Posts

Showing posts from January, 2024

*রাহুল গান্ধীর গাড়িতে ড়িতে ঢিল ছোরাকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:ভারতজরো ন্যায়যাত্রায় বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুললো কংগ্রেস নেতৃত্ব। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাহুল গান্ধীর যাত্রার সময় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় । ঘটনাস্থলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের অসহযোগিতা এবং রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ করেছেন । যদিও এব্যাপারে তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে রাহুল গান্ধীর কাঁচ ভাঙ্গার ঘটনাটি ঘটেছে বিহারে। মালদার হরিশ্চন্দ্রপুরে এরকম কিছু হয় নি । এদিন দুপুরে রতুয়া থানার দেবীপুর এলাকায় একটি খেলার মাঠেই ক্যাম্প করেই সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর বিশ্রামের ব্যবস্থা করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ বিহার থেকে রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায় যাত্রার কর্মসূচি শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার দিল্লিদেওয়ানগঞ্জ এলাকায় রাহুল গান্ধীর গাড়ি পৌঁছাতেই সেখানেই ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুলে কংগ্রেস। আর এই ঘটনাকে

*আর কিছুক্ষণের পর বাজেট পেশ*

Image
 খবর দিনভোর,নিউজ ডেস্ক: আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে অন্তবর্তী বাজেট পেশ। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পৌঁছে গেছেন অর্থমন্ত্রকে। তার বাজেট পেশে কি কি বিষয় থাকবে তা জানা যাবে আর কয়েক ঘন্টার পরই যার জন্য তাকিয়ে আছে গোটা বিশ্ব। লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট পেশ।

*গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সম্ভাব্য মুখ্যমন্ত্রী চম্পই সোরেন*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জে এম এম নেতা হেমন্ত সোরেন। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদে ইস্তেফা দেওয়ার পরেই হেফাজতে নিয়ে নিল হেমন্ত সোরেনকে। তার অনুপস্থিতে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার নাম উঠে আসছে চম্পই সোরেনের।

*সর্তকতা বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক:রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিঙে হতে পারে হালকা তুষারপাত।জানুয়ারি মাসের শুরুর থেকেই শীতের দাপট শুরু হয়েছে বঙ্গ জুড়ে। সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রা পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উভয়বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল ও শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, নদীয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা । পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একই সাথে দার্জিলিঙে রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা পাশাপাশি কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা।

*শিলিগুড়ি মেয়রের উপস্থিতিতেই উদ্বোধন সুস্বাস্থ্য কেন্দ্রের*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ির ১৩ নং ওর্য়াডে সুসাস্থকেন্দ্র উদ্বোধন হয়ে গেল। এদিন সকালে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এমআইসি মানিক দে,এছাড়া এম এম ই সি কাউন্সিলরগন এবং ওর্য়াড কমিটি ও উক্ত ওয়ার্ডের বাসিন্দারা। ফিতে কেটে এই সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ড গুলির মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্ড গুলির মধ্যে এই ওয়ার্ডটি পড়ে। এই ওয়ার্ড এর উপর দিয়ে জনবহুল রাস্তার সেবক রোডে যাওয়া যায়। ওয়ার্ড এর মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কারণে ওয়ার্ডের বাসিন্দারা যথেষ্ট খুশি। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সুবিধা এখন ওয়ার্ড এর মধ্যেই পেয়ে যাবেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।

*কংগ্রেসের দাবি তাদের ন্যায় যাত্রা সফল হবে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দেবীপুর:ভারতজড়ো ন্যায় যাত্রা কে কেন্দ্র করে রতুয়ার দেবীপুর এলাকায় সাংবাদিক সম্মেলন করল কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সরভারতীয় স্তরের নেতৃত্বে তাদের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ জি, ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারত জুড়ে যে ন্যায় যাত্রা চলছে তা নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এ রাজ্যে ভারতজর নায় যাত্রা কে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে বাধা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কংগ্রেসের সারা ভারতীয় নেতা রাহুল গান্ধীকে। তবে কংগ্রেস যে সংকল্প নিয়ে এই ন্যায় যাত্রা করছে তা সফল হবেই বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

*শিয়ালের দখলে গোটা গ্রাম, ভীত বাসিন্দারা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর:সন্ধ্যে নামলেই শিয়ালের দখলে গোটা গ্রাম,রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি, হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল এমনকি মানুষকে একা পেয়ে তার ওপর হামলা করতে ছাড়েনা শিয়ালরা,তার আক্রমণে আহত এক ব্যাক্তি, শিয়ালের দাপাদাপির আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী কালনার মন্তেশ্বরের মাঝের গ্রাম,খাদরা,সহ কাইগ্রামের বাসিন্দারা,  প্রত্যেকদিন সকাল হতেই কোনোদিন মুরগি উধাও,কোনোদিন বা ছাগল অথবা হাঁস, প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এই গুলো নিয়ে পালিয়ে যাচ্ছে,যতই শীত পড়েছে ততই এই রহস্য প্রকাশ হয়,শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল,রাস্তা ঘাটে মানুষকে একা পেলেই হামলা চালিয়ে দিচ্ছে শিয়ালের দল,শিয়ালের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যাক্তি,সকালে মুখ ধোয়ার সময় পেছন দিকথেকে শিয়াল হামলা চালায়,ওই ব্যাক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল,আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল,শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন,সন্ধে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেন না গ্রামবাসীরা,সম্পূর্ণ সুনসান পথ ঘাট, কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতে প

