি স

দক্ষিণ ২৪ পরগনা:- চার্জ দিতে গিয়ে মৃ*ত্যু হল এক টোটো চালকের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: ইলেকট্রিকের টোটো তে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃ*ত্যু হল এক যুবকের । মৃ*ত যুবকের নাম জগাই হালদার (৩২) ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণ বেড়িয়া গ্রামে। প্রতিদিনের ন্যায় আজও টোটো নিয়ে বার হওয়ার আগেই আজ সকালে টোটোর চার্জ করতে যায়, আর সেখানেই বিদ্যুৎ পৃষ্ট হয় ওই যুবক। বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করে কুলপি থানার পুলিশ মৃ*তদেহ উদ্ধার করে ময়*নাতদন্তের জন্য ডায়মন্ড হারবারে পাঠাচ্ছে। কিভাবে এই দু*র্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ-  জুনিয়র ডাক্তারদের এক টানা দীর্ঘ কর্মবিরতিতে ২৯ জনের মৃ*ত্যু', প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের  টানা ৩৫ দিনের  কর্মবিরতির কারণে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে , এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তার অনুরোধের পড়েও বরফ গলেনি  এমনকি বিষয়টি নিয়ে ইতি,মধ্যেই সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।  এবার ওই মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা রাজ্যের। সুপ্রিম কোর্ট এর নির্দেশ এর পরেও জুনিয়র ডাক্তার রা তাদের পাঁচ  দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন বর্তমানে  স্বাস্থ্য ভবনের সামনে ।  দুইবার নবান্ন-তে বৈঠক এর কথা থাকলেও সেই বৈঠক হয়নি । আজ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার  X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, 'জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে ২৯ জনে

শিলিগুড়ি:- মৃ*তদেহ নিয়ে পথ অবরোধ করে বাসিন্দারা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মা*রধর , এমনকি পোশাক খুলে নেওয়া হয়। অপমানে আ*ত্মঘা*তী এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ইস্টার্ন বাইপাস আশিঘর সংলগ্ন এলাকায়। এরপর প্রতিবাদ জানাতে মৃ*তদেহ নিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। পেশায় তিনি ছিলেন একজন গাড়ি চালক। প্রসঙ্গত গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় কিছু ব্যক্তি তাকে মা*রধর করে বলে এমনটাই অভিযোগ উঠেছে। পোশাক খুলে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। ঘটনার পরবর্তী পুলিশ এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা করানোর পর তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে আ*ত্মঘা*তী ঐ ব্যক্তি। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এরপর তাকে উদ্ধার করবার পর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত তাকে মৃ*ত বলে ঘোষণা করে।।

বাঁকুড়া :- বাস দূর্ঘটনায় আহত কমপক্ষে ৩০

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া জেলার সোনামুখী থানার চুড়ামনিপুর জঙ্গল সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দু*র্ঘটনায় আহত কমপক্ষে ৩০, আহতদের নিয়ে আসা হয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতালে। দুজনার অবস্থা অবনতি হওয়ায় তাদের রেফার করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্র জানতে পারা যায় আজ একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে আসছিল। দ্রুত গতিতে আসা বাসটি চুড়ামনিপুর সংলগ্ন এলাকায় এসে সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এর পরেই দ্রুতগতিসম্পন্ন বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা জঙ্গলে একটি গাছে সজরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বাসে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রী।

জয়নগর:- ইডির নজরে ফের রেশন দুর্নীতি মামলা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,জয়নগর: পুজোর আগে আবারও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শুক্রবার সকালে রাজ্যের বেশ কিছু জায়গায় রেশন দুর্নীতি মামলা তদন্তে নামলো ইডির আধিকারিকেরা। শুক্রবার সকাল থেকে বেশ কিছু জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। শুক্রবার সকালে জয়নগরের  বহুড়ু বাজার এলাকায় সুস্মিতা ঘোষ সেন নামে এক রেশন ডিলারের গোডাউনে হানা দেয় ইডির আধিকারিকেরা। এক ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকেরা।

সামশেরগঞ্জ:- গঙ্গার বক্ষে তলিয়ে গেল মহিলা!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: ফের সামসেরগঞ্জে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা। এবার গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ। বাড়িতে এক সন্তান রেখে সামসেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গঙ্গা ঘাটে স্মান করতে নেমেই ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া ওই গৃহবধুর নাম মরিয়ম খাতুন (20)। তার বাড়ি সামসেরগঞ্জের দেবীদাসপুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া ঘটনার খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।

৩০ ফুটের গনেশ প্রতিমা শিলিগুড়িতে

Image
খবর দিনভোর,সজল দাশগুপ্ত,শিলিগুড়িঃ-  শিলিগুড়ি গণেশ পুজো জমজমাট, বেশ কয়েকটি বড় বড় পূজো হচ্ছে শহরে। গণেশ পূজোর আবহে আনন্দে মেতে উঠেছে গোটা শহরবাসী। গণেশ চতুর্থী থেকেই বিভিন্ন প্যান্ডেলে ছিল দর্শনার্থীদের ঢল। আজও দর্শনার্থীদের ঢল রক্ষা করা যাচ্ছে। শিলিগুড়ি প্রধাননগরে ত্রিশ ফুটের গনেশ প্রতিমার নজর কেড়েছে। প্রসঙ্গত উদ্যোক্তারা জানিয়েছেন জানিয়েছেন প্রচুর দর্শনার্থী গণেশ প্রতিমা দর্শন করতে ভিড় জমাচ্ছেন। উদ্যোক্তারা জানিয়েছেন এত বড় পূজোর চাপ আছে, তবে গণেশ পূজো বলে কথা,  সমস্ত চাপ উপেক্ষা করে আনন্দের সাথে পুজোর কাজকর্ম করছেন তারা। শিলিগুড়ির প্রধাননগরের এই গণেশ পূজা এখন শহরের গণেশ পুজো গুলির মধ্যে অন্যতম সেরা আকর্ষণ। বেশ কিছু কর্মসূচি রয়েছে পুজোকে ঘিরে, রক্তদান শিবির থেকে আরম্ভ করে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এছাড়াও রয়েছে প্রসাদ বিতরণ সহ আরো একাধিক কর্মসূচি। দুর দূর থেকে দর্শনার্থীরা এই ত্রিশ ফুটের গনেশ প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন।

বিজেপির 'চাক্কা জ্যাম' কর্মসূচি সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের কোটাসুর বাজারে

Image
  খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূম  -  আর.জি.কর হাসপাতালে নির্যাতিতার বিচার এবং রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের বিচারের দাবিতে আজ অর্থাৎ শুক্রবার সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের কোটাসুর বাজারে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপির কার্যকর্তারা। মূলত আরজিকর হাসপাতালে নির্মম হত্যার প্রতিবাদে ও ওই ঘটনাই আসল অপরাধীদের বিচারের দাবিতে কোটাসুর বাজারে আজ সকাল ১১ টা থেকে প্রায় আধঘন্টা মত রাস্তায় নেমে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপি কার্যকর্তারা। ঠিক একইভাবে, আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় আধঘণ্টা মতো মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বিজেপি কার্যকরতা। মূলত আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ওই ঘটনার দোষীদের সাজার দাবিতে আজ অর্থাৎ শুক্রবার বেলা ১২ টা থেকে প্রায় আধঘন্টা মতো চোদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর বাহিনা মোরে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করলো ওই এলাকার বিজেপি নেতৃত্বরা।

সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ানদের বাস

Image
 সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ানদের বাস খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা,সিকিমঃ - সিকিমের ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ানদের বাস। প্রসঙ্গত জানা গেছে, সিকিমের পেকিয়াং জেলায় খাদে পড়ে যায় বাস। এই দুর্ঘটনায় মৃত্যু ৪ জয়ানের। দুর্ঘটনা মৃত সেনা জওয়ানরা পশ্চিমবঙ্গের বিন্নাগুরি ইউনিটের সদস্য ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য জানা গেছে বাসটি জুলুকে যাচ্ছিল।  বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে, সে কারণে রাস্তাটি পিচ্ছিল ছিল। সেই রাস্তা ধরেই বাসটি এগোচ্ছিল। দলাপ চাঁদ ফটকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর অনেকটাই নিচে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীর দল। উদ্ধারকারী দল মৃত চার সেনা জওয়ানের দেহ উদ্ধার করে।  সেনা সূত্র মারফত জানা গেছে, মৃত জওয়ানরা হলেন প্রদীপ প্যাটেল বাস চালক মধ্যপ্রদেশের বাসিন্দা, মনিপুরের বাসিন্দা ক্রাফটম্যান ডব্লিউ পিটার, হরিয়ানার নাইক গুরু সেব সিং, তামিলনাড়ুর সুবেদারকে থাঙ্গা পান্ডি ।

শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

Image
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূমঃ-  আজ ৫ ই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহাসমারোহে  স্কুল, কলেজে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৬২ সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে।  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ সালে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের  প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডঃ  সর্বপল্লী রাধাকৃষ্ণনের  জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার  দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভাকক্ষে পালিত হল শিক্ষক দিবস।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে, উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে,  বিশিষ্ট আ

শিলিগুড়ির পুরনিগমের উদ্যোগে সূচনা হল ফুটবল একাডেমির

Image
খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ - শিলিগুড়িতে সূচনা হলো ফুটবল একাডেমির।  প্রসঙ্গত শিলিগুড়ি শহরের আশেপাশার এলাকার প্রতিশ্রুতিবান ফুটবলারদের সঠিক পথ দেখাতে চালু করা হলো ফুটবল একাডেমি। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে চালু হলো এই ফুটবল একাডেমি। প্রসঙ্গত শহর ও শহরের আশেপাশের এলাকার বয়স ভিত্তিক দুটি গ্রুপের মোট ৫০ জন বাছাই করা ফুটবলারদের নিয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার মধ্যে উক্ত অ্যাকাডেমী গঠন করা হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।  এছাড়া আরো উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দুলাল দত্ত, শিলিগুড়ি মহাকুমা পরিষদের সচিব কুন্তল গোস্বামী, এছাড়া আরো অনেকেই।

বীরভুম মেটেলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন।

Image
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভুমঃ-  শিক্ষক দিবস হল একটি বিশেষ উপলক্ষ যা ছাত্রদের ভবিষ্যত গঠনে এবং শেষ পর্যন্ত জাতির জন্য শিক্ষকদের উৎসর্গ ও অবদানকে সম্মান ও প্রশংসা করার জন্য ভারত জুড়ে উদযাপিত হয়। প্রতি বছর 5 সেপ্টেম্বর পালন করা হয়, এই দিনটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তারিখ শুধু এলোমেলোভাবে নির্বাচিত হয় না; এটি ভারতের অন্যতম সম্মানিত পণ্ডিত এবং প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকী চিহ্নিত করে। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান শিক্ষার শক্তি এবং একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম, এবং তার ছাত্ররা তাকে খুব প্রশংসা করত।তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন, তখন তাঁর কিছু প্রাক্তন ছাত্র এবং বন্ধু তাঁর জন্মদিন উদযাপন করতে তাঁর কাছে আসেন। জবাবে, ড. রাধাকৃষ্ণান পরামর্শ দিয়েছিলেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে, সারা দেশে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তাই প্রতিটি জায়গায় দেখা যায় স্কুল কলেজ শিক্ষা কেন্দ্রে ঠিক ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে সেই রকমই