Posts

Showing posts from May, 2024

পশ্চিমবঙ্গ:- রেমালের দাপটে বিপর্যয় গোটা বঙ্গ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছু ছোট-বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচলের একটু বিপর্যস্ত হয়। যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন। দিনের আলোর ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। তবে মূলত যে ভয়ের জায়গা ছিল গঙ্গাসাগরে আছড়ে পড়তে পারে রেমাল, ভাঙতে পারে নদী বাঁধ, ভাঙতে পারে বড় বড় গাছপালা বাড়িঘর পানের বরজ। কিছু ঘরের চাল ত্রিফলা লাইট গাছের ডাল ভেঙে পড়া এ সমস্ত থাকলেও নদীবাদ কিংবা প্রাণহানির কোন খবর আসেনি প্রশাসনিক দিক থেকে।সরকারী উদ্যোগে নদী বাঁধ এলাকার মানুষগুলোকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া, থেকে শুরু করে ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠান আর্ত মানুষদের পাশে এসেও দাঁড়িছেন। পাশাপাশি পার্ক স্ট্রিট ও জাদুঘরের সামনে প্রবল বৃষ্টিতে জল।

কলকাতা:- ঝড়ের বেগে ভেঙে পড়ে একাধিক গাছ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ট্যান্ড রোড, কাঁকুড়গাছি, এমজি রোড, পিআর অ্যাভিনিউ সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পাড়ার খবর পাওয়া যাচ্ছে। এমনকি এলাকাগুলিতে ও জল জমার সমস্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে কর্পোরেশনের তরফ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে আপাতত এই রাস্তাগুলিতে বন্ধ রয়েছে গান চলাচল। যে কারণে এই এলাকার সংলগ্ন রোডগুলিতে সামান্য ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। তবে যেহেতু ঝড় বৃষ্টির কারণে একাধিক সরকারি বাস বাতিল করা হয়েছে ,  যে কারণে অন্যান্য দিনের থেকে রাস্তায় আজ যান চলাচলের সংখ্যাটা কম তাই একাধিক রাস্তা বন্ধ করা হলেও শহরে সেভাবে ট্রাফিক পরিস্থিতি নজরে আসছে না। যে যে রাস্তা গুলি বন্ধ করা হয়েছে সেই রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ করা হলেও অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলিকে। কোথাও যানচটুর সমস্যা হলেও সেই জায়গাগুলো দ্রুত রিকভারি চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ। সব জায়গাতেই চলছে কড়া নজরদারি। একদিকে যেমন কলকাতা পুলিশের তরফ থেকে বং কলকাতা পৌরসভার তরফ থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ চলছে অন্যদিকে যেখানে যেখানে জল জমেছে। সেই জায়গাগুল

ভাঙ্গড়:- নাকা চেকিংএ শওকত মোল্লার গাড়ি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ভাঙ্গড়: রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ । সপ্তম দফার ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে নাকা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও নির্বাচন কমিশনের নির্দেশে , লোকাল থানার সহযোগিতায় চলছে নাকা চেকিং । আর এই নাকা চেকিং যে ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য । এমনই এক চিত্র দেখা গেল ভাঙ্গড় থানার বোদরা কালিতলা তে। প্রতিদিনের মতোই কালিতলাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছিল নাকা চেকিং আর তারই মধ্যে চলে আসে বিধায়ক শওকত মোল্লার গাড়ি সহ বিভিন্ন আধিকারিকদের গাড়ি । কোন কাল বিলম্ব না করে নাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিক দের গাড়িও চেকিং করা হয় । অবশ্য গাড়িতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।

ক্যানিং:- স্কুটি ও বাইক সংঘর্ষে মৃ*ত ২,আহত ১ মহিলা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: মুখোমুখি স্কুটি ও বাইক দুর্ঘটনা আহত ১ মৃ*ত ২। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে রবিবার ভোররাতে।পুলিশ সূত্রে খবর একটা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষ ফলে দুজনের মৃ*ত্যু হয় ও এক মহিলা গুরুতর আহত হয়। মৃ*ত ব্যক্তিদের নাম সারুফ সরদার (২২)। অপর ব্যক্তি নাম সাহারফ সরদার (২৬) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্যানিং থানা অন্তর্গত ক্যানিং তালদি রাজাপুর এলাকায়। মৃ*ত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই। পেশায় রাজমিস্ত্রি কাজ করতো।  গুরুতর আহত মহিলার নাম তানিয়া খাতুন(১৯)। পরিবারের সূত্রে খবর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর কুড়ালি সাহাপুর এলাকায়। আহত মহিলার তানিয়া কবাডি খেলার পারদর্শী ছিল ভালো। মথুরাপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে কবাডি প্রশিক্ষণ নিতে যেত প্রায় সময়। মথুরাপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাহেব বাড়ি ফিরছিল বাইকে করে রামনগর পেট্রোল পাম্প এর কাছে স্কুটি ও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানিয়া। স্কুটি ও বাইক এবং ওই তিনজন ব্যক্তি রাস্তায় পড়েছিল বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাস

দাসপুর:- বিজেপি নেতার থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দাসপুর: বিজেপি নেতা প্রশান্ত বেড়ার কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা। বিজেপির নেতার কাছে 24 লক্ষ টাকা উদ্ধার।  নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে তার গাড়ি।  তল্লাশি চালিয়ে বিজেপির নেতার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা নগদ।  দাসপুরের খুঁকড়দা কাছে নাকা চেকিং চলাকালীন গাড়ি আটক করা হয়।  টাকা উদ্ধার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

খড়্গপুর:- ভোট দিয়ে বিস্ফোরণ দিলীপ ঘোষের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর: "ক্যানডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু, ভোট আটকাতে পারেনি! তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেট কে আটকানোর চেষ্টা করছে। এই দফার ৮টি আসনের আটটিই আমরা জিতব।" খড়্গপুর শহরের শেরশা স্টেডিয়ামের ২৬৩ নং বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।

কঙ্কলীতলা:- দেবীচরণ স্থাপনে জমজমাট পরিবেশ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কঙ্কলীতলা: তারাপীঠের আদলে এ বার কঙ্কালীতলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হল আজ। কাঞ্চি দেশ উৎসব কমিটি’র উদ্যোগে যজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে আজ দিনভোর । প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালী মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায়। প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত। এমন ঘটনা যাতে আর না-হয়, তার জন্য ওই দিনই কঙ্কলীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানি উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে। সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন। অনন্ত চতুর্দশীর পূর্ণ তিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয়। ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন, তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রুপোর চরণ স্থাপন করা হল । সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পুজার্চনা, হোমযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়েছে। দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে

কামারহাটি:- সৌগত রায়ের পোস্টার লাল রং দিয়ে কা*টা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কামারহাটি: ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে পড়লো পোস্টার। প্রার্থীর ছবিতে লাল রং দিয়ে কা*টা চিহ্ন এঁকে পোস্টার লাগানো হয়। পাঁচ বছরে যাকে খুঁজে পাওয়া যায় না। এমন লেখা পোস্টার লাগানো হয়েছে। তার প্রতিবাদে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের। এটা তৃণমূলের নিজের অন্দরের লোকেদের কাজ বলে পাল্টা জবাব বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির। গোটা ঘটনা অস্বীকার বিজেপির।

বনগাঁ:- বাংলাদেশের সাংসদ খু*নের ঘটনায় আটক ২

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার খু*নের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। জিয়াদ নামে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগা থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি'র কর্মকর্তারা। জিয়াদই আলোচিত এই হ*ত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এমপি আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহীনের সহযোগী বলে জানা গেছে।  বৃহস্পতিবার ২৩ বছর বয়সী জিয়াদকে আটক করা হয়। আটকের সময় জিহাদের পরনে ছিল সাদা গেঞ্জি এবং খয়েরি রঙের প্যান্ট। তাকে জিজ্ঞাসাবাদ করেই এমপি আনারের লা*শ উদ্ধার করতে চান তদন্তকারী কর্মকর্তারা। এমপি আনারকে পরিকল্পিতভাবে হ*ত্যার পর তিনি মধ্য কলকাতায় লুকিয়ে ছিলেন বলে জানা গেছে। কিন্তু বুধবার খু*নের ঘটনার সামনে আসার পরেই বনগা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন। সিআইডি সূত্রে খবর, এমপি আনার হ*ত্যাকাণ্ডকে সফল করতেই অবৈধভাবে ভারতে এসেছিল এই জিয়াদ। গত ৩০ এপ্রিল ভারতে প্রবেশের পর তিনি মুম্বাই চলে যান। কিন্তু এমপি আনার যখন গত ১২ মে কলকাতার বরানগরের মন্ডলপাড়ায় পূর্ব পরিচিত গো

ক্যানিং:- বিজেপির গ্যারান্টি ৪২০ বলে কটাক্ষ মমতার

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে- দীর্ঘ সময় ধরে মুষলধারে চলা বৃষ্টির মধ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একপলকের জন্য মুখ্যমন্ত্রী কে দেখতে রায়দিঘি স্টেডিয়ামে এলেন। আজ তিনি তিন সভা সারেন। সাগর রায়দিঘি ও ক্যানিং এই জনসভায় দলীয় কর্মীদের কি বার্তা দেন তা শোনার আগ্রহে দূর দুরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে ভিড় জমিয়েছেন সাগর রায়দিঘি ও ক্যানিং স্টেডিয়ামে। দক্ষিন ২৪ পরগনা জেলায় বিজেপির সাথে লড়াই নয়, এই জেলায় তৃণমূল প্রার্থীরা নিজেদের ভোটের ব্যবধান বাড়ানোর লড়াই করছেন ও একাধিক রাজনৈতিক দলের কুৎসা অপপ্রচার ও সন্দেশখালি নিয়ে মিথ্যা সম্প্রচার নিয়ে তিনি সরব হন। মথুরাপুর লোকসভার রায়দিঘি স্টেডিয়ামে প্রথমে প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে পরে মুষলধারে বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষজন এক পলকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আসেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের নতুন মুখ বাপি হালদার তিনি সুন্দরবন জেলার যুব সভাপতি হয়েছেন,পরে দল তাকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। অপরদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের

বীরভূম:- 'মাটির সৃষ্টি প্রকল্পের' কাজ খতিয়ে দেখতে জেলাশাসক

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাজনগরের ঢাকা গ্রামে 'মাটির সৃষ্টি প্রকল্পের' কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক । রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে 'মাটির সৃষ্টি প্রকল্পের' কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন বীরভূম জেলাশাসক শশাঙ্ক শেঠী।  রাজনগর ব্লক কৃষি দপ্তরের তরফে 'মাটির সৃষ্টি প্রকল্পে' বিভিন্ন কর্মসূচি চলছে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামে।  গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকারের এক বিপ্লবিক কর্মসূচি মাটির সৃষ্টি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে নবান্ন থেকে এই প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর মতে পরিবেশ বান্ধব এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে।  সেই লক্ষ্যেই রাজনগর ব্লকেও মাটির সৃষ্টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। রাজনগরের ঢাকা গ্রামেও এই কর্মসূচি চলছে। এই প্রকল্পের অধীনে এই এলাকায় সেচের জন্য পুকুর খনন, বাদাম, অড়হড়, বরবটি, ভুট্টা চাষ, সহ পশু-প্রাণী পালন, সহ বিভিন্ন কর্মসূচি চলছে। স্বনির্ভর দলের মহিলারা এই কাজে নিযুক্ত রয়েছেন এবং তাঁরা আর্থিক দিক থেকে স্বনির্ভর হচ্ছেন

কলকাতা:- সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: গতকাল নিম্নচাপ ছিল ওয়েস্ট বে তে সেটি মুভ করেছে নির্ট ইস্ট e। সাউথ ওয়েস্ট বে তে এটি r move korbe নর্থ এর দিকে সেটি ডিপ্রেশন e পরিণত হবে ২৫ তারিখে সকাল সিস্টেম টি উত্তরদিকে মুভ করবে সাইলোনিক স্টর্ম ২৬ তারিখে নাগাদ বাংলাদেশ পশ্চিম বঙ্গ কোস্টের দিকে পৌঁছাবে এটি বাংলাদেশ কস্ট e hit করবে এর প্রভাব আমাদের কোস্ট e ও পড়বে হাওয়ার গতিবেগ হবে ১০০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘণ্টায়, ২৩ তারিখে দিয়ে মৎস্য জীবীদের সতর্কতা দেওয়া হয়েছে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় ২৫ তারিখে মেদিনীপুর হলুদ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া r ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  ২৬ তারিখে হাওয়া ৮০ থেকে ৯০ প্রতি ঘন্টা সাউথ ২৪ পরগনা কলকাতা হাওড়া কমলা সতর্কতা ভারী বৃষ্টির সহ বজ্র বিদ্যুৎ সহ  ২৭ তারিখে কমলা warning Kolkata হাওড়া হুগলি ২৪ পরগনা ৬০ থেকে ৭০ কিলোমিটারে বেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়া সেইসাথে থাকবে lightning  এই সাইক্লোনের ল্যান্ড ফলে টাইম টা এখনো স্পষ্ট নাই পরবর্তী সময় জানাবে ২৬ তারিখে ঘবির রাত্রে আসা করা যায় বাংলাদেশ কোস্ট e fall korbe cyclone টা উত্তরবঙ্গে যদি বলা হয় আগ

কাঁথি:- ভোটের মুখে বুথ পিছু ১০ হাজার টাকা বিলি

Image
 খবর দিনভোর নিজস্ব প্রতিনিধি কাঁথি: ভোটের মুখে বুথ পিছু ১০ হাজার টাকা করে বন্টন করতে যাওয়ার পথে নাকা চেকিঙে ধরা পড়লো টাকার বাহক সহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে। পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ পোলিং এজেন্ট এর ফরম সহ কাগজপত্র। যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি তারেক দাদার ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছে। ফ্ল্যাট ফেস্টুন পুলিশ মিথ্যে ভাবে সাজাচ্ছে। এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাস। তবে প্রতিটি খামের ১০ হাজার টাকা করে সাজানো কেন এ বিষয়ে ধৃত যুবক কোন সদুত্তর দিতে পারেনি। ভোট সম্মুখে তার আগে পুলিশের এস এস টির নাকা চেকিংয়ে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। টাকার বাহক ইন্দ্রজিৎ দাসকে আটক করেছে পুলিশ।প্রতিটি সাদা খামে দশ হাজার টাকা করে রয়েছে।একটি এসি বাসে করে বিজেপি পার্টি অফিস থেকে হেঁড়িয়া নিয়ে যাচ্ছিল টাকার প্যাকেটগুলি, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের ইড়িঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিং এ ধরা পড়ে এবং সিজ হয় টাকা। এমনটাই জানা গেছে পুলিশ সূত

যাদবপুর:- বারুইপুরে ভোট প্রচারে সায়নী ঘোষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,যাদবপুর: অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে।আর দুই দফার ভোট বাকি আছে এখনো। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আগামী পয়লা জুন । যেটা শেষ দফার নির্বাচন হবে।  সপ্তম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। হাতে যে কটা দিনে আছে প্রত্যেকটা দিনকেই অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সকালে তৃণমূল কংগ্রেস প্রচারে নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত। সকাল থেকে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সায়নীর প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক

পূর্ব বর্ধমান:- তৃতীয় লি*ঙ্গের মানুষের হাতে মা*র খেল আরপিএফ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: তৃতীয় লি*ঙ্গের মানুষজনের হাতে বেধড়ক মা*র খেলেন বেশ কয়েকজন আরপিএফ। ঘটনা চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্লাটফর্মে।আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃতীয় লি*ঙ্গের মানুষরা।তৃতীয় লি*ঙ্গের মানুষদের হাতে মা*রধরে গুরুতর আহত দুই আরপিএফ এর নাম আশীষ কুমার নায়েক ও পিউ সিং বলে জানা গেছে। বাকি আরো বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে কিন্তু তাদের নাম জানা যায়নি।  আরপিএফ এর তরফে অভিযোগ, হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লি*ঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাজ থেকে টাকা চেয়ে বিরক্ত করা হয় বিভিন্ন সময়ে। সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলেই তৃতীয় লি*ঙ্গের মানুষজন আরপিএফ দের উপর চড়াও হয় এবং মা*রধর করে। ন*গ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতো পেটা করে পুলিশদের।  পাশাপাশি তৃতীয় লি*ঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা তো চেয়ে খাই। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা কিন্নার, আমরা বেকার, আমরা সমাজের ম*রা, আমরা চেয়ে খাই, কোথায় যাব আমরা!  অভিযোগের সুরে তারা বলেন, পাবলি

হুগলি:- বিভিন্ন বুথ ঘুরলেন রচনা ব্যানার্জি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হুগলি:হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন সকাল সকাল তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখছেন। ভোটারদের কাছ থেকে জানতে চাইছেন ভোট ঠিকঠাক চলছে কিনা মহিলার ভোটাররা তাকে দেখে আপ্লুত।

ব্যারাকপুর:- অর্জুন-পার্থ ভোট আবহে ২ টি ছবি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: ভোট দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৪৪ নম্বর বুথে সরস্বতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভোট দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

হাওড়া:- পটচুল কারখানায় ভয়াবহ আগুন

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জগৎবল্লভপুর, বড়গাছিয়া পার্বতীপুর এলাকায় ভয়াবহ পটচুল কারখানায় আগুন। ঘটনার স্থলে দুটি দমকল গাড়ি। জগৎবল্লভপুর থানার পুলিশ, এলাকার মানুষ জানান কোটি টাকার উপরে পাটের জিনিসপত্র সামগ্রী ছিল তা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোরের দিকে এই আগুন লেগে যায়। তবে এই পট চুল কারখানায় কিভাবে আগুন লাগে তা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ। পাট ও প্যাকাটি থাকার কারণে আগুন আরও ভয়ানক আকার নেয় তবে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালান। বেশ কিছু জায়গায় অংশ এক জায়গায় জড়ো করে থাকা পাটের ভেতরে আগুন ঢুকেছিল । তাই বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হয়।

দুর্গাপুর:- তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর :তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব! আহত বেশ কয়েকজন। উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলার সহ-সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের সাথেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মইউদ্দিন অভিযোগ তোলেন, "শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের সহ-সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তাঁরা কোনক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুল

শ্রীরামপুর:- কোন দলের উপর আস্থা রাখবে আমজনতা?

Image
 খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব প্রচার লড়াইয়ের অবসান ঘটবে আগামীকাল অর্থাৎ ২০ শে মে। আগামীকাল ৫ম দফা ভোট হতে চলেছে হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর,হুগলি ও আরামবাগ- এই তিনটি লোকসভা কেন্দ্রে।‌ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর - এই তিন দলের মধ্যে আগামীকাল ভোটযুদ্ধ হতে চলেছে। গত প্রায় দুই থেকে আড়াই মাস আগে ভোট প্রচার শুরু হয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, যেখানে পথসভা থেকে শুরু করে জনসংযোগ কর্মসূচি করেছে রাজনৈতিক দলগুলো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চলেছে রাজনৈতিক মিছিল থেকে শুরু করে জনসভা। রাজনৈতিক দলগুলো নিজস্ব দলের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেছে এবং অপর দিকে বিরোধী দলগুলির বিরোধীতা করার জন্য তুলে ধরেছে বিরোধী দলগুলির অনুন্নয়ন কাজ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তাদের নিজস্ব দলের প্রার্থীদের সমর্থনে করেছেন বিশাল জনসমাবেশ এবং হুংকার দিয়েছ

মুর্শিদাবাদ:- ভোট পরবর্তীতে বোমাবাজি তৃণমূল নেতার বাড়িতে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চলল বোমাবাজি ।উদ্ধার হল তাজা বোমা। আক্রান্ত হল পুলিশ কর্মী। শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। ঘটনা জেরে উত্তপ্ত হল মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজহার উদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনা পড়ে ঘটনার তলে যায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। উজুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।  বহরমপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এ গ্রামজুড়ে। ভরতপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয়। আর সেই ঘটনার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ি লক্ষ্য করে

ধূপগুড়ি:- মন্দির এবং প্রতিমা ভাঙচুরে পথ অবরোধ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: সকাল থেকেই চলছে রাস্তা অবরোধ, রাস্তা অবরোধের কারণ গতকাল রাত 2 টার সময় সম্ভাব্য পরপর চার-পাঁচটা মন্দির ভাঙ্গে এবং মন্দিরের প্রতিমা গুলো বাইরে ভাঙ্গার চেষ্টা করে কে বা কাহারা তারপর ভোর থেকে রাস্তা অবরোধ করে ।সেই অবরোধের ঘটনার ফলে উপস্থিত হয়েছেন ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও ময়নাগুড়ি থানার পুলিশ বাহিনী। পুলিশ সুপার এলাকা এখনো থমথমে রয়েছে ও জনতার খন্ড যুদ্ধ বাঁধে, এখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যতক্ষণ যারা মন্দির এবং প্রতিমা ভাঙচুর করছেন তাদেরকে অ্যারেস্ট করা না হবে ততক্ষণ আমরা এই রাস্তা অবরোধ উঠাবো না।

বীরভূম:- অটো উল্টে মৃ*ত ১, আহত ৫ যাত্রী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: যাত্রীবাহী অটো উল্টে মৃ*ত্যু হলো এক অটো যাত্রীর। ঘটনায় আহত হয়েছেন অটোর আরো পাঁচ যাত্রীর। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। গতকাল রাতে পথ দূর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারোই থানার চাতরা ও মুরারোই এর মাঝে পাগলা সেতুর কাছে। মৃ*ত অটো যাত্রীর নাম মিজানুর রহমান। তার বাড়ি বীরভূমের পাইকর থানার নতুনবাজারে। প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাতে চাতরা থেকে যাত্রী বোঝাই করে অটোটি মুরারোইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। অটোর নীচে চাপা পড়ে যান মিজানুর রহমান সহ বেশ কয়েকজন। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় মিজানুর রহমানের। আহতদের উদ্ধার করে প্রথমে মুরারোই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মুরারোই থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে আটক করেছে।

পশ্চিমবঙ্গ:- গরম বৃদ্ধির সাথেই মূল্যবৃদ্ধি ডাবের

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: গোটা রাজ্যের মত শিলিগুড়িতেও বাড়ছে গরম, তবে ঠান্ডা পানীয়র পরিবর্তে ডাবের জল খেতে পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। গরম পড়ার সাথে সাথে শিলিগুড়িতে বেড়েছে ডাবের জলের চাহিদা। শিলিগুড়ির এসএফ রোডে ডাবের দোকানের মেলা রয়েছে। প্রচুর দোকান রয়েছে ওই এলাকায়, দেখা যাচ্ছে গরমের থেকে বাঁচতে অনেকেই সংলগ্ন এলাকায় গিয়ে ডাবের জল পান করছেন। তবে গরম পড়ার সাথে সাথে বেড়েছে ডাবের দাম, ডাবের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকা। ক্রেতারা জানাচ্ছেন গরমে থেকে বাঁচতে প্রধান ভরসা ডাবের জল, কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। অপরদিকে বিক্রেতার জানিয়েছেন গরম বাড়ার কারণেই ডাবের দাম বেড়েছে।

শিলিগুড়ি:- আন্তর্জাতিক অসাধু চক্রের হদিশ পুলিশের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:পুলিশের জালে ধরা পড়লো আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্ডা।লোক দেখানো মোবাইল ও জেরক্স এর দোকান। সকলকে বোকা বানানোর চেষ্টা, চোখ মুখ নিয়ে সরল ভাবে দোকানে এসে দোকানদারী করতো। তবে এর পিছনে যে কি রহস্য জড়িয়ে রয়েছে অনেকেই বুঝতে পারেনি? সবার কাছে ভদ্রলোক বলেই পরিচিত ছিলেন তিনি।তবে বৃহস্পতিবার সেই ব্যাক্তি পুলিশের জালে ধরা পরতেই রহস্যর উদঘাটন হল সাধারন মানুষের কাছে।এমনই পুলিশকে বোকা বানাতে গত একবছর আগে জটিয়াকালী বাজারে মোবাইল,জেরক্স এর দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্যাসীকাটা নিবাসী সাব্বির আলী। নম্র স্বভাবের বলে পরিচিত ছিল, পেছনের চেহারা অন্যরকম তা কেউ টের পায়নি।বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথ ভাবে হানা দেয় সাব্বির আলীর দোকানে।দোকানে তল্লাশি চালানো হয়, উদ্ধার করা হয় একাধিক সিম কার্ড,ভুয়ো আধার কার্ড,ভোটার কার্ড,সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেসিন উদ্ধার করে।নকল আধার,ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যাবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ অনুমান করছে, দুবাই,জাপা

পূর্বস্থলী:- দক্ষিন ভারতের পাখি পূর্বস্থলীতে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপুলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা। ১০ দিন আগে বিমল শীল নামে এক নার্শারীর মালিকের কাঠাঁল গাছে এক জোড়া বিরল পাখি বাসা বাঁধে। ৩ দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বের হয়। চুপি পাখিরালয়ের মাঝিদের মারফত এর ছবি সহ খরব পৌছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে। মঙ্গলবার দুপুর থেকে ওই নার্শারীতে ভিড় জমতে থাকে। বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা পূর্বস্থলীতে হাজির হতে থাকে। বৃহস্পতিবার দমদমের বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দু দাস বলেন, পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল। দক্ষিন ভারতে অল্প পরিমানে দেখা যায়। নাম ব্লাক নেক রাজন। বাংলা নাম, কালো ঘাড় নাম রাজন। গ্রীস্ম মরসুমে বাচ্চা পাড়ার জন্য এরা বহু দুরের গ্রামীন অঞ্চলে চলে আসে।    এদিকে অসময়ে ওয়াইল্ড লাইফের সদস্যদের আগমন দেখে স্থানীয়দের মধ্যেও কৌতুহল বেড়েছে। নার্শারীর মালিক বিমল শীল বলেন, এই ধরনের পাখি আগে কখনো দেখিনি। আমাদের ছোট কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। দুটো বাচ্চাও হয়েছে। এখনো দেখছি দূর দুরান্ত থেকে পক্ষী প্রেমীরা এসে এদ

মুর্শিদাবাদ:- হয়রানির শিকার এলাকাবাসী, হুঁশ নেই জেলা পরিষদের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: বছরের পর বছর ধরে এক হাঁটু পর্যন্ত কাদা জল ঠেলে কোনওরকমে যাতায়াত করতে হচ্ছে মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের মানুষজনদের।  সেই দুর্ভাগ্যের হয়রানির ছবি আজ আবার ফুটে উঠলো। সুতি ১ নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের এক ব্যক্তি মারা যান আজ সকালে। মৃত ব্যক্তির নাম আব্দুর রফ ৫৫ বছর। তার দেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় এক হাঁটু কারা জল পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে কবরস্থানে।  এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রশাসনের প্রত্যেকটি দরবারে বহুবার আবেদন নিবেদন করেও সূরাহা হয়নি। পঞ্চায়েত থেকে প্রশাসনকে বহুবার জানানো হয়েছিল কবরস্থানের ভেতরে যাতায়াতের রাস্তা পাকা করে দেওয়ার জন্যে। আবেদন করেও রাস্তা এখনও পযন্ত রাস্তা পাকা হয়নি বলে অভিযোগ তোলেন তারা।  অল্প বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ভয়ংকর। এই রাস্তা ধরেই এই বার দেখা মিলল প্রিয়জনের লাশ কাঁধে কাদার মধ্যে কবরস্থান মুখি পরিবারের সদস্যদের। এভাবেই নিত্যদিন কবরস্থানে যাওয়ার জন্য এক হাঁটু কাঁদার মধ্য দিয়ে ঝুঁকির পারাপার করতে হয়। কবে

বীরভূম:- বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত বড়রা রেললাইন সংলগ্ন বাগ্দীপাড়ায় বাসি খিচুড়ি খেয়ে মহিলা শিশু সহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রে একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। সকলের খাওয়ার পরেও অবশিষ্ট থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি। গ্রামবাসীদের দাবি, পরের দিন সকালে সেই খিচুড়িই খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা সহ শতাধিক মানুষজন। সকলের মধ্যে বমি,পাতলা পায়খানা,পেটব্যাথার উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি সাতটি চার চাকা গাড়ি করে গুরতর অসুস্থদের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।বাকীদেরকেও স্থানীয় মন্দির চত্ত্বরে এনে রাখা হয় অস্থায়ী মেডিকেল শিবির হিসেবে।ঘটনার খবর পাওয়া মাত্র হাসপাতালে ভর্তিরত অসুস্থদের চিকিৎসা করার সাথে সাথে মেডিকেল দল নিয়ে বড়রা শিবিরের মধ্যে হাজির হন নাকড়াকোন্দা বিএম ও এইচ ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগন।সেখানেই চিকিৎ

কাঁচড়াপাড়া:- মুকুলের বাড়িতে অধীর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাঁচড়াপাড়া: মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী। নির্বাচনী প্রচারে কাঁচড়াপাড়ায় গিয়ে মুকুল রায়ের বাড়ি যান অধীর। মুকুলকে দেখতে গেছিলাম বলে জানিয়েছেন অধীর।

দক্ষিণ ২৪ পরগনা:- বধু হ*ত্যাকান্ডে চাঞ্চল্য এলাকায়

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: গৃহবধূর অস্বাভাবিক মৃ*ত্যু ওই গৃহবধুর বাপের বাড়ির অভিযোগ এই মৃ*ত্যুর পিছনে দায়ী শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধুর অস্বাভাবিক মৃ*ত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃ*ত গৃহবধুর নাম প্রতিভা মন্ডল। প্রতিভা মন্ডল এর বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিসক্রিয়ায় মা*রা গেছে। আর এই বিষক্রিয়ায় মা*রা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মা*রা গেছে? এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃ*তদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃ*ত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘরী গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবী দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় পর তিনি মা*রা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ

কলকাতা:- প্রেমে আ*ত্মঘাতী এক যুবতী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্ক এলাকার সোসাইটির ঘটনা। হেমলতা বৈরাগী নামে এক যুবতী আ*ত্মঘাতী হন। যেটা জানা যাচ্ছে আন্দামানের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর প্রেম ঘটিত কারণেই আ*ত্মঘাতী ওই যুবতী। বেশ কিছুদিন ধরেই নিজের প্রেমিকার সঙ্গে তার ঝামেলা চলছিল। তারপরেই আজ আ*ত্মঘাতী হন। ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ করতেন ওই যুবতি সেই সূত্রে কলকাতায়।গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মঘাতী হয় যুবতী। যে বাড়িতে যুবতী ভাড়া থাকতো আজ অনেক বেলা হয়ে যাওয়ার পরেও যখন সে দরজা খুলছিল না তখন বাড়ির মালিক দরজায় গিয়ে ধাক্কা দেয় তারপরও ভেতর থেকে কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য।

রেমাল* ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিল বঙ্গোপসাগরে

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: ২০ মে থেকে ২৫ মে -এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় 'রেমাল (রে-মাল)' -এ পরিণত হতে পারে ও মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষনে রয়েছে। কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়; যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে হবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বোলপুর:- ঝু*লন্ত মৃ*তদেহ নিয়ে চাঞ্চল্য শান্তিনিকেতনে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: শান্তিনিকেতনের আমারকুটির জঙ্গলের সামনে আশ্রমের পিছনে এক মহিলার অস্বাভাবিক ঝু*লন্ত মৃ*তদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দার দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেব কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। এদিন ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝু*লন্ত দেহ উদ্ধার হয়। মৃ*তদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙ্গাবিতানে থাকতে পছন্দ করেন। তার থেকেই মাত্র ১০০ মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য।

মোদীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের

Image
 খবর দিনভোর, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয় বারবার নির্বাচন কমিশনের কাছে নরেন্দ্র মোদিকে নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করার পরেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই প্রতিনিধি  সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত  গোখলে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার এর সঙ্গে দেখা করেন। এবং এই নিয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা।

কলকাতা:- রাজ্যপাল নিজের মেয়ের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার ফড়িয়া পুকুরে এক ক্যান্সার আক্রান্তের বাড়িতে আসেন রাজ্যপাল। উল্টোডাঙ্গা রোডের ক্যান্সার আক্রান্তই শুধু নয় এরকম ১০০ জন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার ভার নিচ্ছে রাজ ভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মেয়েও ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার স্মৃতিতে এই উদ্যোগ রাজ্যপালের। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে এক ক্যান্সার আক্রান্তের বাড়িতেও এর আগে যান রাজ্যপাল।

শ্রীরামপুর:- মুখ্যমন্ত্রীর সভায় সেবক কৃষ্ণ

Image
 খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: গত মঙ্গলবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছিল। তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃবৃন্দ থেকে কর্মীদের কি বার্তা দেবেন তা শোনার জন্য দুরদুরান্ত থেকে কর্মীরা ভিড় করে সভাস্থলে। এইদিন প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। তবে এই সভাতে দেখা গেল এক বিশেষ ছবি, যেখানে সবাই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনছেন অপরদিকে কৃষ্ণ মন্ডল নামে এক বাচ্চা ছেলে যে তার নিজের আবাসস্থল শ্রীরামপুরে দাবি করে সেই বাচ্চা ছেলেটি জল পরিবেশন করছে সবাইকে। দুরদুরান্ত থেকে আসা মানুষেরা মনযোগ সহকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছেন এবং অপর দিকে এই ছেলেটি জলের চাহিদা পূরণ করছে যারা তার কাছে জল চাইছে। কৃষ্ণ মন্ডল নামে বাচ্চা ছেলেটি হয়তো জানেনা কিসের জন্য ছিল এই সভা, কাকে কেন আক্রমাত্মক কথা বলছেন মুখ্যমন্ত্রী সেই বিষয়টি নিয়েও হয়তো অবগত নয় এই বাচ্চা ছেলেটি। সে শুধুই পুরো সময়টা জুড়ে (যতখন সভা চ

আসানসোল:- কয়লা পাচারকান্ডে অভিযুক্ত আত্মসমর্পণ করে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,আসানসোল: আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে স‍্যারণ্ডার করেন কয়লা পাচার চক্রের অন‍্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চলায় সাত সকালেই আদালতে হাজির হন অনুপ মাজি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাজির জামিনের আবেদন করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্তসাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন। যেখানে বলা হয় অনুপ মাজি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন‍্যত্র বের হতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে।

শ্রীরামপুর:- মীনাক্ষী ও মমতার ভোটযুদ্ধ শ্রীরামপুরে

Image
 খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: মীনাক্ষী মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়- এই দুই নেত্রীর জনসভা নিয়ে সরগরম রাজনীতি। মঙ্গলবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত ছিলেন তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ইন্দ্রনীল সেন, সুদীপ্ত রায়, অরিন্দম গুইন, রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃনমূলের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী,সমর্থক ও সর্বোপরি এলাকার সাধারণ জনগণেরা।  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি নিয়ে কটাক্ষ করে বলেন মোদীর গ্যারান্টি ৪২০। বিজেপি পার্টিকে লুটেরা পার্টি বলে আক্রমণ করে, NRC ও CAA নিয়ে টোপ দিয়ে বলে বাংলায় NRC ও CAA করতে দেওয়া হবে না। তৃণমূল সুপ্রিমো উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন বিনামূল্যে রেশন, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প তৃনমূল সরকার করেছে। লক্ষী

কলকাতা:- নারীর দ্বারা প্রতারিত হয় নারী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নারীর দ্বারা প্রতারিত হলো আরেক নারী। ঘটনাটি ঘটেছে কলকাতা শহরে। ক্ষতিগ্রস্ত মহিলার নাম রীতা লালওয়ানি। ২০১৮ সালে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন রুমা দাস ও কমল দাসের থেকে। রেজিস্ট্রি পর্যন্ত হয়েছিল। দীর্ঘদিন থাকার পর হঠাৎ একদিন এক আইনজীবী তাকে ফোনে জানায় যে দ্রুত তাদের বাড়ি ছাড়তে হবে। সেই সময়ে তিনি ও তার কন্যা ছিলেন বাইরে। দুজনেই এসে দেখেন যে বাড়ির সমস্ত জিনিসপত্র রাস্তায় রাখা রয়েছে। তিনি জানতে পারেন যে ২০১৭ সালে সেই বাড়িটি নিয়ে কেস চলছিল এবং যিনি রুমা দাস ও কমল দাসের বিরুদ্ধে মামলা করেছিলেন, তিনি জিতে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে থেকেছেন, অথচ তার অজান্তেই সেই ফ্ল্যাট নিয়ে মামলা চলছিল। এমন পরিস্থিতিতে তিনি দ্বারস্থ আইনজীবী দেবরাজ মল্লিকের। এখন তিনি চান এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাক।

বীরভূম:- ভোট কেন্দ্রে ডিউটি করতে এসে মৃ*ত্যু হলো এক কেন্দ্র জওয়ানের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের মুরারয় বিধানসভার অন্তর্গত জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনী ভোট করতে এসে অসুস্থ বোধ করে, ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপর অসুস্থ ওই কেন্দ্রীয় বাহিনীকে রামপুরহাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।রামপুরহাট হাসপাতালের চিকিৎসা রা মৃ*ত ঘোষণা করে ওই কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ।মৃ*ত কর্তব্য রত কেন্দ্রীয় বাহিনীর নাম মহেন্দ্র সিং, বয়স ৫৫বছর বাড়ি উত্তরাখণ্ডে।

শ্রীরামপুর:-সভামঞ্চ থেকে বিজেপি ও সিপিএম-কে আক্রমণ দোলা সেনের

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, শ্রীরামপুর: হুগলি জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জনসংযোগ কর্মসূচি। এই জনসংযোগ কর্মসূচি প্রধান মাধ্যম হল জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মানুষের কাছে বিরোধী দলগুলির সমালোচনা করতে পারেন এবং তার সাথে সাথে নিজের দলের উন্নয়নমূলক কাজ তুলে ধরতে পারেন।  আজ অর্থাৎ ১৩ ই মে সোমবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর মাহেশের স্নানপিড়ি মাঠে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক জনগর্জন সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সদস্যা দোলা সেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী ও বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সমর্থকেরা সর্বোপরি এলাকার সাধারণ জনগণেরা।  এই সভার প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোলা সেন, যেখানে তিনি তার বক্তব্যের মধ্যে দুই রাজনৈতিক দল সিপিএম ও বিজেপি- কে সভামঞ্চ থেকে তুলোধুনো করেন। দোলা সেনের বক্তৃতায় নোটবন্দী থেকে শুরু করে 'কালাধন', জি এস টি প্রসঙ্গ উঠে আসে

চুঁচুড়া:- ৪০০ পার করবে বিজেপি - চুঁচুড়ায় এসে দাবি মোদীর

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, চুঁচুড়া: আগামী ২০ শে মে হুগলি লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট, যার জন্য গত শনিবার হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা হয়, তার ২৪ ঘন্টার মধ্যে হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ২ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও কবীর শঙ্কর বোসের সমর্থনে বিজেপির জনসভা হয়। এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সমর্থক সহ আমজনতা।  জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। মোদী দাবি করেন: গত ৩ দফা ভোটের সাড়া ভালো পেয়েছেন বলে জানান, সাধারণ মানুষদের জন্য পাকা বাড়ি হয়েছে, মহিলাদের জন্য  ড্রোন পাইলট তৈরী করার কথা জানান, মোদী নিজের উত্তরাধিকার হিসেবে দেশবাসীকে বলেছেন, ভবিষ্যত প্রজন্মের কথা বলতে গিয়ে বলেন মোদী ভবিষ্যত প্রজন্মদের জন্য কাজ করছে।   মোদী চুঁচুড়ার জনসভার মঞ্চ থেকে তৃনমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূলের নেতারা জমি দখল করে এবং মানুষকে লুঠ করতে চ

বোলপুর:- চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চতুর্থ দফা নির্বাচনের

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রাত পোহালেই হবে চতুর্থ দফা নির্বাচন। আর তারই পূর্বে আজ সকাল থেকেই বোলপুর লোকসভা কেন্দ্রের  ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুর হাই স্কুলের DCRC সেন্টার থেকে ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। রবিবার বৈকাল চারটা নাগাদ সেই চিত্র ধরা পরল কোটাসুর উচ্চ বিদ্যালয়ে। ময়ূরেশ্বর বিধানসভায় মোট ২৬৪ টি ভোটকেন্দ্র  আছে। আনুমানিক ১২০০ ভোট কর্মী ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন এই ডিসিআরসি সেন্টার থেকে এবং এই সেন্টারে আনুমানিক কয়েকশো  ভোট কর্মী রিজার্ভে  রয়েছে। এই লোকসভা ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সেন্ট্রাল বাহিনী, ওয়েস্ট বেঙ্গল পুলিশের  সঙ্গে সঙ্গে নামানো হয়েছে কলকাতা পুলিশকেও। মূলত এই ডি সি আর সি সেন্টারটি করা হয়েছে শুধুমাত্র ময়ূরেশ্বর বিধানসভার ভোটকেন্দ্র গুলির জন্য।

বীরভূম: বজ্রাঘাতে মৃ*ত্যু ২ কৃষকের, আহত ১০

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: মাঠে চাষের কাজ চলাকালীন বর্জাঘাতে মৃ*ত্যু দুই কৃষকের, আহত অন্ততপক্ষে দশজন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জ*খম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এ ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা। নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক। শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল। একদুপুর গড়াতেই আকাশ চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বীরভূমের নানুরে বাজ পড়ে মৃ*ত্যু হল দুই ব্যক্তির। আহত অন্ততপক্ষে ১০ জন।। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।  নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃ*ত্যু, জখম অনেকে। নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।  জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরথ গড়াই নানুর ব্লকের বড়া সাওতা অঞ্চলে বাড়ি। মাঠে কাজ করছিল বাজ পড়ে তার মৃত্যু হয়েছ

বাঁকুড়া:- পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক মানুষ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: গ্রামের কালী পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী, এলাকায় চাঞ্চল্য, ভোটের প্রচার বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। গত মঙ্গলবার পাত্রসায় থানা হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালী পুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন। সকাল থেকেই গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা বমি পায়খানা জ্বর হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীদের দাবি ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন। এখনো পর্যন্ত প্রায় ১০০ জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে নিয়ে আসা হয়েছে। গ্রামের ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানেও চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত হাসপাতালে ৫১ জনা ভর্তি হয়েছে তার মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে ৪৫ জন এখনো চিকিৎসাধীন। পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতোমধ্যেই গ্রামে ভিজিট করেছে। গ্রামে খোলা হয়েছে মেডিকেল ক্য

শিলিগুড়ি: ফুলবাড়িতে বিকল্প পানীয় জলের ব্যবস্থা , পরিদর্শনে মেয়র

Image
 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:চলছে তিস্তা ব্যারেজের কাজ। সেজন্য বেশ কিছুদিন শিলিগুড়িতে পানীয় জলের পরিষেবা ব্যাহত থাকতে পারে, এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিল শিলিগুড়ি পুরো নিগম। পাশাপাশি জানানো হয় শিলিগুড়ি পুরো নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে বিকল্পভাবে পানীয় জলের সরবরাহ করবার ব্যবস্থা করার চেষ্টা করবে শিলিগুড়ি পুরো নিগম।শহরের জলসংকট সমস্যার দ্রুত সমাধান করতে, গজলডোবার তিস্তার বাঁধ সংস্কারে কাজ চলছে জোর কদমে। এদিন সকালে সরজমিনে পরিদর্শন ও ফুলবাড়িতে পানীয় জলের বিকল্প ব্যবস্থা - তৈরির কাজ ও ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বর্তমান জলস্তর পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র মেয়র গৌতম দেব। তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো অন্যান্য আধিকারিকরা।       মেয়র গৌতম দেব জানান সমস্ত কাজ দ্রুততা ও তৎপরতার সঙ্গে চলছে। পাশাপাশি তিনি আরো জানান খুব তাড়াতাড়িই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

হুগলি: হুগলির সভা থেকে রাজ্যপালকে নিশানা মমতার

Image
 খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: হুগলি লোকসভা কেন্দ্রটি কোন‌ রাজনৈতিক দলের অধীনে থাকবে এই নিয়ে চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার জনসংযোগ কর্মসূচি। বিজেপি ও সিপিএম দলগুলোর মতো একছটাক জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস, তার জন্য খোদ মুখ্যমন্ত্রী প্রার্থী প্রচারে নেমেছেন।  হুগলি জেলার অন্তর্গত আদিসপ্তগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সমর্থনে এক বিশাল জনসভা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ইন্দ্রনীল সেন, তপন দাসগুপ্ত, অসিমা পাত্র, অসিত মজুমদার, অরিন্দম গুইন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী ও সাধারণ মানুষেরা।  নির্বাচনী সভামঞ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজভবনে না যাওয়ার কথার সাথে সাথে রাজ্যপালর বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন, এবং তিনি এও বলেন রাজ্যপাল কথা বলতে চাইলে রাস্তায় গিয়ে দেখা করে আসবে, রাজভবনের অরিজিনাল কপি

কাটোয়া:- ৯৩% পাওয়ায় IAS অফিসার হওয়া ইচ্ছা সঞ্চিতার

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবুও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করছেন দুঃস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার।* নবম শ্রেণিতে পড়ার সময় মৃ*ত্যু হয় বাবার। তারপর সংসারের হাল ধরে মা। মায়ের সহযোগীতায় টাকা উপার্জন করে তা দিয়েই চলে পড়াশোনা এবং সংসার। *সেই পরিবারের মেয়ে কাটোয়া ২ব্লকের শ্রীবাটী অঞ্চলের মুলগ্ৰামের সঞ্চিতা কর্মকার।এইবার উচ্চ মাধ্যমিকে ৪৬৬ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। কাটোয়া ২ব্লকের মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা। তার প্রাপ্ত নম্বর বাংলায় ৯০,ইংরেজিতে ৮০,ভূগোলে ৯১,ইতিহাসে ৯৩,পুষ্টিবিঞ্জান ৯৮,দর্শনে ৯৪। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার মানুষেরা। বাবা জয়দেব কর্মকার দিনমজুরের কাজ করতো। নবম শ্রেণিতে পড়ার সময় বাবা মা*রা যায়। তারপর থেকে সংসারের হাল ধরেন মা। মা পম্পা কর্মকার। মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছে মা। পড়াশোনার ক্ষেত্রে গ্ৰামের শিক্ষকের যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার। *সঞ্চিতা আইএএস অফিসার হতে চাই।কিন্তু আর্থি

কাকদ্বীপ: নদীর বাঁধ ফাটল নিয়ে আতঙ্কে এলাকাবাসী

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত তিনদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে, এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছে কারণ সমুদ্রতল। হঠাৎ করে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধা খালি সাত নম্বর হেরি এলাকায় গতকাল বিকাল থেকে নদী বাঁধে ফাটল দেখা যায়, আজ সকালে দেখা যায় প্রায় ১০০ মিটার নদী বাঁধ নিয়ে নদীতে মিশেছে, খবর দেওয়া হয়েছে এরা এরিগেশন দপ্তর সহ প্রশাসনের তবে নদী বাঁধ অতি সত্যের যদি কাজ না করা হয় আজ দুপুরে জোয়ার থেকে জল যে এলাকা ঢুকবে সেটা নিশ্চিত এলাকাবাসী।

বীরভূম: বিস্ফোরণে জখম ষষ্ঠ শ্রেণীর ছাত্র

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বিস্ফোরণে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগানপাড়ায়। জখম ছাত্রের নাম শামীম রেজা। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা। পরে দেখেন বাড়ীর বাইরে র*ক্তা*ক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র। পরিবারের দাবী, তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি। তাতেই জখম হয়েছে শামীম রেজা।