*দু*র্ঘটনায় মৃ*ত্যু মা ও মেয়ের*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দরবাপুর:লড়ির সঙ্গে মটর বাইকের ধাক্কায় মৃ*ত্যু হলো মটর বাইকে থাকা মা ও মেয়ের । বাড়ি গলসি থানার অন্তরর্গত দরবাপুর এলাকায়।দেহ বুধবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায় ওরগ্ৰাম পেরিয়ে বাপের বাড়ি গিয়েছিলো ওই মহিলা তার স্বামী সাথে মেয়েকে নিয়ে।শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ওরগ্ৰামের হাম্প পেরিয়ে একটি লড়ি বাইকের পেছনে ধাক্কা মারে গতকালকেই।ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ওই মহিলার কন‍্যা সন্তানের।গুরুতর আহত অবস্থায় তার স্বামী এবং স্ত্রী গতকালকেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকেই মৃ*ত্যু হয় মায়ের অথাৎ ওই মহিলার ।মৃ*ত মহিলার নাম মঙ্গলী টুডু ।দেহ আজ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার সূত্রে আরও জানা যায় একটি বাইকে চারজন ছিলো।একজনের অল্প বিস্তর আহত হয়েছে তাকে গতকালকেই প্রাথমিক চিকিৎসা করে ছেরে দেওয়া হয়।আহত অবস্থায় এখনও ভর্তি আছে মৃ*ত গৃহবধূর স্বামী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

*এক ফোনে উধাও হুগলি দম্পতির ৫ লক্ষ টাকা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হুগলি:এক ফোনে উধাও ৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলীর হিন্দমোটরের , প্রফুল্লচাকী রোডের বাসিন্দা তপন সেনগুপ্ত কে । উনার ব্যাঙ্ক এ সঞ্চিত ২ লক্ষ টাকার একটি ফিক্সট ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন । এছাড়াও একটি ৩ লক্ষ টাকার MIS ছিলো ।এর পরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে। তারপর তাকে OTP, ও kYC হোয়াটস্যাপ এ পাঠাতে বলেন। তিনি ফোনে সেই ব্যক্তি কে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তার পরেই ব্যাঙ্ক থেকে নিমেষে উধাও ৫ লক্ষ টাকা। এখন এই দম্পতি বছর ৭৬ শের তপন সেনগুপ্ত ও বছর ৬ ৪ গৌরী সেনগুপ্ত আত্মহত্যা করবেন বলে দাবী করছেন। দম্পতির জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও তাদের কে দেখেন না তার ওপরে এইভাবে ব্যাঙ্ক থেকে টাকা উধাও । তারা জানায় আ*ত্মহত্যা করা ছাড়া তাদের কোন উপায় নেই । তপন সেনগুপ্ত বোকারো স্টিলে সুপারভাইজার ছিলেন ১৫ বছর আগে রিটায়ার্ড ছেলে থেকেও নেই।

*বন্ধের মুখে কারখানা, অনিশ্চিত ৩০০ জন শ্রমিকের রোজগার*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান:পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে আরও এক কারখানা বন্ধের প্রহর গুনতে শুরু করল । ইতিমধ্যেই বহু কলকারখানা বন্ধের পর এবার শিল্পাঞ্চলের ঐতিহ্য বহন করে আসা রানীগঞ্জ বেঙ্গল পেপার মিলে, সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝলানোয়, অনিশ্চিত হয়ে পড়ল ৩০০ জন শ্রমিকের রুজি রোজগার। এর পূর্বে ১৬ ও ২৪ শে জানুয়ারি দু - দফায় শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করার নোটিশ দেওয়া হয়েছিল, পেপার মিল কর্তৃপক্ষ তরফে, তবে তা কার্যকর হয়নি। এর জেরে শ্রমিকেরা বারংবার কারখানার গেটে বিক্ষোভ দেখায়। পরে চিঠি করা হয় জেলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে । কিন্তু তারপরও কোন সমস্যার সমাধান হয়নি। এবার উল্টে কোনো বকেয়া না দিয়ে, ঝোলানো হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, যা নিয়ে খুবই পুষছে ক্ষোভে ফুঁসছে শ্রমিকেরা। শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণের অজুহাতে, বন্ধ করছে কারখানা, অথচ কাগজ শিল্পের বাজারে চাহিদা রয়েছে। তারপরও কখনো কারখানার কাঁচামাল মিলছে না, কখনো অন্য কোন অজুহাত দেখাচ্ছে তারা। যা কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব বলেই দাবি তাদের। এই বিষয়ের প্রেক্ষিতেই প্রতিবাদের

*পরীক্ষা কেন্দ্রে থাকছে হিটারের ব্যবস্থা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং:দার্জিলিং এ শীতের দাপট কমেনি, এর মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে হিটার বসানো হবে, এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তবে দার্জিলিংয়ে ঠান্ডার দাপট এখনো কমেনি। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেই জন্য পরীক্ষা কেন্দ্র গুলিতে হিটার বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত এবারে মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই শুরু হচ্ছে। সময় এগিয়ে আনা হয়েছে, দার্জিলিঙে পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের উপরে। পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই জন্য হিটার বসানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু দার্জিলিং নয় কালিম্পং এর পরীক্ষা কেন্দ্র গুলিতেও হিটার বসানো হবে বলে জানা গেছে।

*মালদায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদায় এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মালদার পুলিশ লাইন ময়দানে তার হেলিকপ্টার নামে সেখান থেকে মালদার ডিএসএ ময়দান পর্যন্ত পদযাত্রা করেন তিনি। শহরের অভিরামপুর এলাকায় কালীমন্দিরে পুজো দেবার কথা তার। ডিএসএ ময়দানে তার প্রশাসনিক সভা রয়েছে। একই দিনে বিহার থেকে মালদা জেলায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মালদার হরিশ্চন্দ্রপুর রতুয়া হয়ে ইংরেজ বাজারে আসবেন তিনি সেখান থেকে সোজা চলে যাবেন মালদা সুজাপুরে।একই দিনে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার মালদায় আগমন হাই ভোল্টেজ মালদা।

*রাহুল গান্ধীর পথসভা না হওয়ায় ক্ষোভ কংগ্রেস কর্মীদের*

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা:৩১জানুয়ারি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় ন্যায় যাত্রা আজ বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল। কিন্তু বাস থেকে নামলেন না রাহুল। রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বাসের মাথার উপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তা জনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। ঠিক ছিল মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করবেন। কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা। আর এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। কার্যতো নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। বাসে ওঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড় ন্যায় যাত্রা।

*আগামী বৃহস্পতিবার বাজেট পেশ, নজর দেশবাসীর*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: ১ ফেব্রুয়ারি ২০২৪ অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছে বাজেট তাতেই নজর সমগ্র দেশবাসীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বাজেটে কি পেশ হতে চলেছে এবং সাধারণ মধ্যবিত্তদের জন্য কি ঘোষণা হতে চলেছে আগামী বৃহস্পতিবার তা জানা যাবে। লোকসভা ভোটের আগেই অন্তর্বর্তীকালীন এই বাজেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে বিশেষজ্ঞরা।

*মুখ্যমন্ত্রী উপস্থিত সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর:উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল কোচবিহার ও ফুলবাড়ীতে ছিল সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ উদ্বোধনী ও শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

*মিছিল করার প্রতিবাদে পুলিশ আটক করলো ১৪ জনকে, তাতেই বিক্ষোভ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বইমেলা প্রাঙ্গনে মিছিল করার জন্য ১৪ জনকে পুলিশের আটক করার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। সেই নিয়ে রবিবার রাতভর বিধাননগর উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে এপিডিআর, যাদবপুর কমিউন-সহ একাধিক মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। ঘটনার সূত্রপাত রবিবার লিফলেট বিলি করায়, বইমেলা চত্বর থেকে কয়েকজনকে আটক করা হয়। এর প্রতিবাদে রবিবারই বইমেলায় মিছিল করে গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যান মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। কিন্তু গোড়াতেই পুলিশ ওই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। তাতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। অভিযোগ ছিল, ১৪ জনকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। বাকিদের ছেড়ে দিলেও, ২ জনকে গ্রেফতার করা হয়।

*ট্রাক ও টোটোর সংঘর্ষে জখম ৫*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কামালপুর:ধান বোঝাই ট্রাকের এর সাথে টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন ৫।যাদের মধ্যে তিনজন বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় তাকে কালনা থেকে বর্ধমান স্থানান্তরিত করা হয়। ঘটনাটি নাদনঘাট থানার অন্তর্গত কামালপুর এলাকায় গতকাল রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটে। বর্তমানে শাহিন শেখ,শফিকুল মন্ডল ও শেফালী বিবি কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। গুরুতর জখম অবস্থায় গতকাল রাতে ফরশেদ শেখকে বর্ধমান স্থানান্তরিত করে দেয়া হয়। অপর আহত ভোলা বাগকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

*১২ কন্যার শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত খরাজ মুখার্জি*

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:কলকাতা ৭নং ওয়ার্ডের পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে ১২ কন্যার শুভ বিবাহ।২৯শে জানুয়ারি বাগবাজার মোড়ে পশ্চিম বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে, যারা আর্থিক ভাবে পিছিয়ে এমন ১২ জন কন্যার বিয়ে দিলেন ধুমধাম ভাবে। খাওয়া-দাওয়ার আয়োজন ছিল এবং প্রত্যেক নব দম্পতিকে উপহার সামগ্রি প্রদান করেছেন।প্রত্যেক নব-দম্পতির থ্যালাসেমিয়া টেস্ট করে তবেই বিয়ের আয়োজন করেছেন।   পৌরপিতা বাপি ঘোষ দীর্ঘ ১৬ বছর যাবত এরকম মহৎ কাজ করে চলেছেন।এছাড়া ও এদিন থ্যালাসেমিয়া শিশুদের হাতে ওষুধ তুলে দিয়েছেন বিভিন্ন সময়ে তাদের রক্তের ব্যবস্থাও করে দেন তিনি। পৌরপিতা বাপি ঘোষ এমন মহৎ কাজের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন । উপস্থিত ছিলেন সাংসদ ডঃ শান্তুনু সেন,বিধায়ক দেবাশীষ কুমার,মন্ত্রী সুজিত বোস,অভিনেতা খরাজ মুখার্জি, গায়ক কেশব,বিভিন্ন পৌর প্রতিনিধিরা, ডি আশিস, সিটি কেবলের কর্ণধার তিনকরি দত্ত,বিভিন্ন ডাক্তার সহ এলাকাবাসীরা উপস্থিত থেকে এই বিয়ে সম্পূর্ণ হয়েছে।

*ইডি বাজেয়াপ্ত করল হেমন্ত সোরেনের বিদেশী গাড়ি!*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ঝাড়খন্ড:তল্লাশি অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের বিলাসবহুল বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। সোমবার সকাল থেকে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে শুরু হওয়া অভিযানে ওই বিএমডব্লিউ গাড়ি এবং কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রের খবর।ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।যদিও ইডির তল্লাশি অভিযান শুরুর সময়ে হেমন্ত সোরেন তাঁর দিল্লির বাড়িতেই ছিলেন। পরে নিরাপত্তরক্ষীদের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। সন্ধ্যায় বিমানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ফিরে আসেন তিনি। এরপরেই জেএমএমের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়, ইডির তল্লাশিতে কিছুই মেলেনি।এদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, ইডির ভয়ে পালিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন।মধ্যরাতে চটি পরে এবং চাদরে মুখ ঢেকে দিল্লির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবু সোরেনের পুত্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তিও নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি।

*ঘন কুয়াশায় আচ্ছন্ন আসানসোল*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আসানসোল:ফের কুয়াশার দাপট আসানসোলে।মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে আসানসোল শিল্পাঞ্চল।এই কুয়াশার কারণে রাস্তার দৃশ্য মান্যতা কমে যায়।এরফলে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে আলো জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করে।

*অভিষেক বন্দোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ওপেন চ্যালেঞ্জ করে*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার:কোন দুর্নীতির যদি জনসমক্ষে আনতে পারে তাহলে ফাঁসির মঞ্চে স্বেচ্ছায় মৃত্যুবরণ করব , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের।  লোকসভা নির্বাচনের আগে নিজের লোকসভা কেন্দ্রে শেষ প্রশাসনিক রিভিউ মিটিং করলো তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আমতলায় একটি নব নির্মিত প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাগৃহ তৈরি করতে খরচা হয়েছে প্রায় ২৫ কোটি ৬০ লক্ষ টাকা। প্রেক্ষাগৃহে জনপ্রতিনিধিদের নিয়ে ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ বছরে নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের খতিয়ান দিলেন অভিষেক।বৈঠক শেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার খতিয়ানও দিতে দেখা যায় গত দুবারের সাংসদকে। এরপরেই বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গত ১০ বছরে নিজের লোকসভার কেন্দ্রে প্রায় ৫২০ কোটি টা

*মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর:আজ ৩০ শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। বারাকপুর গান্ধীঘাটে গান্ধীর মূর্তি পাদদেশে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। এরপর রাজ্যপাল সাংবাদিদের মুখোমুখি হয়ে বলেন শেখ শাহজাহান প্রসঙ্গে বলেন অপরাধী ধরা পড়বে ধৈর্য ধরুন আইন আইনের মত চলবে।

*DM কার্যালয়ের সামনে জ্বলছে আগুন!*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান:পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সামনে একটি পুলকার দাউদাউ করে জ্বলছে। আসানসোল থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী খতিয়ে দেখছে কিভাবে এই পুলকার গাড়িটিতে আগুন লাগে। জানা গিয়েছে পাশের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীদের এই পুলকার গাড়িটি ব্যবহৃত হয়।

*একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:ঐতিহ্যের শহর কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা ছিল। এদিন কোচবিহারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তত ১৯৮টি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, শিলান্যাস আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এছাড়াও উক্ত মঞ্চ থেকে ২ লক্ষ ১৪ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক পরিষেবা।  পাশাপাশি, পৃথিবী খ্যাত মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু একটি মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ।যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও, রাজ্যের সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোট ৫টি জেলায় ১৯৮টি রাজবংশী বিদ্যালয় এবং ২টি কামতাপুরী বিদ্যালয়ের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। ৭৭৯ জন রাজবংশী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ৪ জন কামতাপুরী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

*শাহজাহানের বিরুদ্ধে উঠলো টাকা তচ্ছরুপের অভিযোগ*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ায় চিংড়ি মাছের টাকা তাসরূপের অভিযোগ উঠল শেখ শাহাজানের বিরুদ্ধে।। চিংড়ি মাছের কোম্পানির এজেন্টদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সন্দেশখালির বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বকেয়া টাকা ফেরতের দাবি তুলে পথে নেমেছেন চিংড়ি কোম্পানির এজেন্টরা।  বাসন্তী হাইওয়ের কাছে হাড়োয়ার ঘোষপুরে একটি চিংড়ি মাছের প্রক্রিয়াকরণ সংস্থা রয়েছে। এই সংস্থা অন্যান্য রাজ্যে চিংড়ি মাছ রফতানি করে। কোম্পানির এজেন্টদের অভিযোগ, ২০১৮ সালে অগস্ট মাস থেকে তাঁদের টাকা বকেয়া রয়েছে। বকেয়া টাকার পরিমাণ বাড়তে বাড়তে প্রায় পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে কোম্পানির মালিকানা হাত বদল হয়ে গিয়েছে। নতুন মালিকের কাছ থেকে তাঁরা সেই টাকা ফেরত চাইছেন।  এই চিংড়ি প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে কীভাবে শাহজাহানের যোগাযোগ হল? তাঁর উত্তর দিতে গিয়ে এজেন্টরা জানিয়েছেন, শেখ শাহজাহানও তাঁদের মতোই একজন এজেন্ট ছিলেন এই সংস্থায়। তাঁরও টাকা বাকি ছিল। এক সময়ে শেখ শাহজাহান সমস্ত এজেন্টদের সঙ্গে জোট বেঁধে আন্দোলনে নেমেছিলেন। সেই সময় কোম্পানিতে তিনি তালাও ঝুলিয়ে দেন।

দাগাপুরে শুরু হল শ্রমিক মেলা*

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :শুরু হলো শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে শ্রমিক মেলা। আজ থেকে শুরু হলো এই শ্রমিক মেলা। উপস্থিত ছিলেন মলয় ঘটক, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ঋতব্রত ব্যানার্জি এছাড়া বিশিষ্ট ব্যক্তিগণ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকরা। শিলিগুড়ি দাগাপুরে এই শ্রমিক মেলা শুরু হল। এই মেলার মঞ্চ থেকে অনুদান প্রদানের প্রক্রিয়া চলে। বেশ কয়েকজনকে অনুদান দেওয়া হয়। এই বিষয়ে মলয় ঘটক জানান আগে সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকদের ২৫ টাকা করে দিতে হতো সরকার দিতো ৩০ টাকা। এখন মাননীয়া মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন। অসংগঠিত যে কোন শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভূক্ত করতে পারবেন, তারা এককালীন ২ লক্ষ আশি হাজার টাকা পাবেন। তাদের পি এফ নেই তাই এটা এক ধরনের পিএফ। তিনি আরো জানান অনেক শ্রমিক এসেছেন এই মেলায়।

*রাহুল - মমতা মালদায় মুখোমুখি*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর:৩১ জানুয়ারি মালদায় পৌঁছচ্ছে রাহুল গান্ধির ভারত জোরো ন্যায় যাত্রা।সেই দিনই মালদায় একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ।রাহুল গান্ধীর পদ যাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি।দলীয় সূত্রে জানা গিয়েছে,৩১ জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কটিহার-লাভা ৩১ নং জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করছে রাহুলের পদ যাত্রা।বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা মোহড়া পাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেলজান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছবে এই পদ যাত্রা। ভালুকায় দুপুরে আহার করে মালদার উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদ যাত্রা। তাই রাহুলকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের মোহড়া পাড়ায় চলছে প্রস্তুতি।তৈরি হচ্ছে বড়ো বড়ো স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ।বাংলা ও বিহারের কংগ্রেসের নেতা কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন।মালদার মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।রাহুলের কর্মসূচিতে জনপ্লাব

**হৃদরোগে আক্রান্ত কবীর সুমন**

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন কবির সুমন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্য। কবির সুমনকে মেডিকেলের সিসিইউ তে ভর্তি করা হয় । ইতিমধ্যেই গঠন করা হয়েছে ৪ সদস্যের টিম।

*রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজে *না* মালদা প্রশাসনের*

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:সরকারি গেষ্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গাঁন্ধীকে মধ্যাহৃভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের রাজনৈতিক তরজা। আগামী ৩১জানুয়ারী বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। দুপুর বেলা এই যাত্রা পৌঁছাবে ভালুকা এলাকায়। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেষ্ট হাউসে।    জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়।কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ এই ন্যায় যাত্রা ঘিরে শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে আর এই কারণেই এধরনের আচরণ করছে। আবেদন করার পর এখনো মেলেনি অনুমতি। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি সারা বছর কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে। প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে। এবারও জেগে উঠেছে। সামনে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি এই জানুয়ারি মাসে হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউস গুলিতে সর

*শুভেন্দু অধিকারীর কুমন্তব্যের জন্য এফআইআর কংগ্রেসের*

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: সম্পর্কে কুরিচি করমন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীর  বিরুদ্ধে থানায় এফআইআর করল কংগ্রেস। রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে কুর্চিকর মন্তব্য করার জন্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর রুজু করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।  একই সঙ্গে এক ভিডিও বার্তায় শুভেন্দুর  'শিক্ষা' আর 'রুচি' সম্পর্কে বাংলার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায় চৌধুরী

*বিজেপির আইন অমান্য কর্মসূচিতে তুলকালাম

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ব্যারাকপুরে আজ অর্থাৎ সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে *আইন অমান্য* কর্মসূচি হয়। এ কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি নেতা সহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিল। পুলিশ কমিশনারেট এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে এই চিন্তাধারাকে মাথায় রেখেই সোমবার বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সিপি অফিস অভিযান হয়। এই অভিযান শুরু হলেও কিছু সময়ের পর শুরু হয় বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। তারপরেই শুরু হয় তুলকালাম, যেখানে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি পাল্টা পুলিশও করে লাঠিচার্জ। এতে আহত হয় বিজেপি কর্মী। পুলিশের ওপর এই হামলার অভিযোগে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

*তেঁতুল গাছ থেকে পড়ে মৃ*ত্যু হয় ব্যক্তির*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বহরমপুর:তেতুল পাড়তে গিয়ে তেঁতুল গাছ থেকে পড়ে মৃ*ত্যু হল এক ব্যক্তির। মৃ*ত ব্যক্তির নাম মনোতোষ মন্ডল (৩২)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বহরমপুর থানার চুয়াপুর তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর মৃ*ত ব্যক্তি কিছুটা মানসিক ভরসাম্যহীন ছিল। রাস্তায় থাকত মাঝে মাঝে তেঁতুল পারত বা অন্য কোন কাজ করত। এদিন খুব সকালে ওই ব্যক্তি তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তেতুল গাছে উঠে ব্যাগ নিয়ে তেতুল পাড়ছিল। সেই সময় গাছ থেকে মাটিতে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থালেই মৃ*ত্যু হয় তার। পরে বহরমপুর থানার পুলিশ এসে মৃ*তদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃ*তদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

*কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে পিত্রা এলাকার জনজীবন*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিত্রা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ী পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির উপর নির্ভরশীল। এখানকার ১০০% লোকের মধ্যে ৭০ শতাংশ লোকেই কৃষির উপর নির্ভরশীল। গোমতী নদীর পাড়েই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি। সেখানে বছরের দুই ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায়। তবে শুধু ধানি জমি-ই নয় ; সেই সঙ্গে রয়েছে মটর, লাউ, আলু, শসা, ক্ষিরা, তরমুজ ইত্যাদি নানাহ ফসলের চাষ করা হয় এই এলাকায়। সেখানে দেখা গেল ৮ থেকে ৮০ বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে।  পেশাজীবী কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে, এই কৃষিজ ফসল করেও সংসার প্রতিপালন করার মতো সামর্থ্য রয়েছে বর্তমানে। তবে এলাকাটিতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে। অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের। স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী এই গ্রাম এলাকার চিত্রটি দিকে লক্ষ্য করা গেলে দেখা যায়, বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। তবে রাতে কৃষিজ ফসল নষ্ট করার অভিযো

*ওড়িশা FC কে হারিয়ে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল*

Image
 খবর দিনভোর:ওড়িশা FC কে পরাজিত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ৩ - ২ গোলে ইস্টবেঙ্গল জয়লাভ করলো। এই জয়ে খুশি লাল হলুদ সমর্থকরা।

*শিশু উৎসবে দেখা গেল *বাংলা মোদের গর্ব* ব্যানার*

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: আজ ২৮শে জানুয়ারি রবিবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরে পালিত হল ৫২ তম শিশু উৎসব, যেখানে অসংখ্য ক্লাব থেকে শুরু করে সংগঠন উপস্থিত ছিল। শ্রীরামপুরের স্নানপিড়ি মাঠ থেকে শুরু করে বল্লভপুর স্কুল পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এদিন এই শিশু উৎসবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলর এবং শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব সমিতির সদস্যরা। এদিন শিশুরা বিভিন্ন রকম সাজ সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে কেউ সাজে শিব আবার কেউ সাজে ভারত মাতা। তবে এগুলির মধ্যেও দেখা গেল এক শিশুর হাতে ব্যানার যেখানে লেখা আছে *বাংলা মোদের গর্ব* যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলার চিহ্ন দেওয়া।

*শিলিগুড়িতে রাহুল গান্ধীর জনসভায় জনজোয়ার*

Image
 খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:আজ শিলিগুড়িতে সংক্ষিপ্ত জনসভা ছিল রাহুল গান্ধীর। সেই জনসভায় তিনি জানান দেশকে রাস্তা দেখাবে বাংলা। এদিন সংক্ষিপ্ত জনসভায় রাহুল গান্ধী আরো জানান বাংলায় এসে তিনি যে ভালোবাসা পেয়েছেন অন্য কোথাও পাননি। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন দেশে ধীরে ধীরে হিংসা ছড়ানো হচ্ছে। এদিন জলপাইগুড়ি থেকে বিকেলবেলা ভারত জোড়ো ন্যায় যাত্রা শিলিগুড়িতে এসে পৌঁছায়। থানা মোড় থেকে এই যাত্রা এগিয়ে যায় এআরভিউ মোড়ের দিকে এগিয়ে যায়। হুড খোলা গাড়িতে ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কে দেখবার জন্য অনেকেই এসেছিলেন। দলীয় পতাকা নিয়ে কংগ্রেস সাংসদকে দেখতে এসেছিলেন দলীয় কর্মীরা। এদিন সকাল থেকেই শিলিগুড়িতে ছিল সাজো সাজো রব। এআরভিউ মোর চত্বর সাজিয়ে তোলা হয়। অনেকে আবার রাহুল গান্ধীর জন্য উপহার এনেছিলেন। সাদরে গ্রহণ করেন সেই সমস্ত উপহার তিনি।

*জমজমাট "জয়নগর মোয়া" উৎসব*

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:শীতকাল মানেই নলেন গুড়, পিঠেপুলি ও মোয়া। সেই মোয়া যদি হয় জয়নগরের , তাহলে তো আর কথাই নেই। খাদ্যরসিক, মিষ্টিপ্রিয় বাঙালি আর কীই বা চাইতে পারে শীতের মরশুমে । শীতকালে এলেই এলেই মিষ্টির দোকানে দোকানে ছেয়ে যায় মোয়ার পসরা ও হাঁড়ি। ইচ্ছে হলেই অফিস ফেরত বাঙালি বিকেলে কিংবা সন্ধ্যায় বাক্সবন্দি করে মোয়া নিয়ে বাড়ি ফেরে। শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের শেষ পাতে ওটাই বাঙালির ডেজার্ট। মোয়া নিয়ে বাঙালি একটু আবার নাকউঁচু। কেউ কেউ আবার একটা কামড় দিয়েই নাকি বলে দিতে পারেন, কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া। তাই নিয়ে অনেকে আবার আলোচনাতেও বসে পড়েন। অনেকেই আছেন মোয়ার রসনাতৃপ্তি করতে, সোজা ট্রেনে উঠে জয়নগরে চলে আসেন মোয়া কিনতে। সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। বাঙালি এই নিয়ে আনন্দিত। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও বারুইপুরের মহকুমা পুলিশ প্রশাসক অতীশ বিশ্বাস । এছাড়াও এই উৎসবের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ ভাইস চেয়ারম্যান রথীন ঘোষ, মগরাহাট

*"মোদী কাপ" উদ্বোধনে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার*

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর:বিষ্ণুপুর থানার তপনা প্রাইমারি স্কুল মাঠে। ফুটবল শট মেরে খেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস, সুফল ঘাটু সহএকাধিক বিজেপি নেতৃত্ব । তিনি মঞ্চে বলেন, আগামী লোকসভা নির্বাচনে খেলা হবে, সত্যিই খেলা হবে বলে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উপড়ে দিলেন।

*তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা*

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কালনা:২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালনা ১ নং ব্লকের মধুপুরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক সভা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ।

*আজ দুপুরে শিলিগুড়িতে আসছেন রাহুল গান্ধী, হবে জনসভা*

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি শিলিগুড়ি:আজ শিলিগুড়িতে আসছেন রাহুল গান্ধী, জানা গেছে এদিন দুপুরে শিলিগুড়ি এআরভিউ মোড়ে রয়েছে রাহুল গান্ধীর জনসভা। ভারত জড়ো নায়া যাত্রায় রাহুল গান্ধী আসছেন শহরে। সকাল থেকে সাজিয়ে তোলা হয়েছে এয়ার ভিউ মোর চত্বর। আজ দুপুরে রয়েছে রাহুল গান্ধীর জনসভা , সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সংশ্লিষ্ট এলাকা।

*শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলকে খোঁচা মীনাক্ষীর*

Image
 *শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলকে খোঁচা মীনাক্ষীর* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া:মুখ্যমন্ত্রী শাহজাহান, বাঁকিবুর তৈরি করেছেন, রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ মেনে নেবে না, হাওড়া থেকে মুখ্যমন্ত্রীকে খোঁচা মীনাক্ষীর। শনিবার দক্ষিণ হাওড়ার জগাছা-মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএম পশ্চিমবঙ্গ রাজ‍্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন,' শাহাজানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। উনি রাজ্যে শাহজাহান, বাঁকিবুর, পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছেন, তবে রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ ছেড়ে কথা বলবে না। শাহাজান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন। আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিই।'

*জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়*

Image
 **জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়**  খবর দিনভোর, নিউজ ডেস্ক: লোকসভা প্রাক্কালে জেলা সফরের নেমে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে এই জেলা সফর পাঁচ দিনের জন্য হবে। কোথায় কোথায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখে নেওয়া যাক, সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার প্রথমে তিনি যাবেন হাসিমারাতে, সোমবার যাবেন কোচবিহারে, ঐদিনই কোচবিহার থেকে চলে যাবেন শিলিগুড়িতে, মঙ্গলবার যাবেন রায়গঞ্জে এবং বালুরঘাটে, এবার বুধবার যাবেন মালদা হয়ে মুর্শিদাবাদে, বুধবার কৃষ্ণনগরে এবং বৃহস্পতিবার শান্তিপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভা থেকে তিনি কি কি বার্তা দেবেন তার দিকে তাকিয়ে গোটা বাংলা।

৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বসে আঁকা প্রতিযোগিতা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশন।

Image
খবর দিনভোর, উত্তর ২৪ পরগনা, নিজস্ব প্রতিনিধি :- ২৬শে জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোডে বাসুদেবপুর সংগঠনই ক্লাবের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশন কর্মসূচি গ্রহণ করে, এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে এবং প্রায় ৯০ জনের কাছে মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষায় এবং ছানি অপারেশন ক্যাম্পে চক্ষু পরীক্ষা করার এই চক্ষু পরীক্ষার শিবির সংগঠিত হয় বিধান নগরে সুশ্রুত আই ফাউন্ডেশন এর সহযোগিতায় এই কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই কর্মসূচিতে এলাকার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতোদেবপুর সংগঠনই ক্লাবের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশন কর্মসূচি গ্রহণ করে এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে এবং প্রায় ৯০ জনের কাছে মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষায় এবং ছানি অপারেশন ক্যাম্পে চক্ষু পরীক্ষা করার এই চক্ষু পরীক্ষার শিবির সংগ

*ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রীলা মজুমদার*

Image
 *ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রীলা মজুমদার* খবর দিনভোর, নিউজ ডেস্ক: বাংলা জগতের নক্ষত্র পতন হলো আজ। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতমা অভিনেত্রী যার অভিনয়ের দক্ষতায় এক সময় দাপট ছিল চলচ্চিত্র জগতে সেই অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই প্রয়াত হলেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেধ আজ তার সমাপ্তি হলো। তার প্রয়াতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বাংলা জগতের এক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউড ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছেন।

*শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*

Image
 *শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় আজ থেকে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ড নিয়ে ২৭ তম উত্তরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। এদিন সকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। তরাই স্কুলের মাঠে ও দাদা ভাই মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা, আজ শনিবার এই প্রতিযোগিতা শুরু হয়েছে আগামীকাল ২৮শে জানুয়ারি রবিবার প্রতিযোগিতার শেষ দিন। এদিন সকালে মার্চ পাস্ট ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। অন্তত পাঁচ হাজার প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

*সুকান্ত মজুমদারকে ঘটনাস্থলে এগোতে দিল না পুলিশ*

Image
 *সুকান্ত মজুমদারকে ঘটনাস্থলে এগোতে দিল না পুলিশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া:হাওড়ার বেলিলিয়াস রোডে অশান্তির ঘটনায় আজ বিজেপির তরফ থেকে পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার। হাওড়া জেলা পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে হাওড়া পুরসভার সামনে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আটোসাটো ব্যাবস্থা করা হয়েছে। ব্যারিকেট দিয়ে আটকানো হয়েছে রাস্তা। রাজ্য বিজেপি সভাপতি সঙ্গে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের  বাতানুবাদ হয়। প্রায় ঘন্টাখানেক হয়ে গেলও  সুকান্ত মজুমদারকে ঘটনাস্থলের দিকে এগোতে দেওয়া হলো না। আটকে রাখা হলো ব‍্যারিকেটের মধ‍্যে।

*টিটাগড় ওয়াগান কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন*

Image
 *টিটাগড় ওয়াগান কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি:শনিবার বেলার দিকে টিটাগড় ওয়াগান কারখানায় আচমকা আগুন লাগে। জানা গিয়েছে, মজুত থাকা কেমিক্যাল মিশ্রিত রঙের কৌটতে প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী বড় ট্রাকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের ধোঁয়া কারখানার আশেপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় কাউন্সিলর ওমপ্ৰকাশ সাউ জানন, গ্যাস কাটার লোহার পাত কাটিং করার কাজ চলছিল। সেই সময় কেমিক্যাল মিশ্রিত রঙের কৌটতে আগুন লাগে। দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে কিছুক্ষনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

*জমি দখলের অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে!*

Image
 *জমি দখলের অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে!* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:নিজের জমিতেই পরবাসী হয়ে যাচ্ছেন মালদার ইংরেজবাজার থানার ইংরেজবাজার পৌরসভা ও কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বেগমনগর গ্রামের বাসিন্দারা। সৌজন্যে এক বেসরকারী স্কুল কর্তৃপক্ষের দাদাগিরি। জোরপূর্বক হত দরিদ্র গ্রামবাসী জমি দখল করে নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। জমি ফিরে পেতে ইংরেজবাজার থানার পুলিশ থেকে জেলা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ করেছেন বাসিন্দারা। তবুও স্কুল কর্তৃপক্ষের দখল থেকে জমি উদ্ধার করতে অসমর্থ হয়ে মুখ্যমন্ত্রী দরবারে দারস্থ হয়েছেন গ্রামবাসীরা।আর তাতেই বেজায় চটেছেন স্কুল কর্তৃপক্ষ। হতদরিদ্র প্রতিবাদী গ্রামবাসীদের চোখ রাঙানি,প্রাণে মেরে ফেলার হুমকি সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার শাসানি দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ অভিযোগ এমনই। পুরো বিষয়টি প্রশাসনের নজরে আসলেও কোন এক অজ্ঞাতকারণে নির্বাক ও নীরব দর্শকের ভুমিকায় জেলার পুলিশকর্তা থেকে ভুমি ও ভুমিসংস্কার দপ্তরের আধিকারিকেরা। বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। বারংবার স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করার চেষ্টা করেও সংবাদ মাধ্যমের সাথে ক

**পদ্মশ্রী* সম্মানে ভূষিত হলেন ভাওয়াইয়া শিল্পী*

Image
 **পদ্মশ্রী* সম্মানে ভূষিত হলেন ভাওয়াইয়া শিল্পী* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন।খুশির হাওয়া শহর জুড়ে।গীতা রায় বর্মন ভাওয়াইয়া শিল্পী।বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা।পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছসিত তিনি।প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান। তিনি বলেন তিনি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা খুশি তবে কি কারণে পেলাম জানি না। ভাওয়াইয়া সঙ্গীত করি তার জন্য আমাকে দেওয়া হয়েছে । মাটির গান ভাওয়াইয়া । তার জন্য পুরস্কৃত হয়ে ভাল লাগছে ।

*গোল্ড ও ব্রোঞ্জ পেয়ে বাংলার নাম উজ্জ্বল করল অপর্না দাস*

Image
 *গোল্ড ও ব্রোঞ্জ পেয়ে বাংলার নাম উজ্জ্বল করল অপর্না দাস* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কাটোয়া:ন্যাশনাল স্তরে ক্যারেটে প্রতিযোগিতায় আবার বড়সড় সাফল্যের মুখ দেখল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া*। জানাগেছে,মুম্বাইয়ের মিরা রোড় এলাকায় জাপান ক্যারেটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতা গত ৭-৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল। *ন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিলো কাটোয়ার ৬ জন ছেলে-মেয়ে।* কাটোয়ার মেয়ে অপর্ণা দাস ন্যাশনাল স্তরে কাতা ও কুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অপর্ণা দাস কাতা প্রতিযোগিতায় গোল্ড পায়। কুমি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পড়েছে অপর্ণা। ছাত্রীদের কঠিন পরিশ্রম ও কোচের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন করেছে বলে জানান বাবা মা। অপর্ণার সাফল্যের খবরে খুশী এলাকাবাসীরা